ওয়ার্ডপ্রেস নাকি ব্লগার? ব্লগিং এর জন্য সেরা সিএমএস কোন টি?

প্রিয় বন্ধুরা, আস্সালামু আলাইকুম। কেমন আছে আপনারা সবাই?

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আবার ও আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুর আরো একটি পোষ্ট নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক।

যেটি হলো Wordpress VS Blogger; ব্লগিংয়ের জন্য কোনটি বেশি ভালো?  এবং এই দুইটির সমস্যা এবং ভালো দিক ও এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব।

ত চলুন বন্ধুরা আর দেরি না করে চলে যাই আমাদের মূল আলোচনায়।

সূচনা:-

ব্লগিং করা কথা চিন্তা করলেই সবার প্রথমেই আমাদের মনে একটি প্রশ্ন আসে, যে কোন ওয়েবসাইট ব্যবহার করব? বা কোন প্ল্যাটফর্ম ব্লগিং করার জন্য ভালো হবে? 

ব্লগিং করার এখন অনেক প্ল্যাটফর্ম রয়েছে।তবে, বর্তমানে ওয়ার্ডপ্রেস এবং ব্লগার এই দুটি বেশ জনপ্রিয় এবং বড় ব্লগিং প্ল্যাটফর্ম। 

আর তাই এই দুইটি থেকে একটি বেচে নেওয়া ব্লগারদের জন্য বেশ কঠিন।তাই অনেকই বুঝতে পারেন না ওয়ার্ডপ্রেস নাকি ব্লগার কোনটি ব্যবহার করবেন? আর তাই অনেকেই এখানে এসে পথ হারান।

তবে আর চিন্তার কোন কারন নেই আজ আমি আপনাদের এই দুটি প্ল্যাটফর্মের সমস্ত ইনফরমেশন দেব এবং এদের মধ্য তুলনা করব। 

ত চলুন শুরু করে দেই আমাদের মূল টপিক।

সূচি পত্র:-

১/ ব্লগিং করার জন্য একটি ব্লগ প্ল্যাটফর্মে কি কি গুন থাকতে হবে?

২/ ওয়ার্ডপ্রেস কি?

৩/ ব্লগার কি?

৪/ সহজে ব্যবহার যোগ্যা ;ওয়ার্ডপ্রেস VS ব্লগার।

৫/ মালিকানা ;ওয়ার্ডপ্রেস VS ব্লগার।

৬/ সিকিউরিটি;ওয়ার্ডপ্রেস VS ব্লগার।

৭/ ভবিষ্যত;ওয়ার্ডপ্রেস VS ব্লগার।

৮/ নিয়ন্ত্রন ক্ষমতা;ওয়ার্ডপ্রেস VS ব্লগার।

৯/ মূল্য;ওয়ার্ডপ্রেস VS ব্লগার।

১০/ ফলাফল:-ওয়ার্ডপ্রেস VS ব্লগার।

১/ ব্লগিং করার জন্য একটি ব্লগ প্ল্যাটফর্মে কি কি গুন থাকতে হবে?

ত চলুন ওয়ার্ডপ্রেস এবং ব্লগারের তুলনা করার আগে প্রথমে জেনে নেই একটি ব্লগিং প্ল্যাটফর্মের কিকি গুন থাকতে হবে।

  • মনিটাইজ অপশন।
  • সহজে ব্যবহার যোগ্যতা।
  • সাপোর্ট।
  • নমনীয়তা।

* মনিটাইজ অপশন :-টাকা আয় করার জন্য কিছু স্পেশাল ফিচার এর মধ্যে থাকার প্রয়োজন।

* সহজে ব্যবহার যোগ্যতা :- প্ল্যাটফর্মটি সহজে ব্যবহার যোগ্য হতে হবে। যাতে সহজে আর্টিকেল লিখে তা প্রকাশ করা যায়।

* সাপোর্ট :-ব্লগ পরিচালনার জন্য সাপোর্টের প্রয়োজন হতে পারে।যাতে কোন প্রশ্ন থাকলে দ্রুত তার সমাধান করতে চাইবেন।

* নমনীয়তা:-একটি ব্লগিং প্ল্যাটফর্ম এমন হতে হবে যাতে সহজে কোন নতুন ফিচার এড করা যায়।

২/ ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস একটি সহজ এবং জনপ্রিয় মাধ্যম যেটি ব্যবহার করে আপনারা খুব সহজে একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে পারবেন।

বর্তমানে ইন্টারনেটে থাকা ওয়েবসাইটের মধ্যে ৩৮%  এর বেশি ওয়েবসাইট তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট ব্যবহার করে।

ওয়ার্ডপ্রেস ২০০৩ সালে তার যাত্রা শুরু করে।ওয়ার্ডপ্রস দিয়ে ব্লগিং করতে হলে আপনাকে ডোমেইন ও হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে।

ওয়ার্ডপ্রস একটি জনপ্রিয় অপেনসোর্স ও বটে। কারন এখানে আপনি নিজের মনের মতো করে কাস্টমাইজড করতে পারবেন।

৩/ ব্লগার কি?

ব্লগার এক জনপ্রিয় ব্লগ তৈরি করার প্ল্যাটফর্ম।ব্লগার হচ্ছে একটি গুগোলের দ্বারা পরিচালিত ফ্রি একটি ব্লগিং তৈরির প্ল্যাটফর্ম।

এই ওয়েবসাইটটি ১৯৯৯ সালে Pyra labs দ্বারা শুরু হয় এবং পরর্বতিতে ২০০৩ সালে গুগোল এটাকে কিনে নেয়।

ব্লগার ফ্রীতে ডোমেইন এবং হোস্টিং দেয়। যা দিয়ে সহজে ফ্রিতে ব্লগ তৈরি করা যায়।

৪/ সহজে ব্যবহার যোগ্যা ; ওয়ার্ডপ্রেস VS ব্লগার।

ব্লগিং করার জন্য আমাদের প্রয়োজন সহজ ব্যবহার করা যায় এমন একটি ওয়েবসাইট।

ওয়ার্ডপ্রেস :-

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা অনেক সহজ।ডোমেইন  এবং হোস্টিং কিনেই এখানে কাজ শুরু করতে পারবেন।

>>সি-প্ল্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন।

>> এবার ওয়ার্ডপ্রেস এডমিন প্ল্যানেলে গিয়ে থিম এবং প্ল্যাগিং ইনস্টল করতে হবে।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাদের কোন কোডিং জ্ঞানের প্রয়োজন হবে না শুধু ক্লিক জ্ঞান থাকলেই হবে।

ব্লগার :-

ব্লগার খুব সহজ একটি ব্লগিং টুলস। আর ব্লগার ওয়েবসাইটটি ব্যবহার করাও অনেক সহজ। আপনাদের যদি একটি জিমেইল একাউন্ট থাকে তবে এটি ব্যবহার করতে পারবেন।

ব্লগার ডট কমে সাইন আপ করেই খুব সহজে ওয়েবসাইট তৈরি করা যায়। এটি একদম  ফ্রী!

এতে সাইন আপ করা খুব সহজ কিন্তু এখানে ওয়েব ডিজাইন কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে  HTML এবং CSS দক্ষতা।

বিজয়ী:- ওয়ার্ডপ্রেস।

৫/ মালিকানা ;ওয়ার্ডপ্রেস VS ব্লগার।

ব্লগিং সাইট বাচাই করার জন্য ওয়েবসাইটের মালিকানা বিচার করা অনেক গুরুত্বপূর্ণ। 

ওয়ার্ডপ্রেস :-

ওয়ার্ডপ্রেস একটি ফ্রী এবং অপেন সোর্স সফটওয়্যার।আপনি এখানে কিন্তু শুধু ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ব্যবহার করছেন।

এখানে ডোমেইন হোস্টিং সব আপনার তাই এখানে মালিক আপনি। তাই আপনার ব্লগ সাইট কেউ ডিলিট করতে পারব না। আপনি যা ইচ্ছা করতে পারবেন।

ব্লগার :-

গুগোলের একটি ফ্রী সার্ভিস হচ্ছে ব্লগার।তাই এখানে গুগোল আপনার ব্লগ সাইটের মালিক থাকবে।তাই তারা চাইলে আপনার ব্লগ ডিলিট করে দিতে পারে।

বিজয়ী:- ওয়ার্ডপ্রেস।

৬/ সিকিউরিটি;ওয়ার্ডপ্রেস VS ব্লগার।

ব্লগ সাইট বাচাই করার জন্য সবচেয়ে  জরুরি নিরাপত্তা। দেখতে হবে ওয়েবসাইটটি আপনাকে কতটা সিকিউরিটি বা নিরাপত্তা দিতে পারে।

ওয়ার্ডপ্রেস :-

ওয়ার্ডপ্রেস অনেক সিকিউর একটি ব্লগিং প্ল্যাটফর্ম।কিন্তু এখানে যেহেতু আপনি নিজেই মালিক তাই সাইটের সমস্ত দায়িত্ব একান্ত আপনার।

তবে ওয়ার্ডপ্রেসে অনেক সিকিউরিটি প্ল্যাগিন রয়েছে। যা ব্যবহার করে আপনারা নিজেদের সাইটের নিরাপত্তা দিতে পারবেন।

এখানে একটি অটো বেকআপ অপশন রয়েছে এটি ইনস্টল করে রাখলে যদি আপনার সাইট হ্যাক হয়ে যায় তবে,তা আবার ফিরিয়ে আনতে পারবেন।

ব্লগার :-

ব্লগার গুগোলের একটি সার্ভিস। আর তাই এখানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব গুগোলে। আপনার ব্লগারকে সিকিউর রাখার জন্য গুগোলের রাবাস্ট ব্যবহার করতে পারবেন।

ব্ললগারে ব্লগিং করার জন্য আপনাকে কোন চিন্তাই করতে হবে না।আপনাকে আপনার ই-মেইলের একটি স্ট্রিং পাসওয়ার্ড দিলেই হবে।

তবে একেবারে নিশ্চিন্ত থাকার জন্য ব্লগারের বেকআপ রাখতে পারেন।

বিজয়ী:- টাই।

৭/ ভবিষ্যত;ওয়ার্ডপ্রেস VS ব্লগার।

ব্লগিং মানুষ করে থাকে ভবিষ্যতে টাকা ইনকাম করার কথা চিন্তা করেই।

ওয়ার্ডপ্রেস :-

আগেই বলেছি ওয়ার্ডপ্রেস একটি অপেন সোর্স সফটওয়্যার। তাই এখানে ইন্ডুভিজুয়াল কোন কোম্পানি সিদ্ধান্ত নিতে পারে না।

তাই এখানে ওয়ার্ডপ্রেস কখন খুলা হবে কখন বন্ধ হবে তা ঠিক করবে আপনার আমার মতো সাধারন মানুষ।

যদি আপনি সাইটি ব্যবহার না ও করেন তবে এখানে সাইট রাখতে পারবেন।কারন এখানে আপনি মালিক।

শুধু নতুন সফটওয়্যার আপডেট না দিলেই হলো।

ব্লগার :-

ব্লগার গুগোলের একটি সম্পদ বা সার্ভিস যাই বলেন।ব্লগারে কিন্তু খুব বেশি আপডেট আসে না।

আর ব্লগার গুগোলের সার্ভিস হওয়ার কারনে তারা কত দিন তাদের সার্ভিস চালু রাখবে তা তারা নিজেরা সিদ্ধান্ত নেয়।

আর তাই গুগোল চাইলে যে কোন সময় তাদের সার্ভিস বন্ধ করে দিতে পারে। তাই এখানে আপনার ব্লগের ভবিষ্যত কি হবে তা ঠিক করবে গুগোল নিজে।

বিজয়ী:- ওয়ার্ডপ্রেস।

৮/ নিয়ন্ত্রন ক্ষমতা;ওয়ার্ডপ্রেস VS ব্লগার।

ব্লগিং এর জন্য প্ল্যাটফর্ম বাচাই করার জন্য খুব গুরুত্বপূর্ণ হলো নিয়ন্ত্রন ক্ষমতা।

ওয়ার্ডপ্রেস :-

ওয়ার্ডপ্রেস একটি অপেন সোর্স সফটওয়্যার হওয়ার কারনে এখানে আপনারা নিজের মতো কাষ্টমাইজ করতে পারবে এবং যে কোন নতুন ফিচার এতে এড করতে পারবেন।

এখানে কয়েক মিলিয়ন প্ল্যাগিং রয়েছে, যেগুলো দিয়ে নতুন ফিচার পেয়ে যাবেন।ওয়ার্ডপ্রেসে অনেক সুন্দর সুন্দর থিমস রয়েছে যে গুলো দিয়ে ওয়েবসাইটকে আরো আর্কষনীয় করা যাবে।

ব্লগার :-

ব্লগারে খুব সাধারন একটি ডিজাইন দেওয়া হয়েছে।এটি ব্যবহার করে যে কেউ পাবলিক ডোমেইনে কোন কিছু লিখতে পারে।

একটি ব্যবহার করে টাকা আয় অনেক কষ্টের ব্যপার।

বিজয়ী:- ওয়ার্ডপ্রেস।

৯/ মূল্য;ওয়ার্ডপ্রেস VS ব্লগার।

ব্লগিং করার জন্য কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন হয় না।আপনারা যদি ভেবে থাকে অনেক টাকার প্রয়োজন তবে আপনারা ভূল ভাবছেন।

ওয়ার্ডপ্রেস :-

ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করার জন্য ডোমেইন এবং হোস্টিং সব নিজের খরচে কিনতে হবে।কারন তারা আপনাকে ডোমেইন হোস্টিং কিছুই দিবে না।

মোটামুটি ডোমেইন হোস্টিং কিনতে আপনাদের ৩০০০ টাকার মতো খরচ হতে পারে।আর আপনারা যদি আরো ভালো ডোমেইন হোস্টিং করতে চান তবে খরচ আরো বেশি হতে পারে।

ব্লগার :-

ব্লগার গুগোলের একটি ফ্রি সার্ভিস হওয়ায় এখানে আপনি ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

যাতে আপনি সর্ম্পূণ ফ্রিতে ব্লগ করতে পারেন তার জন্য গুগোল আপনাকে ফ্রি ডোমেইন এবং হোস্টিং দিয়ে থাকে। 

আপনার ডোমেইন নেম পছন্দ না হলে কাস্টম ডোমেইন এড করতে পারবেন।যার দাম হবে ৮০০ টাকার মতো।

বিজয়ী:- ব্লগার।

১০/ ফলাফল:-ওয়ার্ডপ্রেস VS ব্লগার।

বর্তমানে ওয়ার্ডপ্রেস এবং ব্লগার দুটিই বেশ জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম।কিন্তু ব্লগিং করার জন্য আপনাদের এদের দুটির মধ্য থেকে যে কোন একটি আপনাকে পছন্দ করতে হবে।

আপনারা যদি সাধারন ভাবেই ব্লগিং করতে চান তবে ব্লগারের মাধ্যমেই ব্লগিং করতে পারবেন।

আবার আপনারা যদি টাকা ইনকাম করার জন্য ব্লগিং করেন বা প্রফেশনালি ব্লগিং শুরু করতে চান তবে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং শুরু করতে পারবেন।

শেষ কথা:-ব্লগিং এর জন্য সেরা ওয়েবসাইট কোন টি?

ত প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ওয়ার্ডপ্রেস VS ব্লগার কোনটি সেরা ওয়েবসাইট।

আশা করছি পোষ্টটি পড়ে আপনারা ও সহজে সিদ্ধান্ত নিতে পারবেন ওয়ার্ডপ্রস নাকি ব্লগার কোন ওয়েবসাইট দিয়ে ব্লগিং ক্যারিয়ার শুরু করবেন।

আর বন্ধুরা পোষ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আনাদের মুল্যবান মতামত জানিয়ে দেবেন।

আর পোষ্টটি সর্ম্পকে আপনাদের যদি কোন কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।

আর আমি যতটা জানি চেষ্টা করব আপনাদের সাহায্য করার। আর আবারো বন্ধুরা খুব শীঘ্রই হাজির হয়ে যাব আপনাদের সাথে নতুন একটি পোষ্ট নিয়ে।

আর এতক্ষন ধৈর্য ধরে মনোযোগ সহকারে পোষ্টটি পড়ার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।

ত বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন , সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

আল্লাহ হাফেজ।

ব্লগিং এর জন্য সেরা ওয়েবসাইট কোন টি?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আস্সালামু আলাইকুম, আমি জহুরা। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস করছি। এবং পাশাপাশি একজন কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করছি।