আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ।হেলো আমার বড় ভাই এরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন। হ্যা টাইটেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকে কি নিয়ে কথা বলব।
অনেকের হয়তো মনে প্রশ্নো আসতে পারে ভাষা নই ট্রান্সলেট করা যায় তাই বলে কি ওয়েবসাইট ট্রান্সলেট করা যাবে ? হ্যাঁ ইন্টারনেটের এই ডিজিটাল যুগে প্রায় সবকিছু সম্ভব।
তো এতো কথা না বলে চলুন পোষ্ট শুরু করি। আমি আশা করব আপনি এই পোষ্টি মনযোগ দিয়ে পড়বেন পোষ্ট ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন।
এতো কথা না বলে চলুন শুরু করি প্রথমে http://itools.com/search-for-tools/web%20translator এই লিংকে যান তারপর প্রথম বাক্সে দেখুন http:// লেখা আছে ওখানে আপনার সাইটের নাম দিবেন।
যেমন আমার সাইট https://blog.jit.com.bd তারপর একটু নিচে যান আপনার সাইটের বর্তমান ভাষা দিন যেমন আমার সাইটের বাংলা ভাষা।
আপনার সাইটের যে ভাষা ঐ ভাষা দিন তারপর নিচে দেখুন আরেক বাক্স আছে ওখানে যে ভাষাতে ট্রান্সলেট করতে চান ওটা দেন।
যেমন আমি English এ ট্রান্সলেট করব আপনি যে ভাষাতে ট্রান্সলেট করতে চান ওটা দেন । তারপর submit বাটনে ক্লিক করুন।
ব্যাস হয়ে যাবে তারপর আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করুন। আজকে এই পযন্তই আরেক দিন হাজির হবো আরেকটি ট্রিক নিয়ে। সো গুড বায় ফ্রেন্ডস।
You must be logged in to post a comment.