ব্যবসা করার টিপস। ব্যবসা করার নিয়ম ব্যবসা করার কৌশল।

আপনি কি বাজারে জুতার ব্যবসা করতে চান? জুতা বিক্রি করে অনেক লাভবান হতে চান, বর্তমান জুতার বাজার কেমন চলছে জানতে চান?

আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা। সকলে কেমন আছেন। আশা করি ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জুতার ব্যবসা করলে কি রকম লাভ হয়? জুতার ব্যবসা করলে কি সংসার চালানো সম্ভব?

ছাড়া জুতার ব্যবসা করছেন তারা কি অনেক লাভবান হচ্ছেন? আপনাদের মাথায় এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খায় যে জুতার ব্যবসা করলে কি আসলেই অনেক লাভবান হওয়া যায়? 

এসব প্রশ্নের সমাধান দিতে আজকে আমার লেখা আর্টিকেলটি।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জুতার ব্যবসা করে কেমন লাভবান হওয়া যায়?  আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন জুতার ব্যবসা অনেক লোক করে থাকেন। 

তারা জুতার ব্যবসা থেকে কত টাকা লাভবান হতে পারেন এরকম প্রশ্ন আপনাদের অনেকেরই থাকতে পারে?

এসব প্রশ্নের উত্তর দিতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনি কে জুতার ব্যবসা করলে লাভবান হতে পারবেন? 

ব্যবসায় লাভ, লস থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার।  আপনি যদি প্রথম প্রথম জুতার ব্যবসা শুরু করেন না প্রথমে আপনার লাভ অথবা লস একটা হতেই পারে।  লাভ লস এর চিন্তা করলে আপনি কখনো একজন সফল ব্যবসায়ী হতে পারবেন না। 

একজন সবার ব্যবসায়ী হতে হলে কখনো ব্যবসা ছেড়ে দেয় না।  ব্যবসায় কখনো লাভ আসবে লস আসবে এটাই হতে পারে।  এটা চিন্তা করলে আপনি কখনো ব্যবসার সফল হতে পারবেন না। বাজার সব সময় এক যায়না।

কোনদিন বেচাকেনা বেশি হতে পারে আবার কোনদিন বেচাকেনা কম হতে পারে।  মনে করেন আপনি আজ পাঁচ জোড়া আবার গতকাল ১০ জোড়া জুতা বেঁচলেন।

কম বেশি করে এরকমই আপনার ব্যবসা চলতে থাকবে। ব্যবসায় একদিন কম একদিন বেশি বেচাকেনা হতে পারে এটা ভাবলে চলবে না। 

আপনি কি ধরনের ব্যবসা করতে চান?

আপনি কি জুতার ব্যবসা করতে চান? নাকি খাবারের ব্যবসা করতে চান? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জুতার ব্যবসা করলে কি পরিমাণ লাভ হতে পারে?

(১) জুতার ব্যবসার আইডিয়াঃ

যে কোন ব্যবসা করতে হলে আপনাকে সে ব্যবসা সম্পর্কে জ্ঞান রাখতে হবে।  সেই ব্যবসা সম্পর্কে অনেক ধারণা ও গবেষণা করতে হবে।

আপনি ব্যবসা করতে গেলে আপনার সেই ব্যবসা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আপনি সে ব্যবসায়ী অনেক বড় লস খেতে পারেন। 

সুতরাং আপনি যে ব্যবসা করতে চান না কেন সে সম্পর্কে ধারণা রেখে এসে ব্যবসা করতে যাবেন। প্রচলন দেরি না করে জানা যাক আপনারা কিভাবে জুতার ব্যবসা করতে পারবেন?

আপনারা হয়তো অনেকেই জানেন না জুতার ব্যবসায় অনেক বেশি লাভ হয়।  আপনাকে অনেকে জুতার ব্যবসা সম্পর্কে বললেও জুতার ব্যবসা কিরকম লাভ হবে সেটা আপনাকে কেউ বলবে না। 

আমি আপনাদের একটাই পরামর্শ দিতে পারি যে জুতার ব্যবসা করলে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন।

(১) জুতার ব্যবসা করতে মোট কত টাকা লাগতে পারেঃ

আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে জুতার ব্যবসা শুরু করতে কত টাকা নিয়ে শুরু করতে হবে?

আপনি যদি জুতার ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার বাজেট এক লাখের উপরে হতে হবে।

আপনার বাজার যদি তিন লাখ টাকার মধ্যে হয় তাহলে আপনি অনেক ভালোভাবে জুতার ব্যবসা করতে পারেন। 

কথায় আছে সততায় ব্যবসার মূলধন।  আপনার মধ্যে যদি সততা থাকে তাহলে আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারবেন।

(৩) জুতা বিক্রি করার নিয়মঃ

জুতা বিক্রি করার জন্য অবশ্য আপনাকে অনেক চালু হবে। আপনাকে অনেক একটা Active হতে হবে। 

জুতা বিশেষ সময় কাস্টমারদের সঙ্গে ভালো ব্যাবহার করতে হয়।  কাস্টমারদের সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। 

আপনি যদি কাস্টমারদের সঙ্গে খারাপ আচরণ করেন তাহলে আপনার দোকানে কেউ কখনো জুতা কিনতে আসবে না।  আপনি যেকোন ব্যবসাই করুন না কেন কাস্টমারদের সাথে যদি খারাপ ব্যবহার করেন তাহলে তারা কখনো আপনার দোকানে আসবে না।

সে তো আসবে না এবং অন্য লোকদেরকে আসতে নিষেধ করবে সেখানে।  এরপরে আপনি ব্যবসা উন্নতি করতে পারবেন না। 

তা যদি ভালোভাবে জুতার ব্যবসা করতে চান তাহলে অবশ্যই তাদের সঙ্গে ভালো আচরণ করবেন। 

তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে তারা আপনার দোকানে পরবর্তীতে আসতে পারে এর ফলে আপনার ব্যবসায় অনেক লাভ হতে পারে।

https://www.facebook.com/Ridoy-Bloggar-105200299056253/?mibextid=ZbWKwL

আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি আপনারা ভালোভাবে পড়েছেন। আমি সর্বদা সঠিক তথ্য দেয়ার চেষ্টা করেছি ৷

আমারলেখা আর্টিকেলে যদি কোনোপ্রকার ভূল পেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। 

আমার আর্টিকেলটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন!

নামাজ বাদ দিয়ো না বন্ধু ।  নামাজ পড়ো বন্ধু , এপারের থেকে ওপারের জীবন অনেকবেশি সুন্দর।

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles