যারা এই বিষয়গুলো শিখে না তারা কখনো ধনী হতে পারে না।

আসসালামু আলাইকুম প্রীয় পাঠকগন,আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। 

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আজকে আমি আপনাদেরকে কিছু বিখ্যাত ব্যাক্তিদের উক্তি শেয়ার করবো। মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইলো। এমনো হতে পারে এই কথাগুলো আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাহলে পড়ে নেওয়া যাক উক্তিগুলো-

১.নিজেকে কখনো ছোট করে দেখবেন না,তাহলে আপনার নিজের আত্মাই মরে যায়।আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়। আর স্বপ্ন ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। 

২.জেগে ওঠো,সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না।

৩.কী বলা হচ্ছে, তা রিদয় ধারণ করুন,কে বলছে সেটা বড় কথা না। একজন পাগলও আপনাকে ভালো উপদেশ দিতে পারে। 

৪.তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে একটি জিনিস-সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে!

৫.আপনি যদি গরীব হয়ে জন্ম নেন, তাহলে সেটা আপনার দোষ নয়।যদি আপনি গরীব হয়ে মারা যান তবে সেটা আপনার দোষ। 

৬.স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে।স্বপ্ন সেটা, যেটা মানুষকে ঘুমাতে দেয় না।

৭.কখনো ভেঙে পড়বেন না। আপনার  জীবনে যা  কিছু হারিয়ে যায়, সেটি আরও উত্তম হয়ে পিরে আসে। 

মাওলানা জালাল উদ্দীন রুমি। 

৮.সুখে থাকা জীবনের বড় সার্থকতা নয়,বরং কাউকে সুখে রাখাটাই জীবনের বড় সার্থকতা।

৯.সহজে জিতার আনন্দ কোথায়? ভাধা যত বিশাল,জিতার আনন্দ ততই বাধভাঙ্গা। 

১০.দুঃসময়ের অন্ধকার, কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মূহুর্তের দ্বার খুলে দেয়।

১১.তুমি ভুল করেছো এতে লজ্জার কিছু নেই, বারবার ভুল করা এটি প্রমান করে,তুমি হাল ছাড়ো নাই,তুমি চেষ্টা করে চলেছো।

১২.ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়,ব্যর্থ আবার  নতুন করে শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। 

১৩.ঘুমিয়ে কী কেটে যাবে একটি জীবন? জীবন হক কর্মচাঞ্চেল্যে ভরপুর,ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। শুয়ে থাকার জন্য কবরের জীবন পড়ে আছে। 

হযরত আলী (রাঃ)

১৪.তুমি যদি এখন থেকেই, তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো।একদিন তোমাকে কাজ করতে হবে অন্যের অধিনে, তাদের স্বপ্ন পূরণের জন্য। 

১৫.দ্রুত পরিবর্তনশীল বিশ্বে,ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে, আর তা হলো ঝুঁকি না নেওয়া। 

নোটঃ প্রিয় ভাইয়েরা আপনার জীবনকে কুরআন দ্বারা পরিবর্তন করুন, দুনিয়া আর আখিরাত দুই যায়গাই সফল হবেন। রাসূল সাঃ এর সুন্নাহকে আকরে ধরুন। আল্লাহ হাফেজ। 

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামী বইটির নাম হলো -আল কুরআন