জীবনে ক্যারিয়ার গঠন করা দায়িত্ব

নিজেকে সফলতার চূড়াই পৌছাতে চান। নিজের বেকারত্ব দূর করোন নিজেই। আপনার ভেতরে প্রতিক্রিয়া আছে তা মানুষ কে জানান।  

সফল তো তারাই হয় যারা কাজের জন্য মেহনত করে। 

নিজে কে হতাশ মনে করবেন না কোন দিন। মনে করবেন আপনি জন্ম নিয়েছেন হতাশ হবার জন্য নয়।  জীবনে ছোট ছোট বিষয়ে হাল ছাড়তে নেই।  আপনি কেন হাল ছাড়বেন না? 

১। আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীব।

২। আপনার আত্মবিশ্বাস।

৩। আমি যে কোন বিষয় কে আমার মতোন করে দেখি।

৪। আপনি যা পারেন তা অন্য কেউ পারে না।

৫। আপনার  যোগ্যতা। 

প্রায় মানুষ এই পাচঁ টি করণে হাল ছেড়ে দেয়।  

আপনি যে আমার লেখটি পড়ছেন আমি কিন্তু লেখার জন্য কোন বিষয় খুজে পাচ্ছি না।  মনে মনে ভাবি এইখানে হাল ছেড়ে দিব। 

তার পর এই বিষয় নিয়ে রিচার্জ করি বিভিন্ন ওয়েবসাইটে দেখি আধিকংশ মানুষ সহজে হাল ছেড়ে দেয়।  

কেন মানুষ হাল ছেড়ে দেয়?

কোন ব্যাক্তি যদি একটি নতুন কাজ। যেমন: ব্যাবসা,  চকরি, আনলাইন জব,  পড়ালেখার কোন টপিক ইত্যাদি।

কিভাবে হল ছেড়ে দেয়?

আমি প্রথম প্রথম আনলাই জব সম্পর্কে জানা শুরু করি। তখণ আমি ইউটোব,গুগলে সার্চ করতাম কিভাবে আনলাইন থেকে টাকা আয় করা যায়।

কিছু ভিডিও দেখে আমি বিবিন্ন ওয়েবসাইটে কাজ করতে শুরু করি।  কিন্তু তা থেকে তেমন কিছু অর্জন করতে পারি না। 

এভাবে কয়েক দিন কাজ করি। তারপরেও তেমন টাকা ইনকাম করতে পারছিলাম না। হতাশ হয়ে আনলাইনে কাজ করা ছেড়ে দি। বাড়িতে একা একা বসে তাকি। 

আর  এক দিকে আমার বেকারত্ব পরিবারে বোঝ হয়ে দাঁড়িয়েছ।  কি করভো ভাবতে পারছিরাম না। আমি আবার আনলাইনে কাজ করা শুরু করি। 

এইভাবে আট মাস কাজ করে আমার প্রথম ইনকাম টা আসে তাো আল্প মাত্র চার হাজারের।  সেই দিনের পর থেকে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয় নাই। 

আজ আমি আনেক গুলো সাইডে কাজ করি। এবং প্রতি মাসে আনেক টাকা ইনকাম করি। আমি এই অর্জনের জন্য আনেক মেহনত করি। আনেক পরিশ্রম করি।

সহজে হাল ছেড়ে দেওয়া মানুষ টা আজ তার জয়িত্রী গল্প মানুষের মাঝে তুলে ধরে।

কিভাবে আমরা সফল হতে পারি?

১। নিজের প্রতি আত্মবিশ্বাস তৌরি করতে হবে

২। আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে কাজ করতে হবে।

৩। প্রচুর পরিমানে কাজ করতে হবে।

৪। অল্প তে ইনকামের আশা ছেড়ে দিতে হবে।

৫। আপনি যেই কাজ টি করবেন সেই কাজ টি সততা দিয়ে করবেন।

৬। নিজেকে পরিবর্ত করতে হবে।

নিজের প্রতি আত্মবিশ্বাস কিবাবে তৌরি করবেন?

আপনার মাথায় একটা কথা সব সময় মনে রাখতে হবে সেটা হলো, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জীব।  

১নিজেকে সৃজনশীল হতে হবে।

২। মনে করতে হবে আপনার সততা আপনার বিতরে সবসময় কাজ করে।

৩। নিজেকে অন্য দশ জনের মতো ভাবতে পারবেন না।  

৪। সময় কে গুরুত্ব দিতে হবে।

৫। আপনার ধর্ম অনুসারে প্রর্তনা করে হবে।

এই বিষয় গুরো যদি আপনার কাছে তাকে তা হলে আজ আবার একটু নিজেকে নতুন করে সাজান।  আপনার হতাশা কে দূর করে দিন ইনশাআল্লাহ দেখবেন আপনি সফলতার গল্প লিখবেন এক দিন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles