আজ কাল অনলাইনে অসংখ্য ব্লগ সাইট আছে। যেখানে বাংলা আর্টিকেল লিখে আয় করা যায়।কিন্তু সেগুলো খুব কম পেমেন্ট করে। আবার কিছু সাইট আছে যেখানে কোর্স কিনে আর্টিকেল লেখার কাজ শুরু করতে হয়।যা অনেকেই করতে চায় না।
বাংলা আর্টিকেল লিখে আয় করার সেরা এবং বিশ্বস্ত সাইট হলো ব্লগ জে আইটি
আপনি ব্লগ জেআইটি তে খুব সহজেই বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবেন।এখানে কোনো কোর্স কিনতে হয় না।
আপনি ব্লগ জেআইটি তে দুই ভাবে ইনকাম করতে পারবেন।
১.বাংলা আর্টিকেল লিখে
২.অন্যদের রেফার করে
১.বাংলা আর্টিকেল লিখে আয় করার নিয়মঃ
আপনি জেআইটি তে প্রতিদিন অসংখ্য আর্টিকেল লিখতে পারবেন।তবে আর্টিকেল গুলো তাদের নীতিমালা অনুযায়ী হতে হবে।তা না হলে আপনার লেখা কোনো আর্টিকেলই প্রকাশ করা হবে না।
আর্টিকেল লেখার কিছু গূরুত্বপূর্ণ নীতিমালাঃ
১.আর্টিকেল ইউনিক হতে হবে।
২.আর্টিকেল কপি পেস্ট মুক্ত হতে হবে।
৩.আর্টিকেলে ফিচার ইমেজ ব্যবহার করতে হবে।
৪.বাংলা ভাষায় আর্টিকেল লিখতে হবে।
- অবশ্যই উপরের নীতিমালা গুলো মেনে আর্টিকেল লিখবেন।
- আপনি প্রতিটি আর্টিকেলের জন্য সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত পাবেন।
- আপনার আর্টিকেলটি যদি ১০০০ বার দেখা হয় তাহলে আপনি ৬০০ টাকা পাবেন অর্থাৎ প্রতি ভিউতে ০.৬০ টাকা পাবেন।
- আপনার আর্টিকেলে ভিউ আনার জন্য বিভিন্ন সোস্যাল মেডিয়ায় শেয়ার করতে পারেন।
২.অন্যদের রেফার করে আয় করার নিয়মঃ
আপনি আর্টিকেল না লিখেও জেআইটি থেকে আয় করতে পারবেন রেফার করে।
আপনি যাদের রেফার করবেন তাদের ইনকামের ২০% আজীবন পেতে থাকবেন। ধরুন,আপনি ২০ জনকে রেফার করেছেন।তারা সবাই মাসে ৪০,০০০ টাকা ইনকাম করেছে।তাহলে আপনি পাবেন ৮,০০০ টাকা।
আপনি যদি ব্লগ জেআইটি তে কাজ করতে চান তাহলে রেজিস্টার করতে পারবেন। জেআইটির সদস্য হতে কোনো টাকা লাগে না।
রেজিস্টার লিংকঃ https://blog.jit.com.bd/ref/Jubayer514
উপরের লিংকে ক্লিক করে আপনার নাম,ইজার নেম,ইমেইল,পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুন। তারপর লগিন করে Member Dashboard অপশনে ক্লিক করে Settings অপশনে ক্লিক করে আপনার তথ্য এবং প্রোফাইল পিকচার আপলোড করুন।
তারপর আপনি আর্টিকেল লেখার কাজ শুরু করুন।
এভাই আপনি ব্লগ জেআইটি থেকে আয় করতে পারবেন।
আমার আর্টিকেলে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন।আর আর্টিকেল টি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ?
You must be logged in to post a comment.