ফ্রিতে ব্লগ সাইট খোলার নিয়ম ২০২২। খুব সহজেই ব্লগার হোন এবং সহজেই ব্লগিং করে আয় করুন।

আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আজকে আমারা শিখব কিভাবে ফ্রিতে ব্লগার হওয়া যায়। প্রথম ই বলে রাখি যারা ব্লগ লিখতে চান তাদের জন্য আজকের এই লেখা।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আমরা প্রায় বলে থাকি অনলাইনে ইনকাম করা যায় এটা সত্য।সুধু সত্য ই না ১০০% সত্য। যাহোক ভূমিকাতে না বাড়িয়ে চলুন আসল আলোচনা করা যাক।

ফ্রিতে ব্লগার হওয়ার নিয়ম ২০২২

আমরা আজকে জানবো কিভাবে ফ্রিতে ব্লগার হওয়া যায়। আমরা সবাই কম বেশী কাজ করে থাকি। কিন্তু সবারই ফ্রি সময় থাকে।এই সময়ে কেউ টিভি চ্যানেলের সাম্প্রতিক অনুস্ঠান দেখে,কেউ ফেসবুক দেখে এভাবেই আমাদের দিনগুলি বা সময় কেটে যায়।

কিন্তু এখন অনেক ই আছেন যারা ঘরে বসে আয় করতে চান।তারা অনলাইনে খোঁজ করেন কিভাবে আয় করা যায়। আমি আজকে আপনাদের কে শিখিয়ে দেব কিভাবে আপনি আয় করবেন অনলাইনে।

আপনি হতে পারেন একজন ছাত্র অথবা একজন গৃহকর্মী।যে ই হোন কেন আপনি ও ব্লগার হতে পারবেন। তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক।ফ্রিতে ব্লগার হওয়ার নিয়ম।

ফ্রিতে ব্লগার হওয়ার নিয়ম ২০২২

ফ্রিরিতে ব্লগার হওয়ার জন্য শুরুতে আমার যা জানতে হবে।তাহলো আমাদের একটা স্মার্টফোন অথবা একটি লেপটপ বা কম্পিউটার থাকতে হবে।

এছাড়া থাকতে হবে ইন্টারনেট সংযোগ। সর্বশেষ একটি জিমেইল অ্যাকাউন্ট। তো আমরা জেনে নিলাম আমাদের কি কি প্রয়োজন।

শুরু করা যাক ফ্রিতে ব্লগার হওয়ার নিয়ম।

১.গুগলে সার্চ করুন blogger.com এর পর

২. সার্চ করার পর দেখা যাবে অনেক ওয়েব সাইট আছে।এর একটি লিংক দেখুন যেখানে লেখা আছে  create new account.

৩.   create new account এ চাপ দিন।চাপ দেওয়ার পর একটি পেজ আসবে সেখানে দেখুন লেখা আছে Name, username, gmail account,passwords ইত্যাদি।

৪. Name এর যায়গায় আপনার নাম লিখুন, একটি username লিখুন, আপনার gmail account এবং আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিন। এভাবে তথ্য পূরণ করার পর সব তথ্য পূরণ হয়ে গেলে submit করে দিন।

এভাবে তৈরি হয়েগেল আপনার একটি ব্লগ। এখন আপনি একজন ব্লগার। ২০২২ ফ্রিতে ব্লগ সাইট খোলার নিয়ম ২০২২।

ব্লগার হওয়ার পর আপনার কাজ আপনি  ব্লগ লিখবেন লিখে পোস্ট করবেন।

আপনি আপনার ব্লগের ড্যাসবোর্ড থেকে শর্ত মেনে ব্লগ লিখে পোস্ট করবেন।

আমি আশা করি আপনাদের ব্লগ একাউন্ট তৈরি করা শিখাতে পেরেছি।

এরপর ব্লগ একাউন্ট তৈরি করতে সমস্যা হলে কমেন্ট করুন।

আমি আশা করি সবাই ভালো করে লেখাটি পড়লে ব্লগ একাউন্ট তৈরি করতে পারবেন।

সর্বশেষ কথা হলো শুধু একাউন্ট তৈরি করে রেখে দিলে হবে না।আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে। কাজ করতে করতে এক সময় আপনি একজন বড় মাপের ব্লগার হয়ে উঠবেন।

লেখা টি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার বন্ধুদের লেখা টি পড়ার সুযোগ করে দিন। আপনি না ব্লগার হলে ও আপনার বন্ধুদের সুযোগ করে দিলে সে ও একজন ব্লগার হতে পারে। ধন্যবাদ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ