বন্ধুরা আলু ভাজি কি করে করবেন।তা আমি আজ বলব প্রথম, জা করবেন আলু ভালো করে কুচিয়ে কেটে নিবেন তার পর পরিমান মতো পিয়াজ আর মরিছ কেটে নিবেন তার পর করাইতে দিয়ে দিবেন তার পর দেয়ার পর লবন হলুদ।
দিয়ে দিবেন পরিমান মতো তার পর পরিমান মতো পানি দিবেন পানি দেয়া হয়ে গেলে কিছু খন।জাল দিবেন তার পর জখন।
দেখবেন পানি শুখিয়ে গেছে তাহলেই বুজবেন জে আপনার আলু ভাজি তৈরি আর এভাবেই আলু ভাজি তৈরি হয় জি বন্ধুরা আমায়, জানাবেন কমেন্ট করে জে কেমন আলু বাজি রান্না করলেন।
You must be logged in to post a comment.