Blogger Site থেকে “Powered By Blogger” লিখা কিভাবে Remove করবেন?
[img id=867258] সাধারণত আমরা Blogger Site এ এমন লিখা দেখতে পাই। অনেকেই এই লিখা রিমুভ করতে চান কিন্তু এমন অপশন খুঁজে পান না।
এটি কিভাবে রিমুভ করবেন ?
[img id=867259] আপনি Layout Option এ গেলে “Attribution” নামের একটি অপশন খুঁজে পাবেন।এই “Attribution” এ ক্লিক করতে হবে।
[img id=867260] এরপর এমন একটি popup দেখতে পারবেন।এইখানে যদি “Remove” নামের অপশন থাকে তাহলে আপনি সরাসরি সেখানে ক্লিক করে রিমুভ করতে পারবেন।
তবে “Remove” অপশন না থাকলে কী করবেন?
[img id=867261] রিমুভ অপশন না থাকলে Theme এ ক্লিক করতে হবে।
[img id=867271] এরপর Customize লিখার নিচে একটি Arrow Icon দেখতে পাবেন সেখানে ক্লিক করে Edit HTML এ ক্লিক করতে হবে।
[img id=867262] এখন 3dot icon এ ক্লিক করতে হবে।
[img id=867263] এবার Jump to widget এ ক্লিক করতে হবে।
[img id=867264] এখন Attribution1 এ ক্লিক করতে হবে।
[img id=867271] এই HTML Code এর মধ্যে ছবিতে চিহ্নিত স্থানে true লিখা থাকবে।
[img id=867265] এই লিখাটি false করে দিতে হবে।
[img id=867260] এখন আপনি ঠিক আগের মত Layout এ গিয়ে Attribution এ ক্লিক করলে Remove অপশন পেয়ে যাবেন।
[img id=867266] এখন রিমুভে ক্লিক করে এটি রিমুভ করে নিতে হবে।
[img id=867258] এখন “Powered By Blogger” লিখাটি সম্পূর্ণ ভাবে রিমুভ হয়ে যাবে।
বিঃদ্রঃ বিশেষ কিছু Theme এ কাজ নাও করতে পারে। তবে বেশিরভাগ Theme এই কাজ করে।
You must be logged in to post a comment.