আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন। আমি জে আইটির পক্ষ থেকে - ফিরোজ
বন্ধুরা আমি আজ আলোচনা করব কিভাবে আপনি একটা সুন্দর নুডুলস রান্না তৈরি করবেন নিচে দেওয়া হলো-
নুডুলস তৈরি উপকরণ ১/নুডুলস প্যাকেট। ২/পেয়াজ। ৩/কাচামরিচ ৪/সবজি দিতে পারেন। যেমন-গাজর দিতে পারেন।
কিন্তু সিদ্ধ করতে হবে। ৫/ডিম ২ টা। ৬/ পরিমাণ মতো লবণ। ৭/তেল
নুডুলস তৈরি প্রণালি: প্রথমে আপনাকে একটি পাতিলে পানি গরম করতে হবে। পানিতে বলক উঠলে পানির মধ্যে নুডুলস অর্ধেক করে দিন। তারপর চামচ দিয়ে নাড়াচাড়া করুন।
নুডুলস সিদ্ধ হয়ে গেল যেকোনো একটি ঝুড়িতে রেখে ট্যাপের নিচে রাখুন। তারপর আপনি যদি সবজি দিয়ে নুডুলস রান্না করতে চান।
তাহলে সবজি সিদ্ধ করে নিন। সিদ্ধ হয়ে গেলে কড়াইতে তেল দিন। তেল গরম হলে তাতে পেয়াজ+কাচামরিচ+ লবণ দিন। এগুলো ভেজে নিন।
ভেজে নেওয়ার পর তাতে ডিম ভেঙ্গে দিন। ৫-৬ মিনিট ভেজে নিন। তারপর সবজি দিন। তারপর এর মধ্যে নুডুলস দিন। ১২-১৫ মিনিট পর্যন্ত নুডুলস ভেজে নিন।
আপনার নুডুলস রান্না হয়েছে।নুডুলস পরিবেশন করুন। আর স্বাদ নিন।
শেষ কথা: বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন। আর আর্টকেলটি শেয়ার করুন। The end...
You must be logged in to post a comment.