জীবনের গল্প কাহিনী

তার পর এলাম ওই ঘরে এই ঘরটা দিয়ে ছিল আমার ভাই  আমার বিয়ের সময় যৌতুক হিসেবে আর ওর বাবা নেই শুধু ছিল ওর মা ও যখন ছোট তখন ওর মাকে পেলে চলে যায় তখন ওর খালাম্মার বাড়িতে আসতো এবং ওদের একটি ছোট খাটো দোকান ছিল,

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

এই দোকানের টাকা পয়সা দিয়ে কোনো মতে চলে যেত ওদের সংসার আর ওদের কোনো ছেলে মেয়ে ছিল না তাই ওর বোনের ছেলে ওদের বাড়িতে আসতো আর ও মাঝে মধ্যে দোকানে বসত  তাই এ জন্য ওরা আমাকে বিয়ে করিয়ে নিয়ে আসল ওদের ঘরে।

তার পর যখন ওরা আমাকে মেনে নিতে চাই না তখন গ্রামের সবাই বসে মিলিয়ে দিলেন এর পর আমাকে নিয়ে আসলেন ওদের ঘরে তার পর আবার শুরু করলাম নতুন সংসার করতে থাকি নয়া এক ঘরে। তার পর কি ভাবে চলবে আমাদের সংসার চিন্তা করতে থাকি,

আমি এর পর আমি আমার বোনের কাছ থেকে এনে দিলাম 5 হাজার টাকা এই টাকা দিয়ে জামা কাপড়ের থান কাপড় আনলাম এবং আরও অনেক কাপড় ছিল,

আমার এই কাপড় দিয়ে এক সাথে করে আমার শামীকে বললাম গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতে তাই ও করতে লাগলো আর এদিকে আমি ঘরে বসে কাপড় সিলাইয়তে থাকি এভাবে চলতে থাকে আমার দিন।

এদিকে ওর খালাম্মা খো পরামরশ দিতে থাকল আর আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগল এমন কি ও জুয়া খেলা খেলতে শুরু করতে লাগল।

তার পর এক মাষ শেষ হলে আমি বলি দেখ এই মাষে কত টাকা ইনকাম হলো আসো আমরা হিসাব করে দেখি হিসাব করে দেখলাম যত টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম তার থেকে 2 হাজার টাকা লোজার হলো তাই ও আমি কিচ্ছু বললাম না।

আর আমরা যে খাওয়া দাওয়া করতাম সব সময় আমাদের বাড়িতে গিয়ে খেয়ে আসতাম এক টাকা ও আমাদের লাখতো না এর পরে ও দুই হাজার টাকা হিসাব মিলাতে পারি না কয় আমার কাপড় সিলায়ের টাকা আর কয় কাপড় বিক্রির টাকা তখন ও আমার মা বাবা কিচ্ছু বলেনি ওকে।

তার পর রাত যখন হত তখন ওর খালাম্মা আমরার ঘরের বেরার মধ্যে লেগে আমরা শামী স্ত্রীর কথা শুনতেন আমরা জগরানি করি তার পর আরও বেশি করে কু পরামর্শ দিতে থাকেন তার পর থেকে আবার শুরু শুরু হয়,

আমার জিবনে দুঃখ ও অত্যাচার রাত যখন আসে আমাদের বাড়িতে খাবার খেয়ে আমার হাত পায়ে বেধে মারার জন্য ভয় দেখাতেন আমি অনেক ভয় পেতাম এমন ভাবে প্রতি দিন আমাক ভয় দেখাতেন ও মারতেন আর জুয়া খেলা খেলতেন।

এমন ভাবে অনেক অত্যাচার সজ্য করতে থাকি আর চলতে থাকি এরপর একদিন ও বাজার থেকে এসে আমার সাথে জগরা করতে থাকে আমার সাথে ওর হাতে ছিল একটি পাংগাস মাছ  আমি ছিলাম বসে তাই এই মাছটি আমার মুখের মধ্যে ধাক্কাইয়া দিতে লাগল আর আমি সাস ফেলতে পারছি না মরে যাইতে ছিলাম এমন সময় আমার চাচাতো বোন এসে বানিয়েছেন ,

তার পর আমার ভাই ও বোনেরা এসে জোর করে আমাকে নিয়ে গেল আমাদের বাড়িতে আর আমার মা বাবা সবাই বলল এমন শামীর ভাত খাওয়াইবেন না তার পর ওর খালাম্মার কথা শুনে ওর বাড়িতে চলে গেলেন 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

I'm profeionlly freelancef i like bangla Article weiting