আসসালামু আলাইকুম,
সুপ্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি জে আইটি আর্নিং প্রোগ্রামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলব।যদি আপনি জে আইটি আর্নিং প্রোগ্রামের মেম্বার। যারা মেম্বার নন তারাও পেষ্টটি পরুন এবং জে আইটি আর্নিং প্রোগ্রামে রেজিস্টার করুন। রেজিস্টার করার জন্য লিংক blog.jit.com.bd
আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।
আজ আমি মূলত জে আইটি আর্নিং প্রোগ্রামের লেখকদের জন্য জে আইটি প্রদও কিছু অফার সম্পর্কে বলব।
জে আইটি আর্নিং প্রোগ্রামে লেখকদের অফারগুলো হচ্ছে-
১. নতুন লেখকরা রেজিস্টার করার সাথে সাথে ১০ টাকা বোনাস পাবেন।
২. একজন আনলিমিটেড আর্টিকেল লিখতে পারেন।
৩. লেখকদের লেখা পোষ্ট ১০০০ বার ইউনিক ভিউ হলে আপনি ৫০০ টাকা পাবেন।
৪. একটি আর্টিকেল পাবলিশ হওয়ার ২ মাস পর্যন্ত পে পার ভিউ হিসেবে ইনকাম করতে পাবেন।
৫.একটি আর্টিকেল থেকে একজন লেখক সর্বোচ্চ ১০০০ টাকা ইনকাম করতে পারেন।
৬. একজন লেখকের ২০ টি আর্টিকেল প্রকাশ করা হলে তাকে জে আইটি আর্নিং প্রোগ্রামের পক্ষ থেকে একটি টি শার্ট দেওয়া হবে।
৭. একজন লেখকের ৬০ টি আর্টিকেল প্রকাশ করা হলে তাকে একটি মোবাইল ফোন দেওয়া হবে।
৮. আপনার লেখা আর্টিকেল আপনি যেকোনো সোশাল মিডিয়াতে প্রকাশ করতে পারেন।
রেফারেল প্রোগ্রামের যে অফারগুলো রয়েছে তা হলো-
১. একজন রেজিস্টার মেম্বার আনলিমিটেড রেফারেল যুক্ত করতে পারেন।
২. আপনারকৃত মেম্বারদের ইনকামের ২০% লাইফটাই কমিশন পাবেন।
৩ . ২০ জন একটিভ রেফারেল হলে আপনি একটি টি শার্ট পাবেন।
৪. ১০০ জন একটিভ রেফারেল হলে একটি মোবাইল ফোন গিফ্ট প্রদান করা হবে।
( বি.দ্র. ঃ একটিভ রেফারেল বলতে বোঝানো হয়েছে লেখক কমপক্ষে একটি আর্টিকেল লিখেছেন।)
তাহলে আর কথা বাড়াব না। আজ এখানেই শেষ। আগামি দিন নতুন কোনো বিষয় নিয়ে ফিরে আসব। ততদিন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
আর্টিকেল সাবমিট হচ্ছেনা কেন??? রিপ্লে এর অপেক্ষায় থাকব ধন্যবাদ।
আপনার লেখা সাবমিট হয়েছে। ভালো করে কোয়ালিটি আর্টিকের দিন দ্রুত সময়ে পাবলিশ হবে।
আমার লাস্ট আর্টিকেলের জন্য কোনো টাকা দিলেন না কেন? কোনো রিপ্লাইও দিলেন না।
আসসালামু আলাইকুম। আমার আর্টিকেলটি পাবলিশ হচ্ছে না কেনো
You must be logged in to post a comment.