জীবনে ক্যারিয়ার গঠন করা তোমার দায়িত্ব

জীবনের এক একটি গল্প আপনার জীবন বদলে দিতে পারে।  জীবনে সফল ব্যাক্তি কাছে যান।  তাদের সফল হওয়ার পেছনের গল্প শুনু। 

তাদের কথা গুলো।তাদের দেওয়া আইডিয়া আপনার কাজে লাগান দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন।

ক্যারিয়ার শব্দ কে কিভাবে বাস্তবে পরিণত করবো।

বেকূল হৃদয়ে ঝাপসা আলোতে চেয়ে আছে আকাশের প্রাণে,হাজার পথো শিশু। 

আমার জীবনের সব থেকে খারাপ সময় টা আসে কভিট (১৯) করোনা কালে।  আমি তখণ মাত্র নবম শ্রেণিতে পড়ি। আমাদের পরিবারে ছয় জন সদস্য আছি।  এবং আমারা সবাই পড়া লেখা করি।

আমাদের পরিবারে টাকা আয় করে শুধু বাবা,। আমরা দুই ভাই চার বোন সবাই পড়া লেখা করি।  করোনা কালে আমাদের পরিবার অনেক সংকটে পড়ে যায়। 

পরিবারের এই কষ্ট দেখ বড় ভাই বাবার সাথে কাজে যাই এবং সে পড়ালেখা বন্ধ করে দিয়েছে।  বড়া ভাই আমাকে প্রায় বোঝাত পরিবারে কথা।

সে বলতো তুমি ও কাজ করো টাকা আয় করো।  আমি বলছি তাকে, যে দেখ ভাইয়া আমি তো পড়া লেখা করি।  এখন যদি পড়া লেখ ছেড়ে দি  তা হলে বাবার সাথে কাজ করে পরিবারে হাল ধরতে পারবো।

কিন্তু এই মহামারি যাওয়ার পর যে আমাদের পরিবারে বড় মহামারি হবে। 

আমি তাদের প্রস্তাবে রাজি না হয়ে আমি ইন্টারনেটে সার্চ করে খুজতে থাকি বিভিন্ন ব্যবসার আইডিয়া।  প্রথম দিকে খুব কষ্ট হয়। 

আমার এলাকার এক বড় ভাই থেকে কম্পিউটার কোর্স করি।  পরে তিনি আমাকে কিছু কন্টেন লেখার কাজ দেয়।  সেখান থেকে ভালো কিছু টাকা দেন তিনি। 

আস্তে আস্তে আমি নিজেই ওয়েবসাইটে কাজ করতে শুরু করি এবং আমার মাসিক আয় প্রায় ২০০০০ টাকা পর্যন্ত। 

আমি এখন আমার পরিবারের খরচ বহন করি।  পাশা পাশি আমাদের গ্রামে বেকার সমাজ কে কাজ দিয়ে তাদের কষ্ট কমানোর চেষ্টা করি।  

এতো কিছু অর্জনের পেছনে দুইটি মানুষ আমাকে সব সময় সাপোর্ট দিত তার হলেন আমার মা- বাবা। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Md.Asmaul Khan - Apr 17, 2023, 5:01 PM - Add Reply

Good Post Bro

You must be logged in to post a comment.
Md jiya Uddin - Apr 18, 2023, 3:07 AM - Add Reply

Gd pleacs view my post

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles