আস্সালামু আলাইকুম প্রিয় বন্ধুগন সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ;- গেস্ট পোস্ট কি? কিভাবে এবং কেন গেস্ট পোস্ট করবেন?
মূল টপিক:-
গেস্ট পোস্ট (guest post) :- অফ পেজ এসইও ক্ষেতে গেস্ট পোস্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আর গেস্ট পোস্ট হলো ব্যাকলিংক নেওয়ার কিছু হেডিং টেকনিক।
তাই আজকের এই পোষ্টে কিভাবে গেস্ট পোস্ট করা যায় তা স্টেপ বাই স্টেপ আলোচনা করব।ত বন্ধুরা আপনারা যদি গেস্ট পোস্ট সর্ম্পকে বিস্তারিত জানতে চান তবে দয়া করে এই পোস্টটি সর্ম্পূণ পড়বেন।
ত চলুন বন্ধু মূল আলোচনায় যাওয়ার আগের জেনে নেই কিকি থাকছে আমাদের আজকের আলোচনায়।
টপিক সূচি:-
1.গেস্ট পোষ্ট কি?
2. গেস্ট পোস্টের সুবিধা সমূহ।
3. কিভাবে গেস্ট পোস্ট ওয়েবসাইট খুঁজে বের করবেন?
4. কিভাবে একটি ওয়েবসাইটে গেস্ট পোস্ট করা যায়?
1. গেস্ট পোষ্ট কি?
সাধারন ভাষায় "Guest" শব্দের অর্থ হচ্ছে অতিথি। আর যখন কোন লেখক অন্য কোন ওয়েবসাইটে গিয়ে অতিথি হিসাবে কোন পোস্ট লিখে তা প্রকাশ করে তখন সেই পোস্টকে গেস্ট পোস্ট বলে।
2. গেস্ট পোস্টের সুবিধা সমূহ।
- ওয়েবসাইটে খুব সহজে ট্রাফিক বৃদ্ধি করা যায়।
- নিজের ব্র্যান্ড তৈরি করা যায়।
- অন্য ব্লগারদের কাছ থেকে টিপস জানা।
- নির্দিষ্ট ভিজিটর টার্গেট করা যায়।
- নিজের ওয়েবসাইটের জন্য শক্তিশালি লিংক তৈরি করা যায়।
- বিভিন্ন ব্লগারদের সাথে যোগাযোগ করা যায়।
- নিজের অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করা যায়।
- এতে লেখা লেখির দক্ষতা বৃদ্ধি পায় ইত্যাদি।
3. কিভাবে গেস্ট পোস্ট ওয়েবসাইট খুঁজে বের করবেন?
গেস্ট পোস্ট ওয়েবসাইট খুঁজে বের করার জন্য আপনি গুগলে সার্চ করেন।রিলেটেড ওয়েবসাইট খুঁজে বের করার কিছু টিপস হলো:-
- Your keyword "guest post"
- Your keyword "write for us"
- Your keyword "guest article"
- Your keyword "submit blog post"
- Your keyword "guest blog"
- Your keyword "guest posting"
- Your keyword "guest blogging"
- Your keyword "add blog post"
- Your keyword "suggest a guest post"
- Your keyword "submit news"
- Your keyword "contributor guideline"
- Your keyword "contributing writer"
- Your keyword "this is a guest post by"
- Your keyword "want to write for"
- Your keyword "this post was written by"
- Your keyword "become a guest blogger"
- Your keyword "lokking for guest posts"
- Your keyword "guest post courtesy of"
4. কিভাবে একটি ওয়েবসাইটে গেস্ট পোস্ট করা যায়?
♣ প্রথমে আপনার Username অথবা Email ID এবং Password দিয়ে প্যানেলে লগিন করুন।
♣ এখন New post অপশনে ক্লিক করুন।
♣ এবার আপনার সামনে পোস্ট তৈরির জন্য একটি post box আসবে।
♣ এবার enter title here এ আপনার পোস্টের টাইটেল লিখুন।
♣ এবার post box এ আপনার মূল পোস্টটি লিখুন।
♣ এখন পোস্ট লেখা শেষ হলে ডান দিকের category অপশনে ক্লিক করে আপনার পোস্ট রিলেটেড একটি ক্যাটাগরি সিলেক্ট করুন।
♣ তারপর ডান দিকে Tag থেকে আপনার পোস্ট রিলেটেড কয়েকটি Tag টাইপ করুন। এবার Tag গুলো কমা দিয়ে সেটআপ করে নিন।
♣ এরপর SEO Title Box এ আপনার লেখার টাইটেল দিন।
♣ এখন Description box এ আপনার লেখা রিলেটেড সংক্ষিপ্ত ডেসস্ক্রিপশন লিখুন।
♣ এবার keyword এর জায়গায় Tag গুলো দিয়ে দিন।
♣ এখন ডান সাইটের ফিচার ইমেজে ক্লিক করে আপনার পোস্ট রিলেটেড একটি ইমেজ যুক্ত করুন।
♣ এরপর ডান দিকের save draft এ ক্লিক করে লেখাটি ডাফ্ট করে রাখতে পারেন বা Publish অপশনে ক্লিক করে পোস্টটি পাবলিশ করুন।
শেষ কথা:-
ত প্রিয় বন্ধুগন এই ছিল আমাদের আজকের আলোচনা;- গেস্ট পোস্ট কি? কিভাবে এবং কেন গেস্ট পোস্ট করবেন?
ত আশা করছি পোষ্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হবেন।
আর পোষ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাবেন। আপনাদের মূলবান মতামত আমাদের ভবিষ্যতে আর ও ভালো কাজ করার জন্য উৎসাহ যোগাবে।
আর পোষ্টটি সর্ম্পকে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন।আমি ইনশা আল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
ত বন্ধুরা আবার ও খুব শীঘ্রই নতুন কোন পোষ্টে নতুন কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে হাজির হয়ে যাব।আর এতক্ষন ধৈর্য ধরে মনোযোগ সহকারে পোষ্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।ত বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।
আমি জে আইটিতে তিনটি আর্টিকেল লিখেছি সেগুলো এখনও পেন্ডিং আছে আমি নিয়ম মেনেই পোস্ট করেছি। সেগুলো রিভিউ করতে কতদিন সময় লাগতে পারে।
You must be logged in to post a comment.