যে পাঁচটি টিপস ফলো করলে খুব সহজেই চালাক ব্যক্তিতে পরিণত হতে পারবেন।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম চালাক চতুর হওয়ার টিপস এন্ড ট্রিকস।

তো আমি যেহেতু আপনাদের চালাক চতুর হওয়া শিখাচ্ছি তাহলে অবশ্যই বুঝতে হবে যে আমি নিজেও একজন চালাক চতুর ব্যক্তি।

তো যেহেতু আমি একজন চালাক চতুর ব্যক্তি সেহেতু অবশ্যই আমার কথাগুলো আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে।

তাহলে আপনারাও আমার মত চালাক চতুর ব্যক্তি হয়ে যাবে। তো বেশি প্যাচাল না পেড়ে চলুন শুরু করা যাক।

টেকনিক ও পদ্ধতি

আমাদের আশেপাশে নানা ধরনের লোকেরা বসবাস করেন। এদের মধ্যে রয়েছে বোকা ও চালাক মানুষ।

বোকা মানুষেরা সব সময় চালাক ব্যক্তিদের কে ফলো করেন এবং তাদের মতো হওয়ার কথা চিন্তা করেন।

এবং আপনাদের বন্ধুদের মধ্যেও খেয়াল করলে দেখবেন যে তাদের মধ্যে কেউ খুব চালাক এবং কেউ খুবই বোকা হয়ে থাকেন।

আর বোকা বন্ধুরা চালাক বন্ধুদের দেখে চিন্তা করেন যে কিভাবে তাদের মতো হওয়া যায়।

কিন্তু তারা কখনো লজ্জায় বলতেই পারে না যে কিভাবে চালাক হতে পারবে।

তো আমি আজকে আপনাদের সাথে এ বিষয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা অল্প সময়ে বোকা থেকে চালাকে পরিণত হবেন।

আপনাদের জন্য নিচে কিছু টিপস দেওয়া হলো সেগুলো নিয়মিত ফলো করবেন।

১. নিজের স্মার্টনেস সব সময় ধরে রাখবেন।

যখনই আপনি অন্যদের সাথে চলাফেরা করবেন কিংবা কথাবার্তা বলবেন তখনই নিজের চলাফেরা এবং কথাবার্তা দ্বারা নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা করবেন।

অন্যদের সাথে সেগুলো বিষয় নিয়ে কথা বলবেন যে বিষয়গুলোতে আপনি অনেক এক্সপার্ট। তাহলেই সবাই মনে মনে আপনাকে স্মার্ট এবং চালাক ব্যক্তি হিসেবে ধরতে শুরু করবে।

২. সব সময় অন্যের প্রশংসা করা এবং নিজের প্রশংসা করা থেকে দূরে থাকা।

আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রেই যেই ভুলটা করে থাকি যে আমরা যখন কারো সাথে কথা বলি তখন সবসময় নিজের প্রশংসা করি এবং নিজেকে নিয়ে কথা বলতে থাকি।

আসলে আমাদের এর উল্টোটা করা উচিত। যখনই আপনি কারো সাথে কথা বলবেন তখনই আপনি নিজের ব্যাপারে না বলে তার ব্যাপারে প্রশাসনিয় কথা বলবেন। তার ব্যাপারে তার কাছ থেকে শুনতে চাইবেন।

এবং তার বলা কথাগুলো শুনে তার ব্যাপারে ভালো ভালো কথা বলবেন এবং প্রশংসায় ভরে দিবেন।

তাহলে সামনের লোকটি আপনাকে ভালো ভাবা শুরু করবে। এবং তার মনে আপনি একটি ভালো স্থান দখল করে ফেলবেন। এতে করে আপনার যেকোনো প্রয়োজনে তার কাছে থেকে সাহায্য পাবেন।

৩. যে কোন সমস্যায় ঠান্ডা মাথায় চিন্তা করা।

আমরা বেশিরভাগ মানুষই আমাদের জীবনের ছোট ছোট সমস্যা নিয়েই সব সময় ফালতু চিন্তা করে থাকি।

এর বিপরীতে আমাদের ঠান্ডা মাথায় সমস্যাটি নিয়ে ভাবা উচিত। এতে করে আমরা একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারব এবং সমস্যাটির সঠিক সমাধান ও খুঁজে বের করতে পারবো।

এবং আমাদের জীবনকে আগের চেয়ে সুন্দর ভাবে গড়ে তুলতে পারবো।

৪. নিজের কাজের জন্য কখনো অন্যের উপর নির্ভরশীল হবেন না।

কখনো নিজের কোন কাজের জন্য সম্পূর্ণভাবে অন্য কারো উপর নির্ভরশীল হবেন না। এত করে সামনের জন আপনাকে কোন কাজেরই মনে করবে না এবং আপনাকে একজন বোকা ব্যক্তি হিসেবে দেখতে শুরু করবে।

সব সময় নিজের কাজ নিজের করার চেষ্টা করবেন। নিজের উপর সম্পূর্ণভাবে আত্মবিশ্বাস রাখবেন।

যেকোনো কাজ নিজে বুঝতে না পারলে সেটা ইন্টারনেটে সার্চ করে বুঝে তারপর আবার করবেন।

এইভাবে নিজের সম্পূর্ণ কাজ নিজে করা শিখবেন এবং অন্যদের কাছে সাহায্য চাওয়া বন্ধ করবেন।

যখনই আপনি নিজের সম্পূর্ণ কাজ নিজে করা শিখে যাবেন এবং অন্য কারো কাছে সাহায্য চাওয়া বন্ধ করে দিবেন তখন সবাই আপনাকে বুদ্ধিমান ব্যক্তি মনে করা শুরু করবে।

এবং তারা আপনার কাছে বিভিন্ন কাজ করে নেওয়ার জন্য আসবে এবং আপনার কাছে সাহায্য চাইবে।

৫. বিভিন্ন রকম জ্ঞানের বই পড়া শুরু করুন।

বিভিন্ন রকমের জ্ঞানমূলক বই পড়া শুরু করূন। এতে করে আপনার জ্ঞান বাড়বে এবং আপনি বুদ্ধিমান চালাক ব্যক্তিতে পরিণত হবেন।

বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্বন্ধে বেশি জ্ঞান রাখার চেষ্টা করবেন।

কারণ বর্তমানে তথ্যপ্রযুক্তিরই যুগ। খেয়াল করে দেখবেন যাদের এই বিষয়ে যত জ্ঞান রয়েছে সমাজে তাদেরকে তত জ্ঞানী মনে করা হয়।

প্রতিদিনের বিভিন্ন কাজে খেয়াল করে দেখবেন যে আপনি যেটাই কেননা করতে যাচ্ছেন সেটা করার জন্যই আপনার এই তথ্যপ্রযুক্তি সমন্ধে জ্ঞানের প্রয়োজন পরছে। তাই এই বিষয়ে বেশি করে জ্ঞান রাখার চেষ্টা করুন।

তো এই ছিল আপনাদের জন্য আমার দেওয়া কিছু টিপস। টিপস গুলো মেনে চললে আশা করি আপনারা বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তিতে পরিণত হবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Firoj - Mar 7, 2023, 6:02 PM - Add Reply

আপনি মোট কত টাকা পেয়েছেন

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

"ভালোবাসার বার্তাগুলো অনেক সময় খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে। কিন্তু এর প্রতিধ্বনী সুদূর প্রসারিত।"