একটি রাষ্ট্রে বসবাস কিংবা সে রাষ্ট্রে কোন ব্যবসা পরিচালিত করতে সে রাষ্ট্রকে ভ্যাট বা কর দিতে হয়। অনলাইন ব্যবসাও এর আওতাভুক্ত। তারই ধারাবাহিকতায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার ভ্যাট নিবন্ধন নিতে যাচ্ছে।
আবেদনের সময়সীমার এক মাসের মধ্যে ফেসবুককে ভ্যাট নিবন্ধন দেওয়া হতে পারে বলে জানা গেছে।
ফেসবুক, গুগলসহ অন্যান্য প্রতিষ্ঠান যেমন, অ্যামাজন, নেটফ্লিক্স, হইচই ইত্যাদি বিদেশী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিভিন্ন বিজ্ঞাপন প্রচারণা, পন্য বিক্রয় করে থাকে। তাদের এসকল সেবার বিনিময়ে গ্রাহকেরা ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করেন। এসকল লেনদেনের সময় ব্যাংক ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখে। ভ্যাট কেটে না রাখলে বাংলাদেশ ব্যাংক বিদেশে ওই প্রতিষ্ঠানের কাছে টাকা পাঠানোর অনুমতি দেয় না।
প্রাইস ওয়াটার হাউসকুপারস বাংলাদেশ প্রতিষ্ঠানটি নিবন্ধনের ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করছে।
এছাড়াও, ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশন থেকে ব্যবসায় নিবন্ধন নম্বর নেওয়ার মাধ্যমে (বিআইএন) ২৩ মে গুগল এবং ২৭ মে অ্যামাজন এ ভ্যাট আইনে নিবন্ধিত হয়েছে।
তাছাড়া, ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট নেটফ্লিক্সের ভ্যাট নিবন্ধনের প্রক্রিয়াও এগিয়েছে এবং ভারতের জনপ্রিয় ওয়েবসাইট হইচই-কে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে আলোচনা করা হচ্ছে।
You must be logged in to post a comment.