একটা সময় গবেষনাপএ পড়ার জন্য অনেক অর্থ ও কাঠগড়ায় পোহাতে হত কিন্তু "সাইহাব" আসার পর বিজ্ঞান জগতর অনেক বাধাকে দূর করেছে। এখন বিনামূল্যে খুব সহজেই গবেষনাপএ এক্সেস করা যায়।
বিজ্ঞানের বিভিন্ন গবেষনা যেন মানুষ বিনামূল্যে পড়তে পারেন তার জন্য গবেষনাপএের পাইরেট বে "সাইহাব" প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার এলবাকাইন। গবেষনাপএ পেওয়াল থেকে মুক্ত করা যেন অনেক মানুষের কাছে তা উপলব্ধ হয় এবং জ্ঞানের দ্বার যেন সব সময় উম্মুক্ত থাকে সেই লক্ষ্যে ২০১১ সালে এই "সাইহাব" প্রতিষ্ঠিত হয়।
সাধারনত গবেষনাপএ পড়ার জন্য অনেক অর্থ গুনতে হয় যা "সাইহাব" এ ফ্রিতে গবেষনাপএ এক্সেস করা যায়। এই সাইটিতে আট কোটিরও বেশি গবেষনাপএ নিব্ধন করা আছে যা এর সংখ্যা প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে। এবং এটি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠছে।
কিভাবে সাইহাব থেকে আপনার প্রয়োজনীয় গবেষনাপএটি ডাউনলোড করবেন?
১. https://sci-hub.se এই লিংকে যাবার পর সার্চবারে আপনার প্রয়োজনীয় গবেষনাপএের শিরোনাম নাম লিখে সার্চ করলে সাথে সাথেই আর্টিকেলটি দেখাবে। সেখানে আপনি চাইলে ডাউনলোড অপশনে ক্লিক করে নামিয়ে নিতে পারেন।
২.অনেক সময় আর্টিকেলের শিরোনাম লিখে সার্চ করলে না আসলে তখন আপনি বিকল্প পদ্ধতিতে হিসেবে আর্টিকেলের DOI(ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, এটি এক ধরনের নিবন্ধ যা ডকুমেন্টকে স্থায়ীভাবে সনাক্ত করতে এবং ওয়েবের সাথে লিঙ্ক করার জন্য ব্যবহৃত নম্বর, অক্ষর বা প্রতিক) নম্বরটি লিখে সার্চবারে সার্চ করলে সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজনীয় গবেষনাপএটি হাজির হবে। এখন প্রশ্ন হলো আর্টিকেলের DOI নম্বরটি তো জানা নেই তখন কি করব। তখন আপনি গুগোলে আপনার আর্টিকেলের শিরোনাম লিখে সার্চ করে DOI নাম্বার সংগ্রহ কে নিতে পারেন।
মনে করি "Land from the sea: The mangrove afforestation program of Bangladesh" এই শিরোনামের আর্টিকেলটি ডাউনলোড করব। প্রথমে শিরোনাম লিখে সার্চ করব "সাইহাব" এ যদি খুজে পেয়ে যাই তাহলে ভালো যদি না পাই তখন DOI লিখে সার্চ করতে হবে। নিম্নোক্ত পথ অনুসরন করে খুজুনঃ
১. প্রথম কাজই হলো DOI নাম্বার সংগ্রহ করা। DOI জানা না থাকলে বিভিন্ন সার্চ ইঞ্জিনে আর্টিকেলের শিরোনাম লিখে সার্চ করলেই বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাবে।যেমনঃ https://scholar.google.com/ এ যাবেন
২.সেখানে আপনার প্রয়োজনীয় আর্টিকেলের শিরোনাম লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইটের আপনার আর্টিকেল পাওয়া যাবে কিন্তু সেখানে আপনি ডাউনলোড করতে পারবেন না।সেখানে আর্টিকেলের শিরোনামের আশেপাশে সাধারনত DOI নাম্বার দেখত পারবেন।
২. DOI নম্বরটি অথবা url পেইজটি কপি করবেন।
৩.এরপর https://sci-hub.se/ ওয়েব সাইটে গেলেই DOI নাম্বর লেখা জায়গা দেখতে পারবেন সেখানে paste করে দিবেন সাথে সাথেই আপনার প্রয়োজনীয় আর্টিকেলটি দেখতে পারবেন।
এভাবেই খুব সহজেই আপনার প্রয়োজনীয় গবেষনাপএটি ডাউনলোড করে নিতে পারেন।
You must be logged in to post a comment.