Computer Course, Desktop Screen- পরিচিতি ও এর কাজ সম্পর্কে Part-2

Desktop Screen–এর সকল কাজ

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

কম্পিউটার কোর্স : সুপ্রিয় পাঠক ও পাঠীকাগণ, আস্‌সালামু আলাইকুম

যারা পূর্বের টিউটরিয়ালটি দেখেননি এখানে থেকে দেখে নিন: নতুনদের জন্য কম্পিউটার কোর্স (ডেক্সটপ পরিচিতি) Part-1

আধুনিক বিজ্ঞানের আবিষ্কার গুলির মধ্যে এক অন্যতম আবিষ্কার হলো কম্পিউটার । কম্পিউটারের আবিষ্কার মানব সভ্যতায় এক বিষময় পরিবর্তন এনে দিয়েছে । এ যেন এক যন্ত্র মস্তিষ্ক;  মানুষের জটিল জটিল সমস্যা গুলি নিমিষে সমাধান করে দিতে পারে । যে জন্য কম্পিউটারের ব্যবহারও অনেকভাবে বৃদ্ধি পেয়েছে । স্কুল-কলেজ থেকে শুরু করে বাসা-বাড়িতেও কম্পিউটার ব্যবহার করা হচ্ছে ।

বিশেষ করে চাকরি, কল-কারখানায়, কৃষি কাজে, ব্যবসা-বাণিজ্যে, গবেষণাগারে, বৈজ্ঞানিক প্রযুক্তিতে এবং বর্তমানে কম্পিউটারের মাধ্যমে আউটস্রোসিং-এর কাজ করে অনেক টাকা উপার্জন হচ্ছে । তারই ধারাবাহিকতায় কম্পিউটার শিক্ষার যেন কোন বিকল্প নেই । তো এখন চলুন, আমাদের কম্পিউটার কোর্স শুরু করি ।

 নিচের যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা পুরোটা হলো ডেক্সটপ স্কিন ।

১ । ডেক্সটপে Software, Document Open.

প্রক্রিয়াঃ- যে Software বা Document ওপেন করতে চাই তার উপরে মাউস দ্বারা ডবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে ।

 ২ । Computer

প্রক্রিয়াঃ-  এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে proparties-এ আপনার কম্পিউটারের Ram, prosesor, কী Windows দেওয়া আছে এসব দেখতে পারবেন ।

৩ । Recycle Bin

প্রক্রিয়াঃ- বিশেষ করে আমরা আমাদের কম্পিউটার থেকে যেসব ফাইল, ডকুমেন্ড যাই ডিলিট করি না কেন প্রথম অবস্থাই তা Recycle Bin-এ জমা থাকে । আমরা চাইলে আমাদের ডিলিট করা ফাইলগুলো Restore করে Recycle Bin থেকে আমার ফিরিয়ে আনতে পারব ।

তবে, Recycle Bin –এ ঢুকে যদি আবার ডিলিট করে দেয় তাহলে একবারে ডিলিট হয়ে যাবে ।

৪ । Screen Resolution

প্রক্রিয়াঃ- খালি ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করলে Screen Resolution লেখা আসবে । এবং সেটাতে ক্লিক করতে হবে ।

      ক্লিক করার পর,

এরকম একটি উইন্ডো আসবে । এখান থেকে আমরা আমাদের কম্পিউটারের Display monitor সম্পর্কে, Screen Resolution সম্পর্কে জানতে পারব ও সেটিং করতে পারব ।

 ৫ । Peroslalize:

প্রক্রিয়াঃ- পূর্বেই মতোই, খালি ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করে Peroslalize লেখাতে ক্লিক করতে হবে।

      ক্লিক করার পর,

এরকম একটি উইন্ডো আসবে । এখান থেকে আমরা বেশকিছু কাজ করতে পারব । বিশেষ করে- Desktop Background, window Color, Sounds, Screen Saver আপনার ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন । তাছাড়া যেমনঃ- ডেক্সটপের আইকন পরিবর্তন করা, মাউসের সেটিং পরিবর্তন করা এবং তোমার একাউন্টের ছবি পরিবর্তন করতে পারব ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ