কিভাবে কাউনের চাল দিয়ে পায়েস করতে হয়? আপনি যদি এ বিষয়ে জানতে চান তাহলে আপনাকে মনোযোগ সহকারে পুরো আর্টিকেলটি ভালোভাবে পড়তে হবে তাহলে আপনি বুঝতে পারবেন কাউনের চাল দিয়ে পায়েস করার রেসিপি?
কিভাবে করবেন তা যে বিস্তারিত তথ্য কাউন চালের পায়েস সম্পর্কে ধারণা দেওয়া হল:
কাউনের চালের পায়েস উপকরণ:
তরল দুধ,
কাউনের চাল,
তেজপাতা,
এলাচ
লবন
চিনি
কনডেন্সড মিল্ক
মিল্ক পাউডার
কাউন চালের পায়েস
ইউটিউব লিংক:
https://youtu.be/2TH_WRb2-wU
চাল ভালো ভাবে ধুয়ে নিতে হবে।চুলায় তরল দুধ বসিয়ে দিয়ে কিছুক্ষণ পর তেজপাতা, এলাচ দিয়ে দিতে হবে।৫মিনিট জ্বাল করে চাল দিয়ে দিতে হবে।
চাল সেদ্ধ হয়ে আসলে লবন,চিনি,কনডেন্সড মিল্ক, দুধ পাউডার দিয়ে দিতে হবে।তারপর ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে।
এরপর পছন্দমত কিসমিস, বাদাম দিয়ে পরিবেশন করুন।
You must be logged in to post a comment.