কম্পিউটারের ব্যবহার সম্পর্কে জেনে নিন এখানে

কম্পিউটার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি যন্ত্র,কম্পিউটারের বিভিন্ন অংশ রয়েছে যাকে ইংরেজিতে বলে PARTS OF COMPUTER একটা কম্পিউটার কিন্তু একটা যন্ত্র  নয় একটা কম্পিউটার অনেক গুলো যন্ত্রের সমন্নয়ে তৈরি হয়।তার মধ্যে থাকে CPU

CPU:

যেটাকে বলা হয় Central procession United যেটাকে বলা হয় কম্পিউটারের ব্রেন,যেটাকে বলা হয় কম্পিউটারের মস্তিস্ক। কারণ এই CPU তে সমস্ত তথ্য,গনণা এবং বিশ্লেষিত হয়।আর একটা parts থাকে যেটাকে বলে monitor

মনিটর : 

কম্পিউটারের আর একটা অংশ হচ্ছে মনিটর, দেখতে অনেকটা টিভির মতো যেটা দিয়ে ছবি দেখা যায়।

কীবোর্ড: 

কম্পিউটারের আর একটা অংশ হচ্ছে কীবোর্ড। কীবোর্ডে অনেকগুলো key থাকে সে key গুলোকে প্রেস করে করে আমরা কম্পিউটারকে input দিতে পারি।

মাউসঃ

যেটাকে নাড়িয়ে আমরা মাউস  পইন্টারটাকে sceen এ নাড়াতে পারি এবং click করে নির্দেশ দিতে পারি।

স্পিকারঃ

স্পিকারের সাহায্যে আওয়াজ শুন্তে পায়।আর থাকে UPS

UPS:

এটা একটা ব্যাটারি এটা নিজে থেকে charge হতে থাকে এবং কারেন্ট চলে গেলে কম্পিউটারকে চলার মতো ক্ষমতা প্রদান করে, যাতে কম্পিউটারটা চট করে বন্ধ হয়ে না যায় কম্পিউটারটাকে যাতে প্রপার সাড়ডাউণ করা যায়। কারেন্ট চলে গেলে কম্পিউটারটাকে যাতে ঠিক মতো সাড়ডাউণ করা যায় সেই জন্য UPS টি   ব্যবহার করা হয়।

Desktop Computer:

এই পুরো সেটটাকে বলা হয়  desktop computer যদিও আরও যন্ত্রপাতি এর সাথে লাগানো যায় কিন্তু সাধারণত এই যন্ত্র গুলোই ব্যাবহৃত হয়।

Working principle of computer :

কম্পিউটারের কার্যপ্রনালি,কম্পিউটারকে প্রথমে ইনপুট দিতে হয় কম্পিউটার যখন input পেয়ে যায় তখন সেটা Process করে,process করা হয়ে গেলে কম্পিউটার আমাদেরকে output দেয়।অথ্যাত কম্পিউটারকে আমরা নির্দেশ দিয় কম্পিউটার সেটাকে বিশ্লেষণ করে আমাদেরকে ফলাফল দেয়।এই নির্দেশ বা ইনপুট দেওয়ার জন্য আমরা কীবোর্ড,মাউস প্রবিত্তী input দেওয়া হিসেবে ব্যবহার করি।

process করার জন্য কম্পিউটার CPU ব্যবহার করে এবং output দেওয়ার জন্য কম্পিউটার মনিটর,স্পিকার ইত্যাদির সাহায্য নেয়।

Block Diagram Of Computer: 

process করার জন্য যে CPU ব্যবহার করা হচ্ছে সে CPU তে কি কি আছে আমরা তা এখন দেখব।

Arithmetic Logic Unit: 

যা সমস্ত পাটিগণিতীক এবং যুক্তিমুলক সমস্যা সমাধান করে গণনা করে।

Control Unit:  যা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। 

Memory :

সমস্ত তথ্য স্টোর করে।

এই CPU তেই কিন্তুক input দেওয়া হয় এবং CPU process করে output আমাদেরকে দিয়ে দেয়।আর এই গুলোকেই বোঝায় কম্পিউটারের block diagram.

এবার আমরা এই প্রত্তেকটা কম্পিউটারের অংশ সম্পর্কে একটু জানবো।

Input Device :

যে device গুলির মাধ্যমে CPU কে input বা নির্দেশ দেওয়া হয় তাদেরকে input device বলে যেমনঃকীবোর্ড,মাউস,মাইক্রোফোন,জয়স্টিক,বারকোড স্কেন্নার,কেমেরা,স্কেন্নার।

Processing Unit/Device:

CPU(Central Processing Unit) এর মাধ্যমে সমস্ত input গুলি  process হয়।তাই CPU হলো processing unit.

CPU এর মধ্যে কি কি থাকে?

 CPU এর দুটি অংশ ALU ও CU একটি IC Chip এ থাকে যা হলো Microprocessor. 

আর থাকে একটি circuit board যাকে বলা হয়  Mother board এতে অন্যান সমস্ত যন্ত্রপাতি গুলো লাগানো থাকে।

Output Device :

যে device গুলোর মাধ্যমে CPU  থাকে Output বা ফলাফল পাওয়া যায়। তাদেরকে Output device বলে যেমন

 মনিটর:

মনিটরের সাহায্যে ছবির মাধ্যমে আমরা output পায়।

স্পিকারঃ

স্পিকারের সাহায্যে শব্দের মাধ্যমে আমরা output  পায়। 

প্রিন্টfরঃ

পিন্টারের সাহায্যে আমরা সব কপি কাগজে পিন্ট করে রাখতে পারি।

প্লোট্টারঃ প্লোট্টারের সাহায্যে বড় বড় সাইজের পিন্ট তৈরি করা যায় প্লেক্স তৈরি করা যায়। 

প্রোজেক্টারঃ

pro output device প্রোজেক্টার থেকে আলো বের হয় যার সাহায্যে  কোন ছবিকে পরদায় বা দেয়ালে পেলে বড় করে দেখা যায় যেমনটা সিনেমায় দেখতে পায় আমরা।

হেডফোনঃ হেডফোনের সাহায্যে আমরা আওয়াজ শুনতে পায় 

Memory Device :

যে device গুলির মাধ্যমে data store save করে রাখা হয়।তাদের memory device বলে যেমনঃHard disk,Ram,Rom,Pen Drive, CD/DVD,Solid State drive(SSD).

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles