কী-বোর্ডশর্টকাট ও কী- বোর্ডের ব্যবহার আজি যেনেনিন।

এই পোস্টে আমরা প্রথমে বাংলা কীবোর্ড গুলো অক্ষর অনুসারে ধারাবাহিকভাবে শেয়ার করব। এই কীবোর্ডে শর্টকাট এর মধ্যে থাকবে এম এস ওয়ার্ড শর্টকাট বাংলা, এম এস ওয়্যার্ড শর্টকাট ইংরেজি, এক্সেল কীবোর্ড শর্টকাট, উইন্ডোজ কীবোর্ড শর্টকাট, ফেসবুক কী বোর্ড শর্টকাট এবং কম্পিউটার ব্রাউজার কীবোর্ড শর্টকাট। সবশেষে সবগুলো কীবোর্ডে শর্টকাট পিডিএফ ফাইল আকারে শেয়ার করে দেওয়া হবে।

কীবোর্ডে ও কীবোর্ডের ব্যবহার

কম্পিউটার কীবোর্ড এর ব্যবহার আমারা সবাই  কম বেশি  জানি কিন্তু কম্পিউটার কীবোর্ড শর্টকাট টেকনিক বিষয়ে আমরা খুব বেশি কিছু জানি না। কম্পিউটারের শর্টকাট কমান্ড বিষয়ে পরিপূর্ণ আইডিয়া থাকলে কম্পিউটারে কাজ করার সময় যে কোন  কাজ অল্প সময়ে দ্রুততার সহিত সম্পাদন করা সম্ভব হয়।

মাইক্রোসফট অফিস একটি বহুল ব্যবহৃত ও জনপিয় ডকুমেন্ট সফটওয়্যার। অফিস, বাসা,-বাড়ী, স্কুল -কলেজ সবখানেই এটি ব্যবহৃত হচ্ছে। ওয়ার্ড প্রসেসিং এ দক্ষতা বাড়াতে কিবোর্ড শর্টকাটের জুড়ি নেই। কি-বোর্ড শার্টকাট জানা থাকলে আপনি মাউস এড়িয়ে দ্রুত আনেক কিছু করতে পাবেনা।

ফটোশপ এবং ইলাস্টেটর গ্রাফিক ‍ডিজাইন ও ফটো এডিটিং এর জন্য খুবই জনপ্রিয় সফটওয়্যার। কিক্ত কীবোর্ডে শর্টকাট জানা না থাকলে আপনার কাজে গতি অনেক কমে যেতে পারে। মাইক্রোসফট অফিস (ওয়ার্ড ও এক্সেল) এবং ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর প্রয়োজনীয় সব কীবোর্ড শর্টকাট ক্যাটাগরি আকারে সাজানো এবং ব্যাখ্যা দেওয়া যা আপনার কাজে এনে দেবে গাতি।

কী-বোর্ড কী ( Keyboard key)  এর প্রকারভেদ

কীবোর্ডে মোট 104 টি বাটন বা কী থাকে। কম্পিউটারকে ইনপুট দেওয়ার জন্য এবং বিভিন্ন প্রকারে টেক্স লেখার  জন্য এইসব বাটন গুলো ব্যবহার করা হয়।  Command  এবং বাটনের ভিত্তিতে এগুলো কে 6 ভাগে ভাগ করা হয় এবং এগুলোর প্রত্যেকটির কাজ আলদা।

  1. Function Keys
  2. Typing Keys
  3. Control keys
  4. Nevigation Keys
  5. Indicator Lights Keys
  6. Numeric Keypad

Function Keys:

কিবোর্ডের একদম উপরে F1 থেকে F12 পর্যন্ত যে কী গুলো রয়েছে এগুলোকে Function Keys  বলে । Function Keys এর ব্যবহার কোন বিশেষ কাজ করবার জন্য করা হয়ে থাকে। প্রত্যেকটি প্রোগ্রামে এর কাজ আলাদা।

Typing Keys:

এলফাবেট  এবং নাম্বার কী গুলি Typing Keys এর মধ্যে পড়ে। জীবণের সবথেকে বেশি ব্যবহৃত কি গুলি হল Typing Keys । টেক্সট লেখার সময় আলফাবেট এবং নাম্বার লিখতে এই সমস্ত কী প্রয়োজন হয়।

Control keys:

এই সমস্ত কী গুলি অন্য কী গুলির সাথে মিলিত হয়ে নির্দিষ্ট কার্য সম্পন্ন করে। Ctrl key, Alt Key, Window key, Esc key, Menu key, Scroll key, Pause Break key, PrtScr Key এগুলি সব কন্ট্রোল কি মাধ্যে অন্তর্ভূূক্ত।

Navigation Keys:

Arrow keys, Home, End, Insert, Page Up, Delete, Page Down এগুলি হলControl keys। নির্দিষ্ট পেজের এদিক সেদিক করবার জন্য এগুলির দরকার হয়।

Indicator Lights:

 Num Lock, Scroll Lock ও Caps Lock  এই তিনটি কী  হলো Indicator Lights । নম্বর প্যাড লক করা এবং ক্যাপিটাল / স্মাল ওয়ার্ড লিখবার জন্য এগুলি ব্যাবহার করা হয়।

Numeric Keypad:

যোগ, বিযোগ, গুন, ভাগ ( *,/,+,- ) এই সমস্ত কররার জন্য , যে সমস্ত চিহ্ন এবং নাম্বার গুলি ব্যবহার করা হয় তাদের  Numeric Keypad বলে। এগুলি কিবোর্ডের, একদম ডান দিকের নিচে থাকে।

কীবোর্ড শটকাট

এই পোস্টে আমরা প্রথমে বাংলা কীবোর্ড গুলো অক্ষর অনুসারে ধারাবাহিকভাবে শেয়ার করব। এই কীবোর্ডে শর্টকাট এর মধ্যে থাকবে এম এস ওয়ার্ড শর্টকাট বাংলা, এম এস ওয়্যার্ড শর্টকাট ইংরেজি, এক্সেল কীবোর্ড শর্টকাট, উইন্ডোজ কীবোর্ড শর্টকাট, ফেসবুক কী বোর্ড শর্টকাট এবং কম্পিউটার ব্রাউজার কীবোর্ড শর্টকাট। সবশেষে সবগুলো কীবোর্ডে শর্টকাট পিডিএফ ফাইল আকারে শেয়ার করে দেওয়া হবে।

এম এস ওয়ার্ডে এর প্রয়োজনীয় শর্টকাট:

এম এস ওয়ার্ড হচ্ছে কম্পিউটারের সবচাইতে বহুল ব্যবহৃত সফটওয়্যার । সরকারী- বেসরকারী অফিস সহ পার্সলাল কাজের সর্বক্ষেত্রে এম এস ওয়ার্ডে খুব বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে । কাজেই এম এস ওয়ার্ড শর্টকাট টেকনিক জানা থাকলে অফিসের  কাজ দ্রুত করা সম্ভব হবে।

এম এস ওয়ার্ডে কীবোর্ড শর্টকাট বাংলা

  • Ctrl +A            =    ফাইলের সক কিছু সিলেক্ট করা (একটি পাতায় যা কিছু আছে, সবকিছু সিলেক্ট হবে)
  • Ctrl + B           =     সিলেক্ট করা টেক্সট বোল্ড করা।
  • Ctrl + C           =      সিলেস্ট করা যে কোন কিছু কপি করা।
  • Ctrl + D           =       ফন্ট ডায়লগ বক্স শো করা।
  • Ctrl + E           =      সিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝে নেওয়া।
  • Ctrl + F           =      কোন কিছু খোজা
  • Ctrl + G          =     নির্দিষ্ট পৃষ্ঠায় যাবার জন্য ব্যবহৃত হয়
  • Ctrl + H          =      রিপ্লেস ডায়লগবক্স বের করা।
  • Ctrl + I            =     সিলেক্ট করা টেক্সকে ইটালিক / বাকা করা।
  • Ctrl + J           =      টেক্স জাস্টিফাই করা।
  • Ctrl + K          =      সিলেক্ট করা যে কোন কিছু লিংক করা।
  • Ctrl + L          =      টেক্স পৃষ্ঠার/ টক্স বক্সের বাম দিকে নিতে।
  • Ctrl + M         =      ডান দিকে ট্যাব দেওয়া
  • Ctrl + N         =       নতুন ডকুমেন্ট ফাইল খোলা।
  • Ctrl + O         =       পুরাতন বা সেভ করা খোলা।
  • Ctrl + P         =       কোন কিছু প্রিন্ট করার জন্য
  • Ctrl + R         =       টেক্স পৃষ্ঠার / টেক্স বক্সের ডান দিকে নিতে
  • Ctrl + S         =       নুতুন/ পুরাতন ফাইল সেভ করা।
  • Ctrl + T         =       বাম দিকের দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দুরে সরানো
  • Ctrl + U         =       টেক্স এর নীচে আন্ডার লাইন করার জন্য
  • Ctrl + V         =      কপি করা যে কোন কিছু পোষ্ট করা।
  • Ctrl + W       =       প্রেগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যবহৃত
  • Ctrl + X        =      সিলেক্ট করা যে কোন কিছুকে কাট করতে ব্যবহৃত হয়।
  • Ctrl + Y       =      পরবর্তী কাজ সমূহে চলে যাবার জন্য (Redo)
  • Ctrl + z        =       পূর্ববর্তী কাজ সমুহ চলে যাবার জন্য (Undo)

এডভান্স এম এস ওয়ার্ড কীবোর্ড শর্টকাট বাংলার

  • Alt + Ctrl +Z          = শেষ চারটি সংশোধনের স্থানে যাওয়া ( সংশোধনের জায়গা খোজে বের করা)
  • Ctrl+ PageUp       =  পূর্বের সংশোধনের স্থানে যাওয়া
  • Ctrl+PageDown    =   পরের সংশোধনের স্থানে যাওয়ার জন্য
  • Ctrl+Backspace    =   বামদিক থেকে একটি শব্দ ডিলিট
  • Ctrl+ Delete          =   ডানদিক থেকে একটি শব্দ ডিলিট
  • Alt+ Shift +R         =   হেডার বা ফুটারের পূর্বের অংশ কপি
  • Ctrl+ Alt + V         =    পেস্ট স্পেশাল ডায়ালগ বক্স প্রদর্শন
  • Ctrl + Shift +V      =    শুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য
  • Ctrl + F9              =      খালি ফিল্ড ইনসার্ট করার জন্য
  • Shift + Enter       =       একটি প্যারাগ্রাফে একটি নতুন লাইন গুরু
  • Ctrl + Shift + Entrt=     কলাম ব্রেক ইসার্ট করার জন্য
  • Alt + Ctrl + Minus Sign = একটি ড্যাশ ইনসার্ট করার জন্য
  • Ctrl + Minus Sign          = একটি ড্যাশ ইসার্ট করার জন্য ।
  • Ctrl + Hyphen                = একটি অপশনাল হাইপেন ইনর্সাট করা।
  • Ctrl + Shift + Spacebar  =নন ব্রেকেং হাইপেন ইসসার্ট করার জন্য  ।
  • Alt + Ctrl +R                   =নন ব্রেকিং হাইরপেন  ইসসার্ট করার জন্য।
  •  Alt+ Ctrl +T                   =কপিরাইট প্রতীক ইনসার্ট করার জন্য।
  • Alt + Ctrl + Full Stop      = রেজিষ্টার্ড ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট।
  • Shift + Right Arrow        = ট্রেডমার্ক ট্রেডমার্ক ইনসার্ট করার জন্য।
  • Shift  + Left  Arrow         =উপবৃত্ত ইনসার্ট করার জন্য।
  • Ctrl + Shift + Right Arrow = ডানদিক থেকে একটি লেটার নির্বাচিত।
  • Ctrl + Shift + Left Arrow    = বামদিক থেকে একটি লেটার নির্বাচিত।

ধন্যবাদ । আরো জানতে আমাদের পেইজে লাইক, সেয়ার, কমেন্ট, করে সঙ্গে থাকুন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles