কম্পিটার ও বতমান বিশ্ব

কম্পিউটার বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার । কম্পিউটারের আবিষ্কার মানবসভ্যতার জন্য একটা বড় উপহার সরূপ ।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

অষ্টদশ ও ঊনবিংশ শতাব্দিতে পুরো বিশ্বে শিল্প বিপ্লবের ছোয়ায় মানুষের জীবনে যন্ত্রের প্রভাব বিস্ময়করভাবে পরিলক্ষিত হয় । বিংশ শতাব্দিতে মানুষ পৃথিবী ছেড়ে চাদে গমন করতে সফল হয় ।

আর এই সাফল্যর পিছনে যে যন্ত্রটি অসামান্য ভূমিকা পালন করে তা হলো 'কম্পিউটার'। মানুষের মানসিক শ্রম লাঘব করার অসম্ভব দায়িত্ব পালন করছে এই কম্পিউটার।

কম্পিউটারের ধারণা: ল্যাটিন শব্দ কম্পিউট (Compute) থেকে কম্পিউটার কথার উদ্ভব । এটি এমন একটি যন্ত্র যা তথ্য ও উপাত্ত গ্রহণ করে স্বয়ংক্রিংভাবে বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত দিতে পারে ।

মানুষ যেমনভাবে মস্তিষ্কের স্মৃতিতে তথ্য ধরে রাখতে পারে তেমনি কম্পিউটার ও তার মেমরিতে তথ্য সংরক্ষণ করতে পারে ।

কম্পিউটারের তিনটি অংশ যথা:

১.সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

২.ইনপুট

৩.আউটপুট

কম্পিউটার যেসব তথ্য নিয়ে কাজ করে তাকে ডেটা বলে এবং যে ক্রমবিন্যাস পদ্ধতিতে কাজ করে তাকে প্রোগ্রাম বলে ।

কম্পিউটার ও বেকারত্ব : বেকারত্ব দূর করতে কম্পিউটার অগ্রণী ভূমিকা পালন করছে । এদেশের বাস্তবতায় সবার পক্ষে উচ্চ শিক্ষা গ্রহণ করা সম্ভব নয় । তাই মাধ্যমিক শ্রেণীর পরে অনেকই কম্পিউটার শিখে বেকারত্ব দূর করেছে ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ