আস্সালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয় নিয়ে লিখতে চাচ্ছি তা হলো একজন সফল ব্যক্তির ক্যারিয়ার।আমাদের সমাজে অনেক মানুষ বাস করে কিন্তু সবার ক্যারিয়ার এক নয় তারা নিজেদের ক্যারিয়ার গড়তে বিভিন্ন ভাবে বিপদের সম্মুখীন হয়ে যায়। কিন্তু আমার আপনার ক্যারিয়ার কেমন হওয়া চাই। তা নিয়েই আজকে লিখবো আমি।
ও তার আগে আমার পরিচয় তুলে ধরি আমার নাম মোহাম্মদ হাদিউল ইসলাম সানি। সবাই সানি বলেই ডাকে। আমি নিজের অভিঙ্গতায় লিখতাছি ক্যারিয়ার সম্পর্কে।
আমার দেখা একটা মানুষ নাম ছিল উসমান গাজী। সে অনেক উদ্যমী ছিল। ছোট কাল থেকেই আমাদের সাথে খেলাধুলা করতো। আমরা সবাই তার প্রসংসা করতাম। কিন্তু এতে সে অনেক বিরক্তিবোধের সাথের বলতো এসব আমার শুনতে ভালো লাগে না দয়া করে তুমরা অন্য কিছু বলো। আমরা না বুজে তার প্রসংসা করা ছাড়া থাকতেই পারতাম না।সে আবার লেখাপড়ায় অনেক ভালো ছিল।ক্লাস ওয়ান থেকে দশম পর্যন্ত রোল ৫ ভিতর রাখতো।
একদিন সে অনেক ভালো কলেজে চান্স পালো সে আর্থিক অবস্থার কারণে পড়তে পারলো না। তাই সে বিকল্প রাস্তা বেছে নিলো ব্যস লেখাপরা বাদ দিয়ে কাজে লেগে গেল একটা ছোট ব্যবসা ধার করালো এতে সে প্রতিদিন ৩০০ টাকার মতো বিক্রি করতো। এটা দিয়ে সংসার চলতো কোন রকম।
এভাবে সে অনেক বড় ব্যবসা ধার করালো একদিন সে প্রতিদিন ২০০০০০ টাকার মতো বেচেকেনা করতো সুতরাং তার পিছনে এসব করার মূল উদ্দেশ্য ছিল পরিশ্রম। তাই আমাদের সবাইকে পরিশ্রমী হতে হবে।
ভালো লাগে পরে আরো লিখবো।আল্লাহ হাফেজ
You must be logged in to post a comment.