.com ডোমেইন কিনুন মাত্র ৬৯৯ টাকাতে। সময় সীমিত?

আসসালামুয়ালাইকুম। জে-আইটি তে এটা আমার প্রথম পোস্ট। আসা করি আপনাদের সামনের দিনগুলো ভালো কিছু টপিকস আপনাদের দিতে পারবো। আমি প্রধানত বিভিন্ন অনলাইন টুলস, বিভিন্ন ইউজফুল ওয়েবসাইট, ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, ব্লগার থিম, এ্যানড্রয়েড ফোনের যাবতীয় কিছু নিয়ে পোস্ট করে থাকি।

তো আজকে আমি একটা ওয়েব হোস্টিং সাইট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা কিনা .com ডোমেইন খুব কম দামে একটি প্রোমো কোডের মাধ্যমে দিচ্ছে।

আমাদের সবারই প্রায় ওয়েবসাইট এর দরকার হয়। তার জন্য আমরা ডোমেইন হোস্টিং কিনে থাকি। একেক জন একেক ধরনের ডোমেইন পছন্দ করে। কেউ লো বাজেটে ডোমেইন খুজে কিংবা কেউ হাই বাজেটে ডোমেইন খুজে। তাই উভয়ের জন্য একটি মিডিয়াম বা মধ্যম বাজেটে .কম  ডোমেইন কেনার পোস্ট নিয়ে আসলাম। আশা করি উভয় পক্ষই .com ডোমেইন কিনতে পারবেন। 

অনেকের কাছে উক্ত ডোমেইন রেজিস্টার করা ওয়েবসাইট কে নিয়ে প্রশ্ন থাকতে পারে। আমি সর্বপথম ওদের পোস্ট টা ফেসবুকে দেখেছিলাম। একটু খোজ নিয়ে দেখলাম তারা মোটামুটি ভালো একটা ডোমেইন - হোস্টিং প্রোভাইডার। তাদের ওয়েবসাইটের নাম amarhoster. তারা নাকি 4 বছর ধরে সার্ভিস দিয়ে আসছে। তো আমি একটা .xyz ডোমেইন কিনলাম। সার্ভিস ভালোই পেয়েছি। তো সেই থেকেই পোস্ট টা লিখতেছি।

গেস্ট ব্লগিং করার ইচ্ছা আমার। তাই প্রথমে এই ডোমেইন এর পোস্ট দিয়েই শুরু করলাম। আপনারা একটু সাপোর্ট করলে আমি আরো ভালো পোস্ট নিয়ে হাজির হবো। যদি আমার এই পোস্ট থেকে উপকৃত হন তাহলে একটি কমেন্ট করে যাবেন।

তো .কম ডোমেইন মাত্র ৬৯৯ টাকা বা ৭০০ টাকায় নেওয়ার জন্য আমাদের প্রথমে এই এই লিংক এ ভিজিট করতে হবে। সরাসরি ডোমেইন রেজিঃ লিংক দিছি। লিংক এ যাওয়ার পর আপনার ইউনিক ডোমেইন এর নাম লিখে সার্চ করুন।

এরপর Add to cart করে Continue এ ক্লিক করুন।

তারপর ডোমেইন এর free mail forward এবং DNS management অপশনে টিক মার্ক করে দিন এবং Continue তে ক্লিক করুন।

তারপর একটা পেজ আসবে একটু নিচে scroll করলে দেখতে পাবেন প্রোমো কোড বসানোর অপশন। 

তো এখানেই আপনাকে প্রোমো কোড বসাতে হবে। এবং প্রোমো কোড বসালেই ডোমেইন এর দাম ৬৯৯ টাকা হয়ে যাবে।

প্রোমো কোড বসানোর পরে কোড টা একসেপ্ট করে নিবে।

এখন একটু নিচে scroll করে এসে আপনার যাবতীয় সব ইনফরমেশন নিচে দেখানো বক্স গুলোতে দিন।

সব কিছু দেওয়ার পরে একদম নিচে এসে নিচে দেখানো ছোট্ট টিক বক্স এ ক্লিক করে Checkout এ ক্লিক করুন।

এরপর আপনাকে পেমেন্ট করার পেজে অটোমেটিক নিয়ে যাবে। আপনি এখানে পেমেন্ট করার কিছুক্ষণ পরই ডোমেইন টা একটিভ হয়ে যাবে।

কোনো সমস্যা হলে ওখানে দেখবেন "চ্যাট" নামে অপশন আছে ওখানে মেসেজ পাঠিয়ে সমস্যার সমাধান করে নিবেন।

 এই ছিলো আজকের পোষ্ট টি। ভালো লাগলে একটি কমেন্ট করবেন।

ফ্রি হোস্টিং লাগলে আপনি আমার ওয়েবসাইট থেকে নিতে পারেন। আমার ফ্রি হোস্টিং সার্ভার ওয়েবসাইট লিংক - REELHOST.XYZ

ধন্যবাদ সবাইকে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Rubina Islam - Dec 2, 2022, 11:54 AM - Add Reply

Outstanding

You must be logged in to post a comment.
Rubina Islam - Dec 2, 2022, 11:56 AM - Add Reply

অনেক উপকৃত হলাম আপু,,ধন্যবাদ।।

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles