বর্তমানে বিশ্বের কোটি কোটি মানুষ ব্লগিং করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে। আপনিও যদি বিনামূল্যে একটি ব্লগিং সাইট তৈরি করে আয় করার উপায় জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেল পড়ুন
বর্তমানে বিনামূল্যে ব্লগিং সাইট তৈরি করার সেরা ওয়েববিল্ডার Blogger.com
Blogger.com গুগলের নিজস্ব একটি ওয়েববিল্ডার। এখান থেকে আপনি বিনামূল্যে একটি ব্লগ সাইট তৈরি করতে পারবেন।
এই ওয়েববিল্ডার থেকে আপনি যদি সাইট তৈরি করেন।তাহলে আপনাকে শুধু ডোমেইন কিনতে হবে। এছাড়া এখানে আপনি ভালো ভালো থিম ফ্রিতেই পাবেন।
আর আপনি যদি চান তাহলে থিমও কিনে নিতে পারেন। কিন্তু আমি বলব আপনি ব্লগারের থিমই ব্যবহার করুন অথবা আপনার ইচ্ছা।
আপনি যদি ব্লগার থেকে ওয়েবসাইট তৈরি করেন। তাহলে আপনি খুব সহজেই গুগল এডসেন্স পাবেন। আর তারাতারি গুগল এডসেন্স পেলে আপনারই বেশি লাভ।
আপনার সাইট তৈরি করা শেষ।এখন আপনাকে আপনার সাইট গুগলে সাবমিট করতে হবে।
তারপর আপনার সাইটে আপনাকে ৩০-৪০টি ইউনিক আর্টিকেল লিখতে হবে। তারপর আপনি গুগল এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন?
আশা করি কিছু দিনের মধ্যেই আপনি এডসেন্স পেয়ে যাবেন। আপনার এডসেন্স একাউন্টে যখন ১০$ হবে।তখন গুগল আপনাকে চিঠিতে কোড পাঠাবে।
সেটা আপনাকে আপনার সাইটে বসাতে হবে। তারপর আপনি গুগল থেকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট পাবেন।
এভাবেই আপনি বিনামূল্যে একটি ব্লগ সাইট তৈরি করতে পারবেন এবং আয় করতে পারবেন।
আমার আর্টিকেলে কোনো ভুল থাকলে বা বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন। আর আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ?
You must be logged in to post a comment.