ইউটিউব বাটন ফোন 2022

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনারা যারা ২০২২ সালে সেরা একটি বাটন ফোন কিনতে চান, আর্টিকেলটি তাদের জন্য | অনেকেই আছে যারা শুধু বাটন ফোন ব্যাবহার করে থাকেন বা অনেকেই আছেন যারা নতুন ফিচারসহ সেরা একটি বাটন ফোন কিনতে চান,

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

তাদের কথা বিবেচনা করে আজকের এই আর্টিকেলটি লিখছি |  আজকে আমি আলোচনা করব অনেক স্মার্ট ফিচার সমৃদ্ধ আধুনিক একটি বাটন ফোন সম্পর্কে | তাই ফোনটি সম্পর্কে সম্পুর্ণ জানতে আর্টিকেলটি পুরোটা মনোযোগ সহকারে পরুন | 

তো যে ফোনটি নিয়ে আলোচনা করব, ফোনটির নাম হচ্ছে- Symphony PD1 4G.

নাম শুনেই হয়ত বুঝতে পেরেছেন, ফোনটি 4G নেটওয়ার্কে চলে !

ফোনটিতে থাকবে বিল্ট ইন ফেসবুক, ইউটিউব, গুগল, ম্যাপস, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাপস ! ফোনটির অপারেটিং সিস্টেম দেওয়া আছে কাইওস, যে কারণে আপনারা এন্ড্রয়েড এপসগুলো ব্যাবহার করতে পারবেন না,তবে এই ফোনে কে-স্টোর নামে একটা স্টোর পাবেন যেটি অনেকটা প্লে-স্টোরের মতোই | এখানে অনায়াসে ৫০০+ এপস পাবেন,

ফোনটি দিয়ে ওয়াইফাই, হটস্পট ইত্যাদি ব্যাবহার করতে পারবেন,

এছাড়াও ফোনটি দিয়ে স্ক্রিনশটও দিতে পারবেন ! সেক্ষেত্রে একসাথে * এবং # বাটন টিপতে হবে !

তাহলে চলুন একনজরে ফোনটির ডিটেইলস দেখে নেওয়া যাক,

নাম: Symphony PD1 4G

ডিস্প্লে:2.4 inch QVGA.

নেটওয়ার্ক:2G,3G,4G

ক্যামেরা: 0.3MP with LED.

রেম: 512 MB.

রম: 4 GB.

ওএস: KaiOS.

ব্যাটারি:1700 mAH.

অন্যান্য সুবিধা: Youtube, Facebook, Google, Maps, Whatsapp, Wi-Fi, Hotspot, Screnshot ect.

এগুলো দেখেই অবাক হলেন ? অবাক হবারই কথা ! প্রথমে আমিও বিশ্বাস করিনি ! পরে খোজ খবর নিয়ে দেখলাম এটি একটি সেরা ফোন ! কারণ, আমি নিজেই এখন ফোনটি চালাই ! এমনকি আমি যে আর্টিকেলটি লিখছি, তাও এই ফোন দিয়েই লিখছি !

এখন দামের কথা বলার পালা ! এত ভালো একটি ফোন দামতো একটু হবেই ! বর্তমানে সাধারণত একটি জাভা ফোনের দামই ২ থেকে ৩ হাজার টাকা ! তবে এই ফোনটি সে তুলনায় অনেক ভালো ! 

ফোনটির অফিসিয়াল দাম হচ্ছে- ২৯৯৯/= টাকা | আপনার হাতে যদি ৩ হাজার টাকা থাকে, তাহলে ফোনটি নিতে পারেন |

ফোনটি নিকটস্থ মার্কেট কিংবা শোরুমে পেতে পারেন | তবে না পেলে চিন্তার কিছু নেই!

রবিশপ থেকে অর্ডার করে ৪ দিনের মধ্যেই ডেলিভারি পেয়েছিলাম | আপনারাও চাইলে রবিশপের ওয়েবসাইট [www.robishop.com.bd ] থেকে অর্ডার করতে পারেন ! ডেলিভারি চার্জ ৬০ টাকা ! অর্থাৎ, সব মিলিয়ে মোট খরচ পড়বে ৩০৫৯ টাকা !

এই পরিমাণ টাকা থাকলে কিনতে পারেন, সেরা একটি সেট হবে ! 

তো যাই হোক ! আজ এ পর্যন্তই ! লিখব অন্য কোনো দিন | ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ