কিভাবে সহজেই এবং বিনা খরচে ভাল ইংরেজি শিখতে পারবেন?

আপনারা যদি ইংরেজি শিখতে চান তাহলে সহজেই শিখতে পারেন আজকে আপনাদের আমি বলব কিভাবে সহজেই এবং বিনা খরচে  ভাল ইংরেজি শিখতে পারবেন?

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

১. ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যেগুলো থেকে আপনি সহজেই ইংরেজি শিখতে পারবেন।

২. ইংরেজি বই এবং পত্রিকা পড়ে শিখতে পারবেন। সেক্ষেত্রে ইংরেজি কমিক্স বইগুলো পড়লে সহজেই শিখতে পারবেন কারণ এগুলোতে ছবি এবং গল্প পাশাপাশি থাকে এজন্য আপনার ভাষা শিক্ষা সহজ হবে।

৩. আপনি যদি গান শুনতে ভালোবাসেন তাহলে ইংরেজি গান নিয়মিত শুনবেন।। ইংরেজি গান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেলে আপনি সহজে ইংরেজি ভাষা সহজে বুঝতে পারবেন।

 ৪. আপনি যদি মুভি দেখতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি ইংরেজি মুভিগুলো দেখতে পারেন। তবে খেয়াল করবেন মুভিতে যেন সাবটাইটেল থাকে তাহলে আপনার কথাগুলো বুঝতে সুবিধা হবে।

আপনাদের সুবিধার্থে কয়েকটা মুভির নাম উল্লেখ করলাম 1. Baby’s Day Out 2. Start Simple 3. The Avengers 4. Toy Story 5.life of a pie তবে আপনার যে মূভিগুলো পছন্দ সেগুলো দেখতে পারেন।

এছাড়াও আপনারা এনিমেটেড মুভিগুলো দেখতে পারেন কারণ এলিমেটেড মুভিগুলোতে স্পষ্ট কথা বলে। এগুলো বুঝতে পারা সহজ, আর প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন

পুনশ্চ আপনারা ডকুমেন্টারি মুভিগুলো দেখতে পারেন, এখানে ইংরেজি উচ্চারণগুলো সহজ এবং ধীরগতিতে বলা হয় ফলে আপনার বুঝতে ও শুনতে এবং শিখতে হওয়া  সহজ হবে।

৫.টিক টক- আপনারা যদি tiktok দেখতে পছন্দ করেন সেক্ষেত্রে ইংরেজি ভাষার টিকটক ভিডিওগুলো দেখতে পারেন সে ক্ষেত্রে ছোট ছোট ভিডিওতে দেখে ইংলিশ শিখতে পারবেন।

৬. অনেক মোবাইল অ্যাপস গুগল প্লে স্টোরে রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা ইংরেজি গ্রামার, হেয়ারিং এবং স্পিকিং দক্ষতা বাড়িয়ে নিতে পারবেন।

এগুলো বেশিরভাগই ফ্রি তবে এগুলোর কোয়ালিটি খুব বেশি না, এগুলো হল মোটামুটি মানের। তবে আপনার স্কিল বাড়িয়ে নিতে যথেষ্ট সাহায্য করবে।

এরকম একটা অ্যাপস এখন খুব জনপ্রিয় তার নাম স্পিক ইংলিশ (Speak English).

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Sadik Mahmud - Feb 9, 2023, 7:52 PM - Add Reply

খুব ভালো হয়েছে।

You must be logged in to post a comment.
Sadik Mahmud - Feb 9, 2023, 7:52 PM - Add Reply

নতুন কিছু শিখতে পারলাম।

You must be logged in to post a comment.
Sadik Mahmud - Feb 9, 2023, 7:53 PM - Add Reply

যদিও আগে থেকে এ বিষয়টা জানতাম।

You must be logged in to post a comment.
Sadik Mahmud - Feb 9, 2023, 7:53 PM - Add Reply

তবুও বিস্তারিত জানলাম।

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ