মোবাইল ফোন অতিরিক্ত গরম হয় কেন? 8 টি জিনিস যা আপনার ফোনকে উত্তপ্ত করে ।

আপনাদের মোবাইল ফোন কি অতিরিক্ত গরম হয়? অস্বাভাবিকভাবে ফোন গরম হলে এর পেছনে অবশ্যই কারণ রয়েছে।  এতে আপনার  ফোনের কার্যকরীতা কমে যেতে পারে এবং ব্যাটারির ক্ষমতা হ্রাস করতে পারে। 

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

তাহলে চলুন জেনে নিন এসব কারন গুলো। আপনার ফোন কেন বেশি গরম হচ্ছে তা নির্ধারণ করা সর্বদা সহজ নয়। আপনার ফোনটি খুব বেশি গরম হতে পারে এমন অনেকগুলি কারণ রয়েছে।  সঠিক কারণটি সনাক্ত করতে পারলে  আপনার ডিভাইসের ক্ষতি রোধ করতে এবং এর কার্যকারিতা উন্নত করতে সহায়তা করবে। 

যে কারণে  আপনার ফোন উত্তপ্ত হয়।

আপনার ফোনটি অনেক কারণে অতিরিক্ত গরম করতে পারে - কিছু সাধারণ, কিছু খুব বেশি নয়। যদি আপনি আপনার ফোনটি স্পর্শ করে দেখেন যে আপনার ফোন অতিরিক্ত গরম হচ্ছে তাহলে এই কারণ গুলো হতে পারে।

1. আপনার ফোনটি অনেক বেশি প্রসেসিং শক্তি ব্যবহার করছে।

প্রসেসর আপনার ফোনের অ্যাপগুলো চালাতে কাজ করে আপনার ফোনে যদি প্রচুর অ্যাপ রান করা  থাকে বা তাহলেও কিন্তু ফোন গরম হয়। 

আপনি যদি আপনার ফোনে বর্ধিত পরিমাণে গেমিং বা  অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করতে থাকেন  তবে এটি খুব উত্তপ্ত হতে পারে। খুব বেশি অনলাইন  গেম খেললে  এতে কিন্তু আপনার ফোনে ক্রাচ cache  জমা হতে থাকে আর জায়গা দখল করে থাকে,  এর জন্য ও ফোন গরম হয়।

তাই আপনার ফোনের অপ্রয়োজনীয় cache পরিস্কার করে রাখুন। 

২. ব্যাকগ্রাউন্ড এ  অনেকগুলি অ্যাপ্লিকেশন থাকা। 

অনেকেই একটি অ্যাপ ওপেন করে এটা কিছুক্ষন  ব্যবহার করে তার পর এটা স্যুইপ বা পেছনে রেখে দিয়ে আরেকটি অ্যাপ ব্যবহার করে, এই রকম করে অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডয়ে রেখে দেয়। অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ড এ থাকলেও ফোন গরম হয়। 

এতে করে আপনার ফোনের ব্যাটারির ক্ষমতাও কমতে পারে। 

তাই একটা অ্যাপ ব্যবহার করার পর প্রয়োজন না হলে ব্যাকগ্রাউন্ড এ  রাখবেন না। 

3. আপনার পর্দার ব্রাইটনেস বা  উজ্জ্বলতা খুব বেশি রাখা ।

অনেক সময়  সূর্যের আলোতে ফোনটি দেখা মুশকিল হতে পারে সেজন্য  অনেকেই ব্রাইটনেস  বাড়িয়ে রাখে এর 

ফলেও আপনার ফোনটি  গরম হতে পারে। যদি সম্ভব হয় তবে আপনার ফোনটি পরিবেষ্টিত আলোর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে এর উজ্জ্বলতা সামঞ্জস্য করতে সেট করতে পারেন। যেটাকে অটো ব্রাইটনেস বলে সেটা চালু রাখতে পারেন 

তাই যেখানে অতিরিক্ত ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন পরবে না সেখানে এটি নিয়মিত রাখুন। 

৪. আপনার ফোনে  ভাইরাস বা  ম্যালওয়ার থাকা ।

অ্যান্ড্রয়েডগুলির সাথে এই সমস্যাটি প্রায়শই দেখা দেয় কারণ অ্যাপল অ্যাপ স্টোরটিতে অগ্রহণযোগ্য অ্যাপ্লিকেশনগুলিকে অনুমতি দেয় না। আপনি যদি এমন অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন যা ম্যালওয়্যারযুক্ত থাকে বা আপনার ফোনে অননুমোদিত কাজ সম্পাদন করে তবে এটি প্রত্যাশার চেয়ে বেশি সিপিইউ শক্তি ব্যবহার করতে পারে এবং ফোনটি অতিরিক্ত উত্তাপের কারণ হতে পারে।

যে কোনও অ্যাপের রিভিউ বা  পর্যালোচনা পড়তে সময় নিন এবং আপনার ফোনের জন্য একটি নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার ডাউনলোড করুন। 

যদিও আইফোন ব্যবহারকারীরা এই হুমকির জন্য কম সংবেদনশীল, তবুও এটি ঘটতে পারে। আইফোনগুলি ভাইরাস এবং ম্যালওয়্যার ধরতে সক্ষম। 

৫. আপনি স্ট্রিমিং সামগ্রী বা  যেটাকে লাইভ গিইমিং বলে এইসব  গেমস কেললেও গরম হতে পারে। 

স্ট্রিমিং গেমিং সেশন আপনার ফোনকে অতিরিক্ত উত্তাপের কারণ হতে পার। 

দীর্ঘ সময় গেইম খেলার পার যদি দেখেন ফোন গরম হচ্ছে তাহলে এটিকে ঠান্ডা করেত দিন।

দীর্ঘ সময় গেইম খেললে একদিকে যেমন সিপিইউ গরম হয় আর অন্য দিকে স্ক্রিনটা ও গরম হয়। 

তাই যথাসম্ভব কিছু গেইম খেলা থেকে বিরত থাকুন। 

6. মোবাইলের ক্ষমতার চেয়ে কম পাওয়ার এর ব্যাটারি ব্যবহার করা বা ফোনে অতিরিক্ত জাংক রাখা।

অনেক সময় আমরা ব্যবহার করা মোবাইলে ব্যাটারি নস্ট হলে আলাদাভাবে  একটি ব্যাটারি কিনি। যেটার  পাওয়ার কম বা মোবাইলের সাথে মিল নেই। 

এই রকম হলেও ফোন গরম হয়। 

অথবা ফোনে অতিরিক্ত জাংক থাকলে। তা পরিস্কার করে না রেখলে।

তাই যথাসম্ভব জাংক ক্লিনার অ্যাপ দিয়ে এগুলো  পরিস্কার করে রাখুন। 

7. আপনার  ত্রুটিযুক্ত চার্জার এর  কারন ও হতে পারে। 

আপনার ফোন যখন অতিরিক্ত উত্তপ্ত হয় তখন তাপটি কোথা থেকে আসে সেদিকে মনোযোগ দিন। তাপ যদি ফোনের কেন্দ্রের চারপাশ থেকে আসে তবে দোষ সম্ভবত আপনার ফোনের  প্রসেসরের মধ্যে রয়েছে। যদি এটি নীচে থেকে  গরম হয়ে যায় অর্থাৎ চার্জার লাগানো পিন থেকে  তবে সমস্যাটি আপনার চার্জারে থাকতে পারে। 

যখন চার্জ করার সময় আপনার ফোনটি অতিরিক্ত গরম হয়ে যায়, সেখানে দুটি মূল কারন  রয়েছে। হয় আপনি যে চার্জারটি ব্যবহার করছেন তা ত্রুটিযুক্ত বা আপনার ফোনের চার্জিং কেবল বা প্রর্ট  ক্ষতিগ্রস্থ হয়েছে। 

তাই যথাসম্ভব নির্দিষ্ট চার্জার ব্যবহার করোন। 

৮. জিপিএস  সবসময় চালু রাখলে।

যদি আপনি আপনার ফোনটি প্রায়শই অতিরিক্ত গরম পান তবে আপনার জিপিএস বন্ধ  করুন। যদি এটি সম্ভব না হয় তবে একেবারে প্রয়োজনীয়তা ব্যতীত জিপিএস ব্যবহারের জন্য অ্যাপ্লিকেশনগুলির অনুমতি দেবেন না । আপনার জিপিএস ব্যাকগ্রাউন্ডে আপডেট হওয়া থেকে বিরত রাখতে আপনি স্বল্প শক্তি বা ব্যাটারি সেভ মোডও চালু করতে পারেন। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Redo An - Jul 3, 2021, 5:22 AM - Add Reply

Nice

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

I am a simple blog Writer.