রোবট কী? রোবট কত প্রকার ও কি কি? রোবট কীভাবে কাজ করে?

রোবট কম্পিউটার চালিত যন্ত্র। একটি রোবটের সাথে প্রোগ্রাম সেট করে দেওয়া হয়। সেই প্রোগ্রামঅনুসারে রোবট  মানুষের মতই কথা বলতে পারে। এটা মানুষের মতন নড়াচড়া করতে পারে। এমন রোবট আছে যে কাজের জন্য তৈরী করা হয় সেই রোবট শুধু সেই কাজই করতে পারবে। অন্য কিছু করতে পারবেনা। রোবট মানুষের চাইতে জটিল ও কঠিন কাজ করতে পারে যেটা মানুষের পক্ষে সম্ভব নয়।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

রোবট কী? রোবট কত প্রকার ও কি কি রোবট কীভাবে কাজ করে সম্পুর্ন আলোচনা 

রোবট কী :

রোবট হলো কম্পিউটার চালিত একটি যন্ত্র।  এটাকে যন্ত্রমানবও বলা হয়। এই যন্ত্রটিকে কম্পিউটারের মাধ্যমে পরিচালনা করা হয়। এটা এমন একটি যন্ত্র যা সম্পুর্নরুপে একটি মানুষকে নকল করতে পারে কখনও চেহারাতে আবার কখনও কাজের মধ্য দিয়ে। অনেক রোবট আছে শুধু প্রোগ্রামঅনুসারে কাজ করে থাকে। আবার অনেক রোবট আছে যেগুলোকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের  মাধ্যমে কন্ট্রোল করা হয়ে থাকে।

আরও পড়ুন 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা ও অসুবিধা। 

রোবট কত প্রকার :

রোবট চার প্রকার

1। Delta robot

2। Scara robot

3। Articulated robot

4। Cartestian robot

রোবট কীভাবে কাজ করে :

রোবট কম্পিউটার চালিত যন্ত্র। একটি রোবটের সাথে প্রোগ্রাম সেট করে দেওয়া হয়। সেই প্রোগ্রামঅনুসারে রোবট  মানুষের মতই কথা বলতে পারে। এটা মানুষের মতন নড়াচড়া করতে পারে। এমন রোবট আছে যে কাজের জন্য তৈরী করা হয় সেই রোবট শুধু সেই কাজই করতে পারবে। অন্য কিছু করতে পারবেনা। রোবট মানুষের চাইতে জটিল ও কঠিন কাজ করতে পারে যেটা মানুষের পক্ষে সম্ভব নয়।

man-320276_1920-1.png

রোবটের ব্যবহার:

রোবট খুবই গুরুত্বপূর্ণ ও শক্তিশালী যন্ত্র। রোবট কঠিন কঠিন কাজ করে থাকে যেগুলো মানুষের পক্ষে সম্ভব নয়। শিল্প ক্ষেত্রে হোক বা কোনো প্রতিষ্ঠানে। রোবট খুব দ্রুত কাজ করে ফেলতে পারে। কলকারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে অনেক বিপজ্জনক কাজ করা হয়ে থাকে। যেমন, ঢালাই, ভারিমালামাল পরিবহন করা বিভিন্ন যন্ত্রপাতির সাথে সংযোগ স্হাপন করা ইত্যাদি।

উন্নত দেশগুলোর বিভিন্ন কলকারখানাতে এই রোবট ব্যবহার করা হচ্ছে। রোবট খুব কঠিন শারীরিক পরিশ্রমের কাজ করে থাকে। শিল্প কারখানার বিপজ্জনক  কাজে রোবট ব্যবহার করা হয়ে থাকে। বড় বড় মেশিনের কষ্টদায়ক বিভিন্ন যন্ত্রপাতি সেট করার জন্য রোবটের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন তথ্য সংগ্রহ ও মহাকাশ গবেষণার জন্য রোবট ব্যবহার করা হয়। মহাশূন্যের ছবি সংগ্রহের জন্য রোবট ব্যবহার করা হয়। কলকারখানায় দ্রুত কাজ করার জন্য রোবট ব্যবহার করা হয়। বিভিন্ন খনিজ পদার্থ উত্তলনের ক্ষেত্রে রোবট খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। 

রোবটের সুবিধা:

রোবট অনেক  দ্রুত কাজ করতে পারে। কলকারখানায় যে কাজগুলো মানুষের পক্ষে অনেক সময়ের প্রয়োজন সেকাজগুলো রোবট খুবই দ্রুত করতে পারে। যুদ্ধক্ষেত্রেও এখন রোবট ব্যবহার করা হচ্ছে। যুদ্ধযানে রোবটকে ড্রাইভার হিসেবে ব্যবহার করে যুদ্ধ করছে। চিকিৎসা করার কাজে রোবট ব্যবহার করে অনেক সুবিধা পাওয়া যায়। যেমন, সার্জারির কাজে যেখানে মানুষ দ্বারা সম্ভব নয় সেটা রোবট করে থাকে।

যেকোনো বিপজ্জনক  কাজের  ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও গবেষনার ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়ে থাকে।

 

mars-67522_1920-1-1-1-1.jpg

 

রোবটের অসুবিধা:

রোবটের যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে। রোবট মানুষের মতো নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেনা। একটি রোবট তৈরী করতে হলে অনেক অর্থের প্রয়োজন হয়। রোবট চালিত করার সময় যান্ত্রিক সমস্যা দেখা দেয়। ফলে অনেক অসুবিধা দেখা দেয়।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

মো : বোরহান ইসলাম। আমি আর্টিকেল লিখতে খুব ভালোবাসি। আমি আপনাদেরকে ভালো ভালো আর্টিকেল লিখে সঠিক তথ্য দেবো ইনশাআল্লাহ। ভালো ভালো আর্টিকেল পেতে হলে জেআইটির সাথে থাকুন ধন্যবাদ।।