বীমা সেবার স্বচ্ছতায় .

বীমা সেবার স্বচ্ছতায় দ্রুত,গার্ডিয়ান লাইফের ই-রশিদ প্রদানের নিয়ম

প্রিয় বীমা গ্রাহক,

বিমা গ্রাহকের দ্রুত, নির্ভুল ও যুগোপযোগী সেবা প্রদানে গার্ডিয়ান লাইফ ইন্সুরেঞ্জ লিমিটেড সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ।

এই লক্ষে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ করতিপক্ষ একটি ডিজিটাল প্লাটফরম গড়ে তুলেছে জা ইউনিফাইড ম্যাসেজিং প্লাটফ্রম ( ইউএমপি ) নামে পরিচিত।ইউনিফাইড ম্যাসেজিং প্লাটফ্রম ( ইউএমপি )জীবন বিমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

এই  ইউনিফাইড মেসেজিং প্লাটফ্রম ( ইউএমপি)  এর মাধ্যমে বিমা গ্রাহক মোবাইল এস এম এস এবং অনলাইনের মাধ্যমে তাঁদের বিমা পলিসির সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে তাক্ষনিকভাবে জানতে পারবে। ১ মার্চ , ২০২২ থেকে কাগজে মুদ্রিত প্রিমিয়াম রসিদের ,

পরিবর্তে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ করতিপক্ষ ইউ এম পি নামক ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সকল বিমা গ্রাহকের ই –রসিদ (OR-Original Receipt/RR-Renewal Receipt/MR-Money Receipt) প্রদান করবে।ইউ এম পি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে যে কোন স্থান আপনি আপনার পলিসি নাম্বার প্রদান করে ই – রশিদ এবং পলিসি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।

গার্ডিয়ান লাইফ ইন্সুরেঞ্জ এর সুবিধাঃ

১) হেলথ কার্ড

২) মাসিক বেতন

৩) ত্রইমাসিক সুবিধা

৪) বাষিক সেল বোনাস

৫) দুই ঈদ বোনাস

৬) লোন সুবিধা ইত্যাদি ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

বাস্তব জিবনের কাহিনী ,মানুষের জিবনে অনেক কিছুই ঘটে থাকে যেমন আমার জিবনে অনেক কস্ট সহ্য করতে হয়েছে জা আমি হয়তো মৃত্যুর আগ মুহূর্ত ভুলতে পারবো না।