আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম হোয়াটসঅ্যাপের তিনটি অসাধারণ ট্রিকস।তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
১. সেভ ইউর ডাটা।
ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হওয়া এবং স্লো ইন্টারনেট আমাদের দেশের একটি বড় সমস্যা। এবং আমাদের মাঝেমধ্যেই এমন হয় যে ফোনে খুব কম এমবি থাকে এবং সেই সময় খুব জরুরী কাজ করার প্রয়োজন হয়।
তো আপনাদের কারো যদি whatsapp ব্যবহার করার সময় এরকম সমস্যা হয় তাহলে এই ট্রিক্স টি আপনাদের খুব উপকার করবে।
এই ট্রিক্স টি ব্যবহার করলে আপনাদের whatsapp ব্যবহার করার সময় খুব কম এমবি খরচ হবে। তো চলুন এবার দেখে নেই কিভাবে সেই ট্রিক্স টি চালু করবেন।
তো প্রথমে আপনারা আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন।
- তারপর ওপরে ডানদিকে থ্রি ডট এ ক্লিক করুন।
- তারপর সেটিং এ প্রবেশ করুন।
- তারপর storage and data তে প্রবেশ করুন।
- তারপর এই তিনটিতেই একে একে ক্লিক করবেন এবং
এইগুলোতে টিক দেওয়া থাকবে সেই টিকগুলো তুলে নিবেন এবং ওকেতে ক্লিক করবেন।
তারপর ফটো আপলোড কোয়ালিটিতে ক্লিক করবেন।
- এবং ডাটা সেভার সিলেক্ট করে দিবেন।
ব্যাস কাজ শেষ। এবার থেকে আপনি whatsapp ব্যবহার করলে আগের থেকে অনেক কম এমবি খরচ হবে।
২. সার্চ করুন ওল্ড চ্যাট।
আপনি আপনার বন্ধুদের সাথে প্রতিদিন অনেক কথা বলেন। আপনাদের চ্যাট লিস্টে অনেক হাজার হাজার মেসেজ জড়ো হয়ে গেছে।
এখন মনে করেন অনেক পুরনো কোন একটি চ্যাট আপনার প্রয়োজন। সেক্ষেত্রে আপনি এখন কি করবেন?
নিশ্চয়ই আপনি আপনার চ্যাট গুলো রিভিশন দিবেন। এতে আপনার অনেক সময় খরচ হবে। এমন যদি হতো যে মাত্র এক ক্লিক করেই আপনি আপনার সেই প্রয়োজনীয় চ্যাটটি খুঁজে পেতেন তাহলে কেমন হতো।
হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে সেই ট্রিক্স টিই শেয়ার করব। তো সেটি করার জন্য আপনি প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন।
- এবং সার্চ বাড়ে ক্লিক করুন।
- তারপর আপনি যেই মেসেজটি খুজতে চান সেই মেসেজটি সার্চ করুন। এবং সেই মেসেজটিতে প্রবেশ করুন।
- তাহলে আপনি সেই মেসেজটি পেয়ে যাবেন।
তো এইভাবেই আপনারা আপনাদের প্রয়োজনীয় ম্যাসেজ খুব সহজেই খুঁজে পাবেন।
৩. হোয়াটসঅ্যাপে সবচেয়ে কাছের বন্ধুদের দেখুন।
whatsapp ব্যবহার করার পর থেকে আমরা হাজার হাজার মানুষের সাথে কথা বলে থাকি। এর মধ্যে থেকে কারো সাথে খুব অল্প কথা বলি এবং কারো সাথে সব সময় কথা বলতেই থাকি।
তো আপনি যদি দেখতে চান যে সবচেয়ে বেশি কার সাথে কথা বলেছেন তাহলে খুব সহজেই তা দেখে নিতে পারবেন।
এছাড়াও আপনি কোন মানুষকে কত বেশি ফাইল হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন সেটাও দেখতে পারবেন। তো চলুন দেখা যাক সেটা কিভাবে করবেন।
অবশ্যই প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে।
- তারপর ওপরে ডান দিকে ক্লিক করবেন।
- এবং সেটিং এ প্রবেশ করুন।
- তারপরে স্টোরেজ এন্ড ডাটাতে প্রবেশ করুন।
- তারপর ম্যানেজ স্টোরেজে প্রবেশ করুন।
- তারপরে আপনি সিরিয়াল অনুযায়ী দেখতে পাবেন যে কার সাথে কত বেশি ফাইল শেয়ার করেছেন এবং কত বেশি কথা বলেছেন।
তো এই ছিল আজকের কিছু ট্রিকস। দেখা হবে পরবর্তী আবার কোন নতুন টিপস এন্ড ট্রিকস টিউটোরিয়ালে। ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.