জাভা মোবাইল বাটন ফোনের জন্য অসাধারণ তিনটি ট্রিকস

আস্সালামুআলাইকুম আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো, আছি তাই আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আশাকরি সকলে মনোযোগ সহকারে পড়বেন।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আজকের পোস্ট এর বিষয় হচ্ছে জাভা মোবাইল বাটন ফোনের জন্য অসাধারণ ৩ টি ট্রিকস। যা আপনার অনেক কাজে আসতে পারে।

ট্রিক-১ ( জাভা ফোন দিয়ে মুভি ডাউনলোড করুন )

Bangabandhu Browser/opera Mini 4.21 এর ডাউনলোড স্পিড ​​8 বা 9kbps থাকবে।তখন যে ফাইল ডাউনলোড হইতাছে ওই ফাইল Stop করুন এবং Continue করুন।

তরপর পারমিসন চাইবে সেখানে yes এ ক্লিক দিবেন। দেখবেন kb বাড়ে না। মানে ডাউনলোড হইতাছে যে ফাইল ওটা আটকে আছে। আপনি যদি নিচে/উপরে/ডানে/বামে ক্লিক করেন।

তাহলে অল্প ডাউনলোড হবে। এই পদ্ধতি ঘুমানোর আগে করে ঘুম দিয়ে সকালে উঠে একটা বাটন ক্লিক করবেন তাহলে ডাউনলোড হবে।

তবে এরকম করা অবস্থায় download window মানে যেখানে ডাউনলোড হয় ওখান থেকে বের হয় যাবে না। বের হলে পদ্ধতি কাজে লাগবে না।

ট্রিক-২ ( জাভা মোবাইল ফোন দিয়ে খুব সহজে স্কিনশট নিন )

আমি আজকে আপনাদের সাথে এমন একটি অপেরামিনি শেয়ার করতে যাচ্ছি। যেটা দিয়ে কোনো রকম error ছাড়াই স্কিনশট নিতে পারবেন।

প্রথমে অপেরা মিনিটা ডাউনলোড করে ইনস্টল করুন। এবার অপেরা মিনি অপেন করে * বাটনে চাপ দিন। পারমিশন চাইবে পারমিশন দেন।এবার আপনার মেমোরিতে যেয়ে দেখেন স্কিনশট হয়ে গেছে।

অপেরা মিনির ডাউনলোড লিংক Website link এই সাইটে পেয়ে যাবেন।

ট্রিক-৩ ( জাভা মোবাইল ফোনে 2yx থেকে কি ভাবে ভিডিও দেখবেন )

অনেকরাই 2yx থেকে ভাষা বদলাতে পারেন না বা ভিডিও ডাওনলোড করতে পারেন না অথবা অনলাইনে ভিডিও দেখতে পারেন না তাই আপনার প্রথম গুগল এ গিয়ে খুজবেন 2yxa.en তারপর ওয়েবসাইটে যাবেন।

গিয়ে দেখবেন সাইট এর ভাষা ইংরেজিই আছে। তার পর যাবেন ভিডিও খুজতে খুজার পর যেই ভিডিও টা দেখতে যাবেন সেখানে যাবেন, প্রথমই দেখতে পারবেন যে ডাওনলোড ও ওয়াচ নামের দুটি অপসন আছে।

এগুলোতে চাপ দিবেন না ভিডিওর ওপর ডাইরেক চাপ দিবেন তার পর দেখবেন এখানে অনেক গুলো অপসন আছে।

এবার যদি আপনি ভিডিও অনলাইনে দেখতে চান তাহলে ওয়াচ অনলাইন (আর এস টি পি ) আছে এইটাই চাপ দিবেন। তার পর আপনার ইমেইল ঠিকানা চাবে এখানে আপনার ইমেইল লিখে ওকে তে ক্লিক দিবেন।

এরকম ভাবে ইমেইল দিয়ে ভিডিও কনভার্ট করবেন। কনভার্ট করার পর যেই লেখা টা আসবে এটাই চাপ দিলে ভিডিও লোড নিয়ে চলতে শুরু হবে।

একই ভাবে ভিডিও ডাওনলোড করতে হবে। ডাওনলোড এর জন্য দেখবেন কয়েকটি স্কিন দেওয়া আছে। এইখান থেকে যে কোনো একটি ডাওনলোড করবেন।

আশা করি জাভা মোবাইল বাটন ফোনের জন্য অসাধারণ ৩ টি ট্রিকস আপনাদের ভালো লেগেছে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ