আসসালামু আলাইকুম * সবাই কেমন আছেন আশাকরি সবাই ভালো আছে , আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ট্রিক নিয়ে হাজির হয়েছি ,
আশাকরি আমার এই ট্রিক থেকে আপনারা কিছু শিখতে পারবেন, তো চলুন মেইন কাজে যাই ট্রিক টি হলো: আপনার ব্যবহৃত মোবাইল ফোনের IMEI নাম্বার যেভাবে বের করবেন ।
এটা যে কোন স্মার্টফোন অথবা বাটন ফোন দিয়ে বের করতে পারবেন । তো প্রথমে আপনার ফোনে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করবেন *#06# ডায়াল করার পর তিনটি অপশন আসবে প্রথম অপশনে IMEI 1 লেখা থাকবে এতে 15 টি একটি সংখ্যার কোড থাকবে ।
২য় তে ICCID ¹ লেখা থাকবে এতে 20 টি একটি সংখ্যার কোড থাকবে কোডের শেষে একটি ইংরেজী অক্ষর থাকবে যেমন 0
8987689876543219807A এরকম থাকবে । এবং ৩য় নম্বারে IMEI 2 লেখা থাকবে এতে 15 টি অক্ষর থাকবে যেমন 35695847523219/01 এরকম থাকবে তো এই তিনটি অপশনে কোড গুলো হল আইএমইআই কোড এগুলো দিয়ে আপনার ফোনের অনেক কিছু চেক করতে পারবেন।
তো আজ এই পর্যন্ত থাকলো । আশা করি পরে আবার ভালো কিছু নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.