ব্রণ মুক্ত ফর্সা ত্বক কে না চায় ! ব্রণ নিয়ে অনেকেই চিন্তিত যে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো ..একে তো আয়নার সামনে দাড়িয়ে নিজের মুখ দেখে রেগে যান তারপর আবার ব্রণ এর উপর নক এর আচড়ানো অত্যাচার.. আসলে,, ব্রণ কোনো চমরোগ নয় এটি স্বাভাবিক ভাবেই বাইরের ধুলাবালি থেকে রোদ থেকে হয়.. তো কথা বাড়িয়ে লাভ নেই চলে আসি মেইন পয়েন্ট এ
এই সমস্যা থেকে পরিত্রাণ এর জন্য আপনি হয়তো অনেক টিপস খুজেছেন- অনেক কিছু ব্যবহার করেছেন কিন্তু ফল পাচ্ছেন না থাহলে আপনি আমার টিপস গুলো ইউজ করে দেখতেই পারেন.. নিচে
আমি ১ টা টিপস দিচ্ছি তাতে আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে তো চলুন দেখে নেওয়া যাক- ১ কাঁচা হলুদ: হলুদ এ আছে এন্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীর কে সুস্থ রাখে তার পাশাপাশি হলুদ এর পজেটিভ শক্তি ঘরের শান্তি বজায় রাখতে সাহায্য করে,
এছাড়াও ত্বকের যত্নে এর জুড়ি মেলা ভার, ব্যবহার প্রনালি : প্রথমে এক টুকরো হলুদ পরিষ্কার পানিতে ভালোকরে ধুয়ে নিবেন তারপর শিলপাটায় বেটে সমান ভাবে মুখে লাগিয়ে নেবেন শুকিয়ে যাওয়া পযন্ত অপেক্ষা করুন,
তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন এভাবে ২ দিন করতে পারেন সমস্যা থাকবে না । সতকতা : হলুদ শুকানোর সময় মুখে একটা টান টান ভাব আসে ।
তখন যদি আপনি মাথা ব্যথা অনুভব করেন,, সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ধন্যবাদ, জেআইটি আরনিং প্রোগ্রাম এর সাথেই থাকুন....
You must be logged in to post a comment.