পড়াশুনা ও গবেষণার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট।

১। futurepedia.io চারদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস এর জয়জয়কার। এতগুলো ওয়েবসাইটের নাম মনে রাখাও আসলে কষ্টকর।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

তাছাড়া কোনগুলো ফ্রি,কোনগুলো পেইড ;কোনগুলো সবচেয়ে জনপ্রিয়-এগুলোও আসলে আমরা জানি না।

এই সমস্যাগুলো সমাধান দেবে এই ওয়েবসাইটটি।এখানে গেলেই আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবগুলো টুলস-এর নাম পাবেন।

কাস্টমাইজ করে আপনার গবেষণার জন্য প্রয়োজনীয় টুলস বেছে নিতে পারবেন। 

২। Elicit

এখানে থাকা ১৭৫ মিলিয়ন রিসার্চ আর্টিকেল ঘেঁটে আপনার যেকোনো প্রশ্নের উত্তর মুহূর্তেই দিয়ে দেবে। লিটারেচার রিভিউ করার করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে।

এছাড়াও যেকোনো রিসার্চ আর্টিকেল এখানে আপলোড দিলে ; সেই আর্টিকেল সম্পর্কিত নানান প্রশ্নের উত্তর মুহূর্তেই পাওয়া যাবে।

এখন পর্যন্ত বলা যায়, মূলত হেলথ এবং মেডিকেল ব্যাকগ্রাউন্ডের জন্যই এটা বেশি উপকারী। 

১। typeset.io

রিসার্চ পেপার পড়ার সময় অনেক কিছু আমরা বুঝতে পারি না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস আপনাকে প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দেবে।

হয়তো আপনি জানতে চান এই গবেষণা পত্রটির প্র্যাকটিক্যাল কি implication রয়েছে ; এই AI টুলসটি মুহূর্তের মধ্যে আর্টিকেলটি এনালাইসিস করে মুহূর্তের মধ্যে তা জানিয়ে দেবে। 

২.wosonhj

লেটেস্ট আর্টিকেল কিংবা এমন কিছু আর্টিকেল থাকে যেগুলো কোন কৌশল অবলম্বন করেই ডাউনলোড করা যায় না। এই ওয়েবসাইটটি হচ্ছে আমাদের জন্য শেষ ভরসা।

সাইন আপ করবেন এবং প্রতিদিন এই ওয়েবসাইটে জাস্ট একবার করে ভিজিট করবেন। এতে করে আপনি কিছু পয়েন্ট পাবেন ; যেগুলো দিয়ে প্রিমিয়াম আর্টিকেল ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

মজার বিষয় হচ্ছে- আপনি হেল্প 4-5 মিনিটের মধ্যেই কেউ না কেউ আর্টিকেলটি পাঠিয়ে দেবে। Science hub Mutual Aid community এর মাধ্যমে যেকোনো রিসার্চ আর্টিকেল ডাউনলোড করা যাবে।

এটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি ; যেটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি।

৩.Anna's Archive

Z-library এর বিকল্প ওয়েবসাইট;যেখানে ৮ কোটি রিসার্চ আর্টিকেল, ১ কোটিরও বেশি বই , লাখ লাখ ম্যাগাজিন এবং আরো অন্যান্য ডকুমেন্ট রয়েছে।

৪. ChatGPT সবচেয়ে আগেই আপনাকে চলে যেতে হবে, chat.openai.com ওয়েবসাইটে।আপনারা Log in এবং Sign up এর option গুলো দেখবেন।

আপনাকে সরাসরি Sign up-এর মধ্যে click করতে হবে।তাড়াতাড়ি একাউন্ট তৈরি করার জন্যে Continue with google বা continue with Microsoft account-এর অপশনে click করতে পারেন।

এতে, Google বা Microsoft account-এর ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই চ্যাটজিপিটির একাউন্ট তৈরি হয়ে যাবে।

তবে চাইলে, সরাসরি email ID, mobile number এবং name দিয়ে একটি একাউন্ট বানিয়ে নিতে পারবেন।

মনে রাখবেন, দুটো ক্ষেত্রেই ChatGPT-র দ্বারা আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে।

সরাসরি সেই ভেরিফিকেশন কোডটি দেখে নিয়ে স্ক্রিনে দেখানো বক্সে জমা দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করুন।

একাউন্ট তৈরি করার পর এখন সরাসরি আপনারা ChatGPT-এর প্রধান ওয়েবপেজটি দেখতে পারবেন।ChatGPT-র প্রধান পেজে আপনারা একেবারে নিচের দিকে একটি বাক্স দেখতে পারবেন যেখানে আপনি ইংরেজি বা বাংলাতে প্রশ্ন লিখতে পারবেন।

বাক্সে নিজের প্রশ্ন লিখে এন্টার প্রেস করলেই চ্যাটজিপিটি আপনাকে আপনার উত্তর দিয়ে দিবে।

তাহলে আশা করছি এখন আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন যে চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করবেন।

চ্যাটজিপিটির সুবিধা ও লাভ গুলো কি কি ?

এই AI chatbot-টি আমাদের কতটা কাজে আসবে এটা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলে এসেছে।

ChatGPT কিন্তু একটি ক্ষেত্রে আমাদের প্রচুর কাজে আসবেই এবং সেটা হলো মানুষের মতো কথোপকথন এর মাধ্যমে প্রশ্নের উত্তর পাওয়া।

আপনার মনেহবে আপনি একটি AI চালিত chatbot-এর সাথে না তবে একজন মানুষের সাথে কথা বলছেন।

আর এভাবেই একটি দারুন কথোপকথন এর সাথে আপনি নিজের প্রশ্নের একেবারে সঠিক উত্তর পেয়ে থাকেন।

ChatGPT-এর সব থেকে অধিক সুবিধা বা লাভ এটাই যে এখানে আপনারা নিজের প্রশ্নের সঠিক জবাব সরাসরি পেয়ে থাকেন।

আপনার সার্চ করার প্রশ্নের সিধা উত্তর আপনাকে দেওয়া হবে এবং সেই উত্তর আপনি কিভাবে পেতে চান সেটাও আপনার হাতেই থাকছে।

আপনি নিজের প্রশ্নের শর্ট উত্তর বা একেবারে বিশদ সমাধান যেভাবে খুশি সেভাবেই পাবেন।আপনি এখান থেকে blog article structure, YouTube script, poem, story, application, tutorial ইত্যাদি যেকোনো বিষয়ের সমাধান পেতে পারেন।

ChatGPT ব্যবহার করা সহজ এবং আপনার কোনো অতিরিক্ত সেটআপ এর প্রয়োজন হয়না।

নিজের কম্পিউটার দিয়েই এর ব্যবহার করা যাবে।চ্যাটজিপিটি, প্রশ্নগুলির উত্তর অনেক দ্রুত ভাবে পাওয়ার একটি অনেক ক্ষমতাশালী প্রযুক্তি।

এর সাহায্যে ব্যবহারকারীরা দ্রুত প্রশ্নের উত্তর পেতে পারবেন এবং তাদের প্রয়োজন হিসেবে সমস্যা সমাধান পেতে পারবেন।

হলো একটি বৃহত্তর ভাষা মডেল, সুতরাং একে যেকোনো বিস্তারিত বাক্য বা প্রশ্ন জিজ্ঞাসা করলে, এটি সঠিক উত্তর দেওয়ার জন্য সক্ষম হয়।

এই পরিষেবা আপনারা সম্পূর্ণ ফ্রি ভাবে ব্যবহার করে এর লাভ নিতে পারেন। এর জন্যে আপনাকে কোনো টাকা দিতে হবেনা।

তবে, ফ্রি মাধ্যমে আপনারা সীমিত সময়ের জন্যে এর ব্যবহার করতে পারবেন। 

৫।Diagram. net,creatly,Canva,mindmup)

এই অংশগুলোতে অনেক সময় ডায়াগ্রাম বা চিত্র আঁকতে হয় । মাইক্রোসফ্ট ওয়ার্ডে যদিও চিত্র অঙ্কন করা যায় , তবে সেটি সুন্দর হয়না ।

আপনারা চাইলে Diagram. net,creatly,Canva এই ওয়েবসাইট গুলো থেকে মুহূর্তেই কাঙ্খিত ডায়াগ্রাম তৈরি করে নিতে পারবেন।

৬। Researchrabbitapp/Connnectedpaper

যেকোনো রিসার্চ আর্টিকেল এখানে আপলোড দিলে অটোমেটিক সিমিলার লিটারেচার সাজেস্ট করবে এবং সেগুলোর real-time এনালাইসিস পাওয়া যাবে ।

এছাড়াও প্রত্যেকটা গবেষণায় ব্যবহৃত রেফারেন্সগুলোর সাইটেশন এনালাইসিস etc. ফিচার আছে। আমি লিটারেচার রিভিউ করতে গেলেই এই ওয়েবসাইটগুলো নেড়েচেড়ে দেখি। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ