আপনার হেডফোনের ভলিউম কত জোড়ে হওয়া উচিত জেনে নিন

হেডফোনে গান শুনতে কার না ভালো লাগে? কিন্তু আপনি কি জানেন অতিরিক্ত উচ্চ শব্দে হেডফোন ব্যবহার করে আপনি নিজেই নিজের ক্ষতি করছেন।

তাই হেডফোন ব্যবহারের আগে আপনার জানা উচিত আপনার হেডফোনের ভলিউম কত জোড়ে হওয়া উচিত।

হেডফোনের ভলিউম কত জোড়ে হওয়া স্বাভাবিক

আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ সময়ই আমরা হেডফোন ব্যবহার করে থাকি। আমরা অনেকেই উচ্চ শব্দে কানে হেডফোন ব্যবহার করে থাকি।

এতে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেমন: কানে ব্যথা,কানে ইনফেকশন,শ্রবণ ক্ষমতা হ্রাস ইত্যাদি। এছাড়াও হেডফোন ব্যবহারে শব্দ সরাসরি আমাদের কানে যায়। এতে মস্তিষ্কে বিরাট ক্ষতি হতে পারে।

আমরা অনেকেই জানিনা আমাদের হেডফোনের ভলিউম কত জোড়ে হওয়া উচিত। সাধারনত 70db শব্দ আমাদের কানের কোন ক্ষতি করে না।

তবে 75db বা তার বেশি মাত্রার শব্দ কানে ভেতরে ক্ষতি করতে পারে। তাই হেডফোন ব্যবহারে সচেতন হোন এবং অন্যকেও সচেতন করুন।

প্রতিদিন কত সময় হেডফোন ব্যবহার করবেন

হেডফোন ব্যবহারে বিভিন্ন অসুবিধাগুলো জানার পর এখন নিশ্চই প্রশ্ন করতে পারেন তাহলে কি হেডফোন ব্যবহার করবো না? হ্যাঁ অবশ্যই করবেন। তবে নিয়ম মেনে।

গবেষনায় জানা গেছে হেডফোনের শব্দ স্বাভাবিক মাত্রায় রেখে  প্রতিদিন নিয়ম মেনে কমপক্ষে একঘন্টা হেডফোন ব্যবহার করলে কানের উদ্দেশ্যমূলক কোন ক্ষতি হয় না।

তাই আমাদের উচিত দৈনিক একঘন্টার বেশি হেডফোন ব্যবহার না করা।

শেষ কথা,

আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার হেডফোনের ভলিউম কত জোড়ে হওয়া উচিত এবং কত সময় হেডফোন ব্যবহার করবেন। ধন্যবাদ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles