জাভা ফোন দিয়ে প্রশ্ন-উওর দিয়ে এবং রেফার করে ইনকাম করুন।

অনেকেই ভাবে যদি জাভা ফোন দিয়ে ইনকাম করা যেত কতই না ভালো হতো।আজ আমি তেমনি কয়েকটি সাইট নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম।আজ আমি তিনটি সাইটের কথা বলবো।

যথা: 1.Q2ans.com 2.Ask-answer 3.My Duranta এইসব সাইট সম্পর্ক নিচে আলোচনা করা হলো: 1.Q2ans.com:এই সাইটে তোমরা প্রশ্ন করে এবং উওর দিয়ে ইনকাম করতে পারবে।

এই সাইটে প্রতি প্রশ্নে 1 পয়েন্ট এবং প্রতি উওরে 2 পয়েন্ট।কেউ যদি সর্বোচ্চ হিসেবে নির্বাচন করে তাহলে 3 পয়েন্ট।

এই ভাবে এক হাজার পয়েন্ট এ 200 টাকা করে দেই। সেই টাকা বিকাশে,নগদে ইত্যাদি মাধ্যমে তুলতে পারবে টাকা। 2.Ask-answer:তোমরা এই সাইটেও খুব সহজে প্রশ্ন করে এবং উওর দিয়ে ইনকাম করতে পারবে।

আপনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করলে পাবেন ১ (এক ) পয়েন্ট৷

আপনি কোন প্রশ্নের উত্তর দিলে পাবেন ৫ (পাঁচ) পয়েন্ট৷আপনার দেওয়া কোন উত্তর নির্বাচিত হলে পাবেন বোনাস হিসেবে এক পয়েন্ট৷ এভাবে আপনি পয়েন্ট অর্জন করতে করতে যখন আপনার একাউন্টে ১০০০ (এক হাজার) পয়েন্ট জমা হবে তখন আপনি পাবেন ১০০ টাকা ৷

এই টাকা আপনি নিতে পারবেন বিকাশ, নগদ অথবা ফ্লেক্সিলোডের মাধ্যমে ৷ বিশেষ দ্রষ্টব্যঃ আপনি চাইলে দুটি একাউন্ট খুলতে পারেন ৷

একটি থেকে প্রশ্ন করবেন আর অন্যটি থেকে উত্তর দিতে পারবেন ৷তবে প্রতিটি প্রশ্ন হতে হবে ইউনিক এবং উত্তর দিতে হবে কপি মুক্তভাবে ৷

টাকা ইনকামের শর্তাবলীঃ

১) প্রতিমাসে কেবল ১ বার ১০০ টাকা পাবেন ৷প্রতি মাসে ১০০০ এর বেশি পয়েন্ট বা কম পয়েন্ট চলতি মাসে কিংবা পরবর্তী মাসে হিসেবের মধ্যে ধরা হবে না ৷

২) শুধু উত্তর দিয়েই পয়েন্ট অর্জন করা যাবে না ৷প্রশ্ন এবং উত্তর দিয়ে পয়েন্ট অর্জন করতে হবে৷ এক্ষেত্রে প্রতিমাসে কমপক্ষে ৫০ টি প্রশ্ন করতে হবে ৷

৩) প্রতিটি প্রশ্ন করার জন্য পাবেন ১ পয়েন্ট এবং অন্যের প্রশ্নের উত্তর দিলে পাবেন ৫ পয়েন্ট ৷ এছাড়া মাঝে মাঝে বোনাস পয়েন্ট পাবেন ৷

৪) একই মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে দুটি একাউন্ট চালালে যেকোন একটি একাউন্টের জন্য টাকা পাবেন৷দুটি একাউন্টের জন্য টাকা পাবেন না ৷

৫) তবে ইচ্ছে করলে আপনি দুটি একাউন্ট চালিয়ে দুটির জন্যই টাকা পেতে পারেন৷এজন্য দুটি আলাদা আলাদা ফোন থেকে দুটি একাউন্ট চালাতে হবে ৷অথবা একটি ফোন ও একটি কম্পিউটার থেকে দুটি একাউন্ট চালাতে হবে ৷

অথবা একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ এর মাধ্যমে দুটি একাউন্ট চালাতে হবে৷অথবা একটি ল্যাপটপ ও একটি কম্পিউটারের মাধ্যমে দুটি একাউন্ট চালাতে হবে ৷

৬) প্রতিটি প্রশ্ন হতে হবে ইউনিক ৷ এছাড়া কোন প্রশ্নে যদি বানান ভুল থাকে বা বিভাগ ভুল থাকে এবং কোন সদস্য সতর্ক করে তাহলে সেই প্রশ্নের জন্য ১ পয়েন্ট, মাস শেষে মোট অর্জিত পয়েন্ট থেকে বাদ দেওয়া হবে ৷

৭) প্রতিটি উত্তর দিতে হবে বাংলায় এবং হতে হবে মানসম্মত ও অধিক তথ্যবহুল ৷ এছাড়া এক কথায় বা সংক্ষেপে কোন প্রশ্নের উত্তর দেওয়া যাবেনা ৷

কোন সাইট থেকে হুবহু কপি করে উত্তর দেওয়া যাবেনা ৷একান্তই যদি কপি করার প্রয়োজন হয় তাহলে কিছু কিছু বিষয় বা লাইন পরিবর্তন করে দিতে হবে৷ আর শেষে সূত্র হিসেবে সেই উত্তরটির লিংক দিতে হবে ৷

৮) আপনার উত্তর দেওয়ার পরে যদি অন্য কেউ উত্তর দেয় এবং সেটি প্রশ্নকর্তা বা প্রশাসন কর্তৃক সর্বোত্তম হিসাবে নির্বাচিত হয় তাহলে সেই উত্তরের জন্য অর্জিত ৫ পয়েন্ট, মাস শেষে মোট অর্জিত পয়েন্ট থেকে বাদ দেওয়া হবে ৷

৯)সদস্য হিসেবে অবশ্যই আপনার ইমেইল যাচাই করে নিতে হবে ৷এছাড়া প্রোফাইলে সঠিক মোবাইল নং সহ সব তথ্য দিতে হবে৷ব্যক্তিগত বার্তা চালু রাখতে হবে এবং দেয়ালপোস্ট চালু রাখতে হবে ৷যাতে প্রশাসন যেকোন সময় যোগাযোগ করতে পারে৷কোন কিছু বুঝতে সমস্যা হলে বা জানার থাকলে প্রশাসক কে মেসেজ দিয়ে জানাবেন ৷

১০) এই অফার কেবল সাধারণ সদস্যের জন্য প্রযোজ্য হবে ৷কোন বিশেষ সদস্য বা প্রশাসনের কেউ এই অফারের আওতায় আসবে না ৷

বিশেষ দ্রষ্টব্যঃপ্রশাসক উপরোক্ত শর্তাবলী যেকোন সময় পরিবর্তন,পরিবর্জন কিংবা পরিবর্ধন করতে পারবেন৷ 3.My Duranta:My Duranta" নিঃসন্দেহে একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ।

আপনার আমার সবার আস্থার জায়গা, নো ইনভেষ্ট ইনকাম সাইড। একাউন্ট খুললেই পাবেন 150 টাকা।

প্রথমবার ১৫০ টাকা ক্যাশইন করলে ৫০ টাকা বোনাস (১৫০+১৫০+৫০=৩৫০) প্রথমবার যোকোনো অফার রিচার্জে ৩০ টাকা স্বাগতম বোনাস।

প্রতি রেফারে ৬০ টাকা মাত্র ৭জনকে এক্টিভ রেফার করে গড়ে তুলতে পারেন লক্ষ টাকার বিজনেস।

১০০ টাকা এক্টিভেশন বোনাস কমিশন হলে মোবাইল রিচার্জ। ৫০০ হলে উইথড্রো। যারা যারা মাই দুরন্ত থেকে আনলিমিটেড ইনকাম করতে চান, স্থায়ী একটা লাইফটাইম ক্যারিয়ার গড়তে চান।

নিচের দেওয়া লিংককে অ্যাকাউন্ট করুন https: //myduranta.com/reg.php?ref_id=D127878R আপনি রেফার করে টিম তৈরি করে 8 জেনারশন পর্যন্ত ইনকাম করতে পারবে।

শুধু তোমাকে 2-6 মাস ধৈয্য ধরে কাজ করতে হবে তাহলেই লক্ষ টাকার বিজনেস তৈরি করতে পারবে।

আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন খোদা হাফেজ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Morsalin13 - Apr 15, 2023, 8:16 AM - Add Reply

Copy Post. Admin Kothay? Tricksbd.Wapkiz.Mobi Te Ei 3ta Post Ase. Ogulo Copy Kore Paste Korse

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles