মাত্র ১০,৪৯৯ টাকায় বেস্ট স্পেসিফিকেশন এবং ৫২ মেগাপিক্সেল ক্য়ামেরা নিয়ে বাংলাদেশ মার্কেটে হাজির হলো Symphony Z60 ,থাকছে বিস্তারিত,
Symphony Z60 ফোন এ থাকছে 6.6 Inch HD+ রেজোলিউশন এর 90 hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে । ডিসপ্লেটিতে মাঝখানে থাকছে একটি Punch Hole কাটাউট ।
Symphony Z60 ফোনটিতে পিছনে থাকছে দুইটি ক্যামেরা । মেইন সেন্সর হলো 52 Megapixel এবং সাথে থাকছে 2MP এর একটি Depth সেন্সর। সামনে In Display Punch Hole এর মধ্যে থাকছে একটি 8 Megapixel এর ক্যামেরা ।
এই ফোনটিতে রয়েছে Side Mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা যথেষ্ট ফাস্ট এবং একুরেট । Performance Section এ ফোনটিতে রয়েছে পাউয়ারফুল Unisoc T606 অক্টা কোর প্রসেসর।
সাথে থাকছে 4 GB Ram এবং 64 Gb Storage এতে সর্বোচ্চ 256 GB পর্যন্ত SD Card লাগানো যাবে ।
অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকছে Android 12 . ফোনটি 4G supported . এতে Dual Nano সিম লাগান যাবে ।
মাত্র ১৯০ গ্রাম এর Symphony Z60 ফোনটিতে থাকছে 5000 MAH এর ব্যাটারি এবং থাকছে 18 watt এর চারজিং সিস্টেম ।বক্সে থাকছে চার্জার ।
ফোনটিতে মোটামুটি সব ধরণের সেন্সর উপস্থিত এবং সাথে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক ।
ফোনটির দুইটি ভারিয়ান্ট দেশের বাজারে লঞ্চ হয়েছে। এগুলোর দাম রাখা হয়েছে যথাক্রমেঃ 3 GB/64 Gb 9,999 bdt 4 Gb/64 Gb 10,499 bdt
You must be logged in to post a comment.