এসএসসি পরিক্ষার্থীদের জন্য একমাসে সিলেবাস শেষ (১০০%) A+ পাবেন

আমরা এসএসসি পরিক্ষার্থী তাই না। তাহলে অবশ্যই বুঝার ক্ষমতা আছেন। কিন্তু আমার মনে যে তোমাদের বুঝার ক্ষমতাটা নেই। যার কারনে তোমার সবাই একটি কমন ভুল করো।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আর ভুলটি হলো তোমরা কেউই ঠিক মতো একটি সুনির্দিষ্ট পড়ার রুটিন তৈরি করো না। শুধু এক লাইনে পড়ে থাকো। না এইটা ঠিক না।

তোমাদের সর্বপ্রথম কাজই হলো আগে একটি সুনির্দিষ্ট রুটিন তৈরি করা। এখন অনেকে আছে রুটিনও তৈরি করতে পারে না। তাহলে এখন তারা কি করবেন।

তাদের এখর কিছু না শুধু নিচের থেকে রুটি বানানোর নিয়ম টা দেখলেই হবো। আর যারা পারো তাদের না দেখলেও হবে।

কিন্তু রুটিন কিন্তু কোনো রকম ভাবে বানালেই হবে না। কারন তুমি এই রুটিন এর উপর পড়তে বসবে। নিজের কাজ সম্পুর্ন করবেন এই রুটিন এর উপর। 

কিভাবে পরিক্ষার জন্য একটি ভালো রুটিন তৈরি করবো

এখন তোমাদের আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে তুমি কোন কোন বিষয় ভালো পারো আর কোন কোন বিষয় তেমন ভালো পারো না।

তারপর তোমাকে তোমার সময় এর কথা চিন্তা করতে হবে। তুমি কোন সময় পড়তে বসলে ভালো বুঝতে পারো সেই সময়টা তোমার নিদিষ্ট করতে হবে। 

এখন যদি তোমাদের একটি রুটিন দেখাই তাহলে তোমারা ভালো বুঝতে পারবে। এই রুটিন টি আসলে আমার। আমি এই রুটিন অনুযায়ী পড়াশোনা করে থাকি। 

দেখো আমি কি করি। যেহতু আমি বিজ্ঞান বিভাগে এর ছাএ তাই আমার রুটিন টা একটু অন্য রকম হবে। 

দেখো আমরা মাসে ৩০দিন সময় পাই এবং তার মধ্যে ৪ সাপ্তাহ পাই। এখন আমাদের রুটিনটি হবে সাপ্তাহিক রুটিন। এখন আমাদের সাপ্তাহ তে ৭দিন থাকে আর প্রতি দিনে আমরা ২৪ঘন্টা পাই।

তার মধ্যে ঘুম, খাওয়া দাওয়া, গোসল ইত্যাদিতে আমাদের ১৪ঘন্টা এইভাবেই চলে যায়। এখন বাকি থাকে ১০ঘন্টা মাএ।

এখন কি ১০ঘন্টাই আমরা পড়বো। এখন তোমাদের যদি A+আনার ইচ্ছা থাকে তাহলে তো কষ্ট করতেই হবে। এখন আমার রুটিন টা দেখো :-

   বার        6.00pm    7.30pm  9.00pm ( বাকি সময়)

১.শনিবার / বাংলা   -   ইংরেজি  -  তথ্য  -    সকল স্যার এর বাড়ির কাজ।

২.রবিবার / উচ্চতর -   পদার্থ  - রসায়ন  -   ALL H.W

৩.সোমবার /উচ্চতর  -  পদার্থ - রসায়ন  -   ALL H.W

৪.মঙ্গলবার /জীব  -     রসায়ন  - তথ্য    -   ALL H.W

৫.বুধবার /বাংলা  -  ইংরেজি  -   জীব    -    ALL H.W

৬.বৃহস্পতিবার / নিজেকে নিজে পরিক্ষা করি 

৭.শুক্রবার / বন্ধ 

 তো বন্ধুরা এটা হলো আমার রুটিন। তোমার হয় ত লক্ষ করেছো আমার রুটিনের মধ্যে রসায়ন তিন দিন আছে। এটার মানে কি আমি রসায়ন তেমন বুঝতে পারি না তাই এটার পিছনে সময় দেই।

এভাবে তোমরাও যেই বিষয়টি পারো না সেই বিষয়টির প্রতি সময় বেশি দেও। তার দেখবে ৪দিন একেবারে পড়ার পর আমি নিজেকে নিজের মতো করে পরিক্ষা করি।

এখন আমি এতো দিন কি পড়েছি তার যদি কিছু না বুঝতে পারি তাহলে তো হবে না। তাই নিজে কে পরিক্ষা করে দেখি যে আমার পড়ার অবস্থা কেমন।

তারপর একদিন নিজের মতো করে নিজেকে সময় দেই। এখন সারাদিন তো আর পড়ক যায় না। আর কলেজ থেকে যেই সকল বাড়ির কাজ পাই তা তো অবশ্যই শেষ করতে হয়।

তোমারা যদি এইভাবে নিজের রুটিন বানাও তাহলে আমি নিজে guarantee দিয়ে বলতে পারবো তোমার ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না। ১মাসের মধ্যেই তুমি বুঝতে পারবে তোমার পড়া লেখা অবস্থা কেমন। 

সামনে তোমাদের পরিক্ষা তাই তোমরা হয় তো এখন শুধু  suggestion খুঁজছো। কিন্তু কোনো লাভ হবে না। কারন মনে রাখবে বোর্ড এর প্রশ্ন বই এর বাইরে থেকে আসে না।

তাই বই ভালো করে পরলে আর কিছুর প্রয়োজন হয় না। আর মোবাইলটা পারলে পরিক্ষার পর আবার চালানো শুরু কইরো। এখন বন্ধ রাখো।

কারন একটা ছোট নোটিফিকেশন তোমার এক ঘন্টা এইভাবেই শেষ করে দিতে পারে। পারলে একা পড়ার চেষ্টা করো। নিরবে কোনো শব্দ ছাড়া।

তাহলে ভালো বুঝতে পারবে। আমি তো আমার সময় এখানে বলে দিয়েছি তোমরা তোমাদের সময় অনুযায়ী রুটিন তৈরি করবে। দোয়া রইলো তোমাদের জন্য । ভালো থাকো আর পড়াশোনা মন দেও। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
MD Iqramul Islam - Apr 9, 2023, 6:34 PM - Add Reply

এখনোও কি পে করে?

You must be logged in to post a comment.
Jo5y - Apr 16, 2023, 8:37 PM - Add Reply

Hm

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

Hello geys i am Masud sarder.