কোন সফটওয়্যার ডাটা যেভাবে ক্লিয়ার করবেন। অনেক সময় সফটওয়্যার বা ফোন এর সম্পর্কে না জানার কারণে আমাদের ফোনে আনকমন কিছু আইকন চলে আসে কোন ভাবেই আইকন টি সরানো যায় না এই অবস্থায় আপনার করনীয়?
সফটওয়্যার ডাটা বা আইকন মুছে ফেলার নিয়ম
সফটওয়্যার ডাটা ক্লিয়ার করার নিয়ম। ফোনে ভুল করে যদি কখনো কোন আইকন দেখা যায়। অথবা ফোনে আনকমন কোনো সমস্যায় পড়েন মেটা অনেক চেষ্টা করেও সমাধান করতে পারছেন না তারা আমার এই ট্রিক্সটি অনুসরণ করতে পারেন আশা করি আপনার সমস্যা সমাধান হবে তো চলুন দেখে নেয়া যাক ফোনের গুরুত্বপূর্ণ সেটিংস ।
১. প্রথমে আপনার ফোনের সেটিংসে প্রবেশ করতে হবে। যেমন:
২.দুই নাম্বার এ আপনাকে ফোনের apps নামের একটি সেটিংসে দেখতে পাবেন সেখানে প্রবেশ করুন
ডাটা ক্লিয়ার করার দ্বিতীয় ধাপ
৩.তিন নাম্বার এ আপনাকে apps management নামে একটা অপশন পাবেন সেখানে প্রবেশ করতে হবে
সফটওয়্যার ডাটা ক্লিয়ার ৩য় ধাপ
৪. এখানে আপনাকে যে সফটওয়্যার বা যেই সফটওয়্যার আইকন মুছে ফেলার চেষ্টা করতেছেন সেটা সিলেক্ট করুন
ডাটা ক্লিয়ার করার জন্য সিলেক্ট করতে হবে
5. এই ধাপে আপনাকে ডাটা ক্লিয়ার করার জন্য
ফোর্স স্টপ সিলেক্ট করুন
এর পর নিচে ডাটা ইউজস অপশন পাবেন সেখানে প্রবেশ করুন
সিলেট ডাটা ইউজ
আপনার ডাটা ক্লিয়ার অপশন সিলেক্ট করুন
তার পর ডাটা ক্লিয়ার অপশন সিলেক্ট করে বাটা ক্লিয়ার করে নিন । এখন আপনার কাজ শেষ এখন হোম স্ক্রিনে গিয়ে দেখতে পাবেন আপনার আইকনটি মুছে গেছে ।
এভাবে আপনি যেকোনো সফটওয়্যার ডাটা বা আইকন মুছে ফেলতে পারবেন ।
You must be logged in to post a comment.