হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো।
অনেকে হয়তো কম টাকার মধ্যে একটি ভালো ফোন কিনতে চাচ্ছেন কিন্তু ভালো কোন ফোন খুঁজে পাছছেন না।
যদি আপনি 10 থেকে 12 হাজার টাকার মধ্যে একটি ভালো ফোন খুজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই।
আজকে আমি আপনাদের মাঝে ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে সেরা তিনটি ফোন নিয়ে আলোচনা করব।
তো চলুন বেশি বকবক না করে সরাসরি চলে যাই আজকের আর্টিকেলে।
১. প্রথমে যে ফোনটির কথা বলব সেটি হচ্ছে symphony innova 10
তো চলুন দেখে আসি ফোনটাতে কি কি থাকছে?
সংযোগ
>> ফোনটিতে থাকছে হাইব্রিড ডুয়াল ন্যানো সিম এবং নেটওয়ার্ক হিসেবে থাকছে 2G,3G,4G নেটওয়ার্ক সাপোর্ট। এবং সাথে থাকছে ওয়াইফাই এবং হটস্পট সাপোর্ট।
ডিসপ্লে
>> ফোন টিত থাকছে ৬.৬ ইঞ্চি এর একটি পান্স হোল ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে HD+ 1600 x 720 পিক্সেল।
ক্যামেরা
>> ফোনটির পিছনে রয়েছে ডুয়াল 52+2 মেগাপিক্সেল ক্যামেরা। যেটা দিয়ে সর্বোচ্চ আল্ট্রা এইচডি 4K (2160p) এ ভিডিও রেকর্ড করা যাবে।
>> ফোনটির সামনে রয়েছে 8 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা যেটা দিয়ে সর্বোচ্চ HD 1080p এ ভিডিও রেকর্ড করা যাবে।
ব্যাটারি
>> ফোনটিতে রয়েছে লিথিয়াম-পলিমার 5050 mAh এর একটি বিশাল ব্যাটারি সাথে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।
আরো যা যা রয়েছে
>> ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12।
>> ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে MediaTek Helio G35 (12 nm)।
>> ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Octa-core, 2.3 GHz এবং GPU হিসেবে রয়েছে PowerVR GE8320। ফোনটিতে আপনি সর্বস্ব ২৫৬ জিপি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
এবং ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছ সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আনলক।
ফোনটার ৪/৬৪ ভেরিএন্ট এর দাম ৳10,999(official) টাকা।
২. আজকে আর্টিকেলে দুই নাম্বারে যে ফোনটি রয়েছে সেটা হল symphony z60।
তো চলুন দেখে আসি ফোনটাতে কি কি থাকছে?
সংযোগ
>> ফোনটিতে থাকছে ডুয়েল ন্যানো সিম এবং নেটওয়ার্ক হিসেবে থাকছে 2G,3G,4G নেটওয়ার্ক সাপোর্ট। এবং সাথে থাকছে ওয়াইফাই এবং হটস্পট সাপোর্ট।
ডিসপ্লে
>> ফোন টিত থাকছে 6.52 ইঞ্চি এর একটি পান্স হোল ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে HD+ 1600 x 720 পিক্সেল। সাথে রয়েছে 90Hz রিফ্রেশ রেট।
ক্যামেরা
>> ফোনটির পিছনে রয়েছে ডুয়াল 52+2 মেগাপিক্সেল ক্যামেরা। যেটা দিয়ে সর্বোচ্চ আল্ট্রা এইচডি 4K (2160p) এ ভিডিও রেকর্ড করা যাবে।
>> ফোনটির সামনে রয়েছে 8 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা যেটা দিয়ে সর্বোচ্চ HD 1080p এ ভিডিও রেকর্ড করা যাবে।
ব্যাটারি
>> ফোনটিতে রয়েছে লিথিয়াম-পলিমার 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি সাথে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।
আরো যা যা রয়েছে
>> ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12।
>> ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে UNISOC T606 (12 nm)।
>> ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Octa-core, 1.6 GHz এবং GPU হিসেবে রয়েছে Mali-G57 MP1। ফোনটিতে আপনি সর্বস্ব ২৫৬ জিপি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
এবং ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছ সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আনলক।
ফোনটার ৩/৬৪ ভেরিএন্ট এর দাম ৳9,999(official) টাকা এবং ৪/৬৪ এর দাম ৳10,499 টাকা।
৩. আমাদের আর্টিকেলে তিন নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হল symphony z47।
তো চলুন দেখে আসি ফোনটিতে কি কি রয়েছে?
সংযোগ
>> ফোনটিতে থাকছে ডুয়েল ন্যানো সিম এবং নেটওয়ার্ক হিসেবে থাকছে 2G,3G,4G নেটওয়ার্ক সাপোর্ট। এবং সাথে থাকছে ওয়াইফাই এবং হটস্পট সাপোর্ট।
ডিসপ্লে
>> ফোন টিত থাকছে 6.6 ইঞ্চি এর একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে HD+ 1600 x 720 পিক্সেল। সাথে রয়েছে 90Hz রিফ্রেশ রেট।
ক্যামেরা
>> ফোনটির পিছনে রয়েছে ট্রিপল 52 মেগাপিক্সেল ক্যামেরা। যেটা দিয়ে সর্বোচ্চ আল্ট্রা এইচডি HD (1080p) এ ভিডিও রেকর্ড করা যাবে।
>> ফোনটির সামনে রয়েছে 8 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা যেটা দিয়ে সর্বোচ্চ HD 1080p এ ভিডিও রেকর্ড করা যাবে।
ব্যাটারি
>> ফোনটিতে রয়েছে লিথিয়াম-পলিমার 5030 mAh এর একটি বিশাল ব্যাটারি সাথে রয়েছে ১০ ওয়াটের ফাস্ট চার্জার।
আরো যা যা রয়েছে
>> ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12।
>> ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে UNISOC T606 (12 nm)।
>> ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে Octa-core, 1.6 GHz এবং GPU হিসেবে রয়েছে Mali-G57 MP1। ফোনটিতে আপনি সর্বস্ব ১২৮ জিপি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
এবং ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছ সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আনলক।
ফোনটার ৪/৬৪ এর দাম ৳11,499 টাকা।
আপনার বাজেট যদি ১০ থেকে ১২ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি এই আর্টিকেলের যে কোন একটা ফোন কিনতে পারেন আপনার পছন্দমত।
তো আছে টুকুই দেখা হবে পরবর্তী কোনো আর্টিকেলে। আরে আর্টিকেলে কোন ভুল হলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন।
Thank you
You must be logged in to post a comment.