আজকে আপনাদের সামনে এসেছি একটি টিপস নিয়ে।হুম সেটা অবশ্যই উপকারি।করে দেখবেন।
আপনার যেই স্মার্টফোন টি রয়েছে সেটার থিম কিন্তু আপনার কাছে চেনা জানা।আপনার এই থিম টি দিয়ে আপনি অনেক কিছুই করতে পারেন।কিন্তু দেখা গেলো আপনার আর এই থিমে কাজ করতে ভালো লাগছে না তখন আপনি চাইলেই নতুন একটু থীম এড করে নতুন ভাবে মোবাইলটা চালাইতে পারবেন।
থীম অনেক ধরনের রয়েছে।
তো এখন আপনার মনে এটা প্রশ্ন হতেই পারে যে এতো থীম তাহলে কোনটা ডাউনলোড দিবো???
তাহলে শুনেন,,গুগল অলে স্টোরে যখন আপনি আপনার প্রয়োজনীয় থিম টির জন্য সার্চ করবেন তখন অনেক গুলোই আসবে আপনার সামনে।
আপনি তখন একটা বিষয় লক্ষ করবেন যে কোন সফটওয়্যার টির বেশি ডাউনলোড এবং রেটিং বেশি।এবং প্লে স্টোরে সফটওয়্যার এর নিচে রিভিউ গুলো দেখবেন।সেগুলো দেখেই বুজতে পারবেন যে কোনটা কার্যকরী এবং কোনটা নয়।
এভাবেই আপনি আপনার প্রয়োজনীয় থিম টি পেয়ে যাবেন।
মনে করে আপনার যেই ফোন টি রয়েছে সেটার নাম সাওমি।এখন আপনি অনেক দিন থেকেই এই সাওমির থিম টা ইউজ করে যাচ্ছেন।তাই এখন আর এই থিম টা ভালো লাগছে না।তখন কী করবেন..?
তখন আপনার মোবাইলের থীম টি বদলে দিয়ে নতুন একটা থীম যেমন আই ফোনের থিন লাগিয়ে চালাইতে পারবেন।এতে আপনি অনেক উপকারী হবে।
যেমনঃ
১. আপনার ফোনে নতুন কিছু অপশন যোগ হবে যেগুলো আপনার সাওমীর থিমে ছিলো না।
২. আপনি আই ফোনের থীম টি এড করার প দেখবেন আপনার ফোন টি সম্পূর্ণ আই ফোনের মতো চলছে।ঠিক যেমন টা আই ফোনে থাকে।সেরকম টাই।
৩.এর ফলে আপনার ফোন টি অনেক স্মুথ ভাবে চলবে।কোনো প্রকার সমস্যা করবে না।
এছাড়াও আরো কিছু নতুন নতুন উপকারি সাইড আছে। যেগুলো আপনি ইউজ করলেই বুঝতে পারবেন।
আপনাকে এই সেটিংস টাকে চালূ করার জন্য কিছু নিয়ম মেনে কাজ করতে হবে।নিয়ম অনুযায়ী না সেট করলে দেখা যাবে কিছু টা সমস্যা হয়ে যাবে আপনার ফোনে।তখন আপনার ফোনে আপনার থীমটিই শুধু ইউজ করতে হবে।অন্য কোনো থীম তখন ইউজ করতে পারবেন নাহ।।
তো এর জন্য যা যা করতে হবে সেগুলো নিচে পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরা হলোঃ
১. প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে।
২. সেখান থেকে আই ফোন থীম লেখে সার্চ করতে হবে।
৩.তারপর আপনার সামনে অনেক গুলো সফটওয়্যার আসবে।অনেক গুলো আসবে।তখন আপনাকে দেখতে হবে যে কোন সফটওয়্যার এর রেটিং বেশি এবং কোন সফটওয়্যার টি বেশি ডাউনলোড করা হয়েছে।আপনি সেটাই ডাউনলোড দিবেন।
৪.ডাউনলোড এর পর আপনাকে এপস বা সফটওয়্যার এর ভিতরে ঢুকতে হবে এবং কিছু অপশন আপমার সামনে আসবে।যেগুলোকে অন করে দিতে হবে।
৪. অন করে দেওয়ার পর আপনার ফোনের সেটিংস এ ঢুকতে হবে।এবং সেখানে এসেসাবিলিটিস এ গিয়ে আন নোন অপশন থেকে কিছু অপশন আসবে।এবং আপনাকে সেগুলো অন করে দিতে হবে।।
অন করে দেওয়ার পর আপনি আপনার ফোনের থীমে যাবেন এবং সেখানে আপনার গোলের থিম টি অন করে দিবেন।
অন করে দিলেই আপনার ফোন টি অনেকটা আই ফোনের মতো কাজ করা শুরু করে দিবে।আপনি দেখবেন যে আপনার আগের থীম টি থেকে এটা সম্পুর্ন ভিন্ন এবং সেখানে কিছু নতুন অপশন চালু হয়েছে।
আর আপনি সেগুলো চালিয়ে মজা পাবেন
যখন আপনি আই ফোনের এই থীম টা চালু করবেন তখন আপনার ফোন টি আই ফোন রূপে কাজ করবে।আপনি আপনার ফোলের থিম টি আবার চালু করতে পাবেন।
এর জন্য আপনাকে আপনার ফোনের থিমে গিয়ে সেটা অন করে দিতে হবে।
আর আই ফোনের থিমের জন্য যেই সফটওয়্যার টি নামিয়েছিলেন সেটা অফ করে দিতে হবে।তাহলেই আপনার ফোন টি আগের মতো কাজ করবে।
তবে হুম কিছু সেটিং যেগুলো বলা হলো সেগুলো মেনে কাজ করবেন।যদি কিছু উলটা পালটা অন করে দেন বা অন্য কিভহু অন করে দেন তাহলে ফোনের জন্য সেটা হালকা ক্ষতিকর ও হতে পারে।
তবে দেখে শুনে যেভাবে উপরে নির্দেশনা অনুযায়ী দেওয়া হলো সেভাবে করলে কোনো সমস্যা হবে না।
থীম বিষয়ে কোনো প্রকার প্রশ্ন বা কিছু জানার থাকলে অবশ্যই আমাদের টা কমেন্টে জানাবেন।আমরা আমাদের সর্বাধিক চেষ্টা করবো যেন সঠিক তথ্য গুলো আপনাদের পেশ করতে পারি।
গুগল প্লে স্টোরে নতুন নতুন অনেক থীম রয়েছে।
সেগুলোর বিষয়ে কিছু জানার থাকলে আমদের জিজ্ঞাসা করবেন আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো।
এসব থিম সম্পর্কে সবাই খুব একটা বেশি জানে না।আপনি ইউজ করে দেখবেন।অবশ্যই সেটা আপনার কাছে ভালো লাগবে।
নতুন বিষয়ে ধারনা নিয়ে আমাদের জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
You must be logged in to post a comment.