গুগল ক্রোমে সেইভ করে রাখা পাসওয়ার্ড দেখার নিয়ম। জেনে নিন!

গুগল ক্রোমে সেইভ করে রাখা পাসওয়ার্ড  দেখার নিয়ম। জেনে নিন! আমরা কিন্তু  বর্তমান সময়ে বেশেরভাগ মানুষই যেকোন জিনিস গুগলে  সার্চ করতে হলে বা যেকোন একাউন্ট খোলতে হলে গুগল ক্রোম ব্যবহার করে থাকি।

তাছাড়া বিভিন্ন সময় কোনো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইন আপ বা একাউন্ট রেজিস্ট্রার করলে আমারা সেটির পাসওয়ার্ড গুগল ক্রোমে সেইভ করে রাখি যাতে কোনো সময় ওই সাইতে ঢুকার সময় এক ক্লিকেই এর পাসওয়ার্ড ইন্টার করে ঢুকতে পারি ।

কিন্তু আমরা অনেকেই জানি না আসলে গুগল ক্রোম ব্রাউজারে সেইভ করে রাখা এই পাসওয়ার্ড কোথায় থাকে বা কিভাবে দেখতে হবে। 

এটা দেখা গুরুত্বপূর্ণ কারণ আমরা  অনেক সময়  সাইটের পাসওয়ার্ড পাল্টাই কিন্তু সেটা সেইভ করি না , তখন কিন্তু আপনি আগের সেইভ করে রাখা সেই পাসওয়ার্ড ব্যবহার করে এক ক্লিকেই ঢুকতে পারবে না, আপনাকে এটি ঠিক করে ইডিট করে রাখতে হবে। 

 তাই সেজন্যই আজকের এই টিপস। 

✔️ কিভাবে গুগল ক্রোমে সেইভ করে রাখা পাসওয়ার্ড বের করব? 

1. গুগল ক্রোম ব্রাউজারে যান। 

2. উপরে থ্রি ডট বারে ক্লিক করুন। 

   ⬇

3. তারপর নিচে  setting এ ক্লিক করুন। 

   ⬇

4. তারপর passwords এ ক্লিক করুন। 

   ⬇

5. passwords এ ক্লিক করার পর আপনি আপনার সেইভ করে রাখা সব পাসওয়ার্ড দেখতে পাবেন। 

  ⬇

6. এবার আপনি যে ওয়েবসাইটের পাসওয়ার্ড দেখতে চান বা ইডিট করে রাখতে চান সেটিতে ক্লিক করুন।

7.ক্লিক করার পর আপনি সাইটের নাম,  ইমেইল এড্রেস বা  ইউজার নেইম এবং পাসওয়ার্ড দেখার অপশন দেখতে পাবেন। 

8. এবার পাসওয়ার্ড দেখতে হলে কিংবা সেটি ইডিট করতে হলে আপনাকে চোখের একটা চিত্র দেওয়া আছে সেটিতে ক্লিক করতে হবে,  সেটিতে ক্লিক করা হলে   আপনার পাসওয়ার্ড নিরাপত্তার জন্য কিন্ত আগে আপনাকে  আপনার মোবাইলে যে  লক দিছিলেন সেটি দিয়ে খুলতে হবে। এখন আপনি আপনার পাসওয়ার্ড ঠিক করতে হলে ঠিক করে done বাটনে ক্লিক করে রাখতে পারেন। ⬇

 

অথবা আপনি চাইলে সেটি ডিলেট ও করতে পারবেন,  উপরে দেওয়া ডিলেট বাটনে ক্লিক করলেই হবে। অথবা কপি করতে হলে কপি বাটনে ক্লিক করতে পারেন। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Md Mahamudul - Mar 7, 2022, 8:49 PM - Add Reply

Hello vai Apni Kemon acen?

You must be logged in to post a comment.
Alim - Mar 10, 2022, 7:07 AM - Add Reply

Alhamdulilah valo

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles