25 শে February 2022, এ রিলিজ হওয়া সামসাং এস ২২ আল্ট্রা (Samsung S22 Ultra) একটি অসাধারণ বৈশিষ্ট্য সম্বলিত ফোন, যা এটিকে অন্যান্য ফোনের তুলনায় অতুলনীয় করেছে।
সামসাং গ্যালাক্সি এস ২২ এর বৈশিষ্ট্য:
ডিসপ্লে:
সামসাং এস ২২ ফোনটিতে রয়েছে 6.8 ইঞ্চির একটি বড় ডিসপ্লে যার পিক্সেল সংখ্যা দৈর্ঘ্য এবং প্রস্থে 1440*3088, এছাড়া ডিসপ্লে টি দ্বিগুণ ডায়নামিক এমোলেড বৈশিষ্ট্য সম্বলিত, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ ফিচার রয়েছে যা ব্যবহারকারী কে অন্ত্যন্ত স্মুদ এবং ক্রিস্টাল ক্লিয়ার ফিল দেবে।
ফোনটিতে 500 পিক্সেল পার ইঞ্চি (ppi) পিক্সেল ঘনত্ব রয়েছে যা অন্যন্য ফোন থেকে অনেক বেশি। তাই ফোনটিতে যে দৃশ্যগুলো গঠিত হবে তা অত্যন্ত নিখুঁত দেখা সম্ভব হবে।
এখানে ডিসপ্লে এর একটি ভিডিও দেখে নিতে পারেন, https://pin.it/2i1Q2JU
সাইজ:
ফোনটির সাইজ 6.8 ইঞ্চি 114.7 স্কোয়ার সেন্টিমিটার।
প্রোটেকশন:
ফোনটির ডিসপ্লে সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে Corning Gorrila Glass Victus +.
প্ল্যাটফর্ম:
Samsung s22 ultra ফোনটি android 12 অপারেটিং সিস্টেমে চলে যা android 13 উন্নীত করা যাবে। অ্যান্ড্রয়েড ১২ একটি স্থিতিশীল এবং উন্নত অপারেটিং সিস্টেম যাকে গুগল বহু পরীক্ষার নিরীক্ষার পর প্রকাশ করেছে। অপারেটিং সিস্টেম টি তে কোন বাগ বা ত্রুটি নেই বললেই চলে। তাছাড়া প্রতি মাসে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এর সিকিউরিটি আপডেট করা হয়।
Chipset:
চিপ সেটে ব্যবহার করা হয়েছে এক্সাই নস এর ২২০০ ৪ ন্যানোমিটারের একটি প্রসেসর, যা শুধুমাত্র ইউরোপের জন্য। অন্যদিকে গ্লোবাল ফোন গুলির জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন এর 8 জেনারেশন 1 ব্যবহার করা হয়েছে। স্ন্যাপড্রাগণের এই চিপসেট টি অনেক উন্নত যা গেমারদের জন্য হেভি গেমগুলো চালানোর ক্ষেত্রে অনেক স্মুথলি কাজ করে।
Chipset Exynos 2200 (4 nm) - Europe
Qualcomm SM8450 Snapdragon 8 Gen 1 (4 nm) - ROW
Octa-core (1x2.8 GHz Cortex-X2 & 3x2.50 GHz Cortex-A710 & 4x1.8 GHz Cortex-A510) - Europe Octa-core (1x3.00 GHz Cortex-X2 & 3x2.50 GHz Cortex-A710 & 4x1.80 GHz Cortex-A510) - ROW
গ্রাফিক্স ইউনিট:
গ্রাফিক্স ইউনিটে অ্যাড্রেনো 730 ব্যবহার করা হয়েছে।
মেমোরি:
ফোনটিতে এক্সট্রা মেমোরি কার্ড স্লট নেই। ইন্টারনাল মেমোরির জন্য তিনটি ভেরিয়েন্ট এ ফোনটি এসেছে -
1) 128GB 8GB RAM,
2) 256GB 12GB RAM,
3) 512GB 12GB RAM, 1TB 12GB RAM
মেইন ক্যামেরা:
ফোনটিতে মোট চারটি ক্যামেরা রয়েছে।ক্যামেরাতে রয়েছে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, দশ মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স যার দশ গুণ অপটিক্যাল জুম করার ক্ষমতা রয়েছে। আরেকটি ১০ মেগা পিক্সেলের ফুটবল লেন্স রয়েছে যারা তিন গুণ অপটিক্যাল জুম করার ক্ষমতা রয়েছে। শেষে রয়েছে একটি ১২ মেগাপিক্সেল এর ১২০ ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা।
ক্যামেরা বিবেচনায় samsung s20 আলট্রা ফোনটি প্রায় iphone 13 বা 14 এর সমপর্যায়ের। এছাড়া হুয়াওয়ে মেট থার্টি প্রো (Huawei Mate 30 pro) এর সাথে এই ফোনটি টেক্কা দেয়। প্রায় 200 গুন জুম থাকার কারণে অনেক দূর থেকে ছবি তোলা যায়,
এছাড়া এতে রয়েছে ইমেজ স্টেবিলাইজেশন যার ফলে জুম করে ছবি তোলার সময়ে ঝাঁকুনি কম হয় এবং ছবি পরিষ্কার ডিটেলস সহকারে আসে। ভিডিও করার ক্ষেত্রে এই স্ট্যাবলাইজেশন ভিডিও সেকিং বা ঝাকুনি অনেক কমিয়ে দেয় ফলে প্রচন্ড ঝাকুনিযুক্ত সময়ও অনেক স্মুথ ভিডিও রেকর্ডিং করা সম্ভব হয় এই ফোনটির মাধ্যমে।
এক - 108 MP, f/1.8, 23mm (wide), 1/1.33", 0.8µm, PDAF, Laser AF, OIS
দুই - 10 MP, f/4.9, 230mm (periscope telephoto), 1/3.52", 1.12µm, dual pixel PDAF, OIS, 10x optical zoom
তিন - 10 MP, f/2.4, 70mm (telephoto), 1/3.52", 1.12µm, dual pixel PDAF, OIS, 3x optical zoom
চার - 12 MP, f/2.2, 13mm, 120˚ (ultrawide), 1/2.55", 1.4µm, dual pixel PDAF, Super Steady video
ভিডিও রেকর্ডিং:
Samsung s22 আলট্রা এর মাধ্যমে 8k রেজুলেশনের ২৪ ফ্রেম পার সেকেন্ড ভিডিও রেকর্ড করা যায়, আবার ব্যবহারকারি চাইলে 4k রেজুলেশনের 30 বা 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন।
সাধারণত দামী ফোনগুলোতে 4k পর্যন্ত ভিডিও রেকর্ডিং ফিচার থাকে, কিন্তু এতে 8k পর্যন্ত ক্ষমতা দেওয়া হয়েছে যা কিনা একে অন্যান্য ফোন থেকে শ্রেষ্ঠ করে তুলেছে বলে মত দিয়েছে অনেক টেক লাভার রা।
Video 📸 Record:
8K@24fps, 4K@30/60fps, 1080p@30/60/240fps, 720p@960fps, HDR10+, stereo sound rec., gyro-EIS
সেলফি ক্যামেরা:
এখানে ৪০ মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচার সমৃদ্ধ ২৬ মিলিমিটার সেলফি ক্যামেরা রয়েছে যার দ্বারা অত্যন্ত সুন্দর এবং ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলা সম্ভব হয়।এছাড়া এতে ডুয়াল অডিও ভিডিও কল এবং অটো এইচডিআর ফিচার রয়েছে।
40 MP, f/2.2, 26mm (wide), 1/2.82", 0.7µm, PDAF
নেটওয়ার্ক:
Samsung s22 আল্ট্রা ফোনটিতে ২জি, ৩জি, ৪জি, ৫জি নেটওয়ার্ক রয়েছে।
ব্যাটারি:
ফোনটিতে 5000 mAh অপসারণ অযোগ্য একটি ব্যাটারি রয়েছে। সাথে 45 ওয়াট এর একটি তারযুক্ত চার্জার রয়েছে এবং 15 ওয়াটের একটি তারবিহীন চার্জার রয়েছে।
অন্যান্য:
এছাড়া ফোনটিতে অন্যন্য সকল ফিচার যেমন Nfc, সকল সেন্সর রয়েছে যেমন: ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা ডিসপ্লের নিচে অবস্থিত, accelerometer, gyro, proximity, compass, barometer.
S22 ফোনটির কয়েকটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে - ফ্যান্টম ব্ল্যাক, হোয়াইট, বারগণ্ডি, সবুজ, গ্রাফাইট, রেড, স্কাই ব্লু, বোরা পার্পল।
সকল ফিচার বিবেচনায় এই ফোনটি একটি আদর্শ ফোন বলে বিবেচিত হয়েছে। বিশেষ করে এর ক্যামেরার অসাধারণ দক্ষতা টেক লাভারদের দৃষ্টি আকর্ষণ করেছে। অন্যদিকে, ডিসপ্লে 500 ppi পিক্সেল, আর ডায়নামিক অ্যামোলেড হওয়ায় যেকোনো ছবি অত্যন্ত নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম এবং ক্যামেরার সেন্সর তো রয়েছেই। সব কিছুর কম্বিনেশনে যে একবার এই ফোনটি কিনবে সে ফোনের মায়ায় পড়তে বাধ্য। ফোনটিতে রয়েছে S pen সাপোর্ট যা অফিসের কাজ সহ ড্রয়িং বা আর্কিটেকচার ইঞ্জিনিয়ারদের ড্রয়িং এ সুবিধা দেবে।
বাংলাদেশের বাজারে Samsung S22 Ultra ফোনটির 12Gb /256 Gb ভ্যারিয়েন্ট এর বাজার মূল্য - 1,79,999 টাকা।
ফোনটি সম্পর্কে বিস্তারিত ভিডিও আকারে জানতে চাইলে নিচের লিংকে ক্লিক করে জেনে নিতে পারেন -
Samsung S22 ultra ব্যবসা সফল একটি মডেল হওয়ায় samaung কোম্পানি এবার S23 Ultra model বের করতে যাচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পাওয়া গেছে। এবার স্যামসাং এই ফোনটিতে 200 Mp ক্যামেরা সেন্সর যুক্ত করবে।
আজকে এ পর্যন্তই দেখা হবে next ব্লগ পোস্ট এ।
You must be logged in to post a comment.