আসসালামু আলাইকুম।আশা করি আপনারা সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভালো আছি।তো দেরি না করে চলুন শুরু করা যাক। (প্রথমে আপনাকে google গিয়ে (operamini)ডাইনলোড করতে হবে।ডাইনলোড করে নিয়ে (itel it5260)/java ফোনে তা শেয়ার করে নিবেন। তখন দেখবেন সেই (operamini)তে ক্লিক করবেন।তারপর ইনস্টল অপসনে যাবেন।ইনস্টল করার পর সেখানে ঢুকবেন।
ঢুকে সর্বপ্রথম আপনাকে সেটার নিচে গিয়ে আপনাকে দেখতে হবে নীচে
একটা অপসন আছে (save to memory)
সেখানেক্লিক করতে হবে।
সেই অপেরামিনির গুগোল এ ঢুকে আনাকে সাচ করতে হবে গেম এর নাম।
সেখানে আপনাকে(java spiderman game didomil net)লিখে দিলেই গেমটি চলে আসবে।
এখানে থেকে একটা আপনার পছন্দ মতো বেছে নিবেন। তারপর সেখানে ক্লিক করতে হবে।
তখন সেখানে আপনার মোবাইলের সাইজের মাপ গেমে বেছে নিতে হবে।মাপ নেওয়ার পর আপনাকে সেটা ডাইনলোড করতে হবে।
তখন সেখান থেকে বেরিয়ে ম্যামরিতে গিয়ে (spiderman game )ইনস্টল করতে হবে ।
আবার জাবায় গিয়ে সেই গেমে ডুকলেই দেখবেন সেটি প্রে হয়ে গেছে ।তখন আপনি মজাদার গেম খেলবেন।
আবার এই অপেরামিনিতে আপনি ভিডিও গান অডিওতে কনভাট করতে পারবেন। এই বাটনফোন(itel it5260)আরও অনেক সুবিধা আছে । যেমন এখান থেকে বিভিন্ন গান,ভিডিও ডাইনলোড করা যায়।এটা করা খুব সোজা ।তো আশা করি সবাই বুঝতে পারবেন ।সবাইকে ধন্যবাদ!
You must be logged in to post a comment.