খুবই অল্প দামের মধ্যে ভালো একটি ফোন এটি। এই ফোন দিয়ে অনলাইনে প্রায় সকল গুরুত্বপূর্ণ কাজই করা যাবে এবং এই ফোনটির ডিসপ্লে সাইজ বড় হাওয়াতে এটি দিয়ে অনলাইন পড়াশোনা, গেমিং, অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে এবং মুভি দেখে মজা পাওয়া যাবে।
এটি চাইলে সবাই নিতে পারেন। এটি দিয়ে হালকা গেমিং ও করা যাবে।
তবে খুব হাই রেঞ্জের গেমিং করলে এর প্রসেসর গরম হয়ে যেতে পারে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো এবং তাড়াতাড়ি চার্জ চলে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
এতে রয়েছে পাঁচ হাজার এম্পিয়ারের ব্যাটারি। অক্টাকোর প্রসেসর এবং মিডিয়াটেক হেলিও G25 এর একটি চিপসেট। এটিকে মূলত লো বাজেটের একটি গেমিং প্রসেসর বলা চলে।
2GB র্যাম ও 32GB স্টোরেজ। এই ফোনটিতে আরো রয়েছে, ওয়াটার ড্রপ নচ যুক্ত একটি 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে।
এর রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। এটি একটি এন্ট্রি লেবেলের ফোন হিসেবে যে কারো পছন্দ হবে ফোনটি। এর মূল্য বিভিন্ন জায়গায় ভিন্ন রকম হতে পারে।
তবে এই ফোনটি আমি নিয়েছিলাম, 8999 টাকা দিয়ে। আমার মতে, এই বাজেটে এটি খুবই দুর্দান্ত এবং এই ফোনটি দিয়ে মোটামুটি অনলাইন ভিত্তিক সকল গুরুত্বপূর্ণ কাজই করা যাবে।
You must be logged in to post a comment.