ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ এবং এর প্রতিকার

বর্তমানে স্মার্টফোনর চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি অন্যতম প্রধান সমস্যা। ৮০ শতাংশেরও বেশি স্মার্টফোন ব্যবহারকারী এ সমস্যায় ভুগছেন।

আমাদের ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার পিছনে আমাদের নিজেদের ও কিছু কিছু ভুল রয়েছে।

তো চলুন জেনে নিই কি কি ভুলের কারেণ আমাদের ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় এবং এর প্রতিকার।

অতিরিক্ত নোটিফিকেশন আসা:

স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপস নোটিফিকেশন পাঠায়। অনেক অ্যাপ আবার নির্দিষ্ট সময় পর পর সার্ভার থেকে নতুন তথ্য সংগ্রহ করে 'পুশ' নোটিফিকেশন সেন্ড করে।

এই অ্যাপগুলো যখন নোটিফিকেশন পাঠায় তখন অটোমেটিক ভাবে ব্যাকগ্রাউন্ডে চালু হয়ে যায়। যা আপনার ফোনের চার্জ দ্রত শেষ হতে সাহায্য করে থাকে।

চার্জে দেয়া অবস্থায় ফোন ব্যবহার করা:

অনেকেই  চার্জে দেয়া অবস্থায় স্মার্টফোন ব্যবহার করেন। এমনকি চার্জে দেয়া অবস্থায় হাই রেজুলেশনের গেইমও খেলেন। এর ফলে চার্জিং প্রক্রিয়া বিলম্ব হয়। এর কারণে আপনার ফোনের প্রসেসর এর এবং ব্যাটারিও ক্ষতিগ্রস্ত হয়।

ফোনে সবসময় চার্জ দেওয়া :

অনেকেই ফোনে বাড়তি সচেতনতার জন্য বার বার চার্জ দেয়। সবসময় ফোনে চার্জ দিতে থাকলে ব্যাটারি ক্ষয় হতে থাকে। আবার অনেক সময় ফোনে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের কারণে চার্জ দ্রুত কমে যায়।

ব্যবহারের পর অ্যাপস বন্ধ না করা :

অনেক সময় দেখা যায় অ্যাপস ব্যবহার করার পর আমরা বন্ধ করতে ভুলে যাই। কোন apps কে হােম বাটন টিপ দিয়ে,বের হলে সেটি ব্যাকগ্রাউন্ড এ চলতে থাকে এর কারনে দ্রুত চার্জ ফুরিয়ে যায়।

স্মার্টফোন পুরনো হয়ে গেলে:

আপনার স্মার্টফোন যদি পুরনো হয়ে যায় তাহলে ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়, এটাই স্বাভাবিক। সাধারণত একটি ব্যাটারির গড় আয়ু ধরা হয় ১-২ বছর।

এই সম্যের মধ্যে স্মার্টফোনের ব্যাটারির কার্যক্ষমতা স্বাভাবিক থাকে। কিন্তু ফোনের ব্যাটারির বয়স যখন ২ বছরের বেশি হয়ে যায় এর কার্যক্ষমতা অনেকটাই হ্রাস পেয়ে যায় তখন চার্জ কম থাকার সমস্যা টা ঘটে।

ব্যাটারী সমস্যা :

কখনো কখনো ফোনের ব্যাটারী অনেক বেশি গরম হয়ে যায় কিংবা তারাতারি ১০০% চার্জ দেখায়। ব্যাটারী অনেক পুরনো হয়ে গেলে এমনটি হতে পারে। ব্যাটারীর চার্জারের কারণেও এমনটি হতে পারে। চার্জার অথবা ক্যাবল ঠিক থাকলেও অনেক সময় ব্যাটারির সমস্যার কারণে চার্জ ধীর গতিতে হয়। তবে এক্ষেত্রে চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া, স্মার্টফোন গরম হয়ে যাওয়া কিংবা অস্বাভাবিক হারে চার্জের পরিমাণ বাড়া-কমা করার মতো সমস্যা দেখা দেয় ।

ডিসপ্লের ব্রাইটনেস:

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

অনেক সময় দেখা যায় ফোনের ব্রাইটনেস যত টুকু থাকা দরকার তার থেকেও বেশি দিয়ে রাখা যা আপনার ব্যাটারির উপর নেতিবাচক প্রভাব ফেলে
ফোনে দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়ার পিছনে ডিসপ্লের ব্রাইটনেস ব্যাপক প্রভাব ফেলে।

দুর্বল নেটওয়ার্ক সিগনাল:

দুর্বল নেটওয়ার্ক সিগনাল ফোনে চার্জ তারাতারি ফুরিয়ে যাওয়ার আরেকটি অন্যতম কারণ। অনেক সময় দেখা যায় কোন জায়গায় নেটওয়ার্ক সিগনাল অনেক দুর্বল। 
একইভাবে যদি আপনার ওয়াইফাই সিগনালও দুর্বল হয় তাহলে সেটি আপনার ব্যাটারির কার্যকারিতার উপর নেতিবাচক প্রভাব ফেলে ফলে ফোনের চার্জ তারাতারি শেষ হয়ে যায়।

ওয়ারলেস কানেকশন, জিপিএস এবং অটো সিংক চালু থাকা :

ইন্টারনেট কানেকশন , ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস লোকেশন এবং অটো সিংক (Sync) যদি এগুলো সবসময় চালু থাকে তাহলে আপনার ফোনের ব্যাটারির উপর নেতিবাচক প্রভাব ফেলে এর ফলে ফোনের চার্জ তারাতারি শেষ হয়ে যায়।

আপনার ফোনে চার্জ র্দীঘক্ষন টিকিয়ে রাখতে যা যা করনীয়।

* ফোনে Live wallpaper ব্যবহার না করা।

* চার্জ 25 এর নিচে চলে আসলে ফোন চার্জ দিবেন।

* ফোনের ভাইব্রেশন সিস্টেম বন্ধ করে রাখুন।

* চার্জে লাগিয়ে মােবাইল চালাবেন না ,এতে আপনার এর মােবাইলের ব্যাটারির উপর প্রচুর পরিমাণে প্রেশার পড়ে।

* আপনার ফোনের Homescreen এ বেশি wigtes ব্যবহার করবেন না।

* আপনার ফোনের চার্জ একবারে শেষ করবেন না।

* ফোনে অতিরিক্ত চার্জ দিবেন না এর ফলে ব্যাটারির উপর খারাপ প্রভাব পড়ে।

* কখনওই কোন apps কে হােম বাটন টিপ দিয়ে বের হবেন না তাহলে সেটি ব্যাকগ্রাউন্ড এ চলতে থাকে exit করে বের হবেন।

* আপনার ফোনের স্ক্রিন এর ব্রাইটনেস কমিয়ে রাখুন প্রয়োজন এ বাড়ান।

* দূর্বল নেটওয়ার্কে ইন্টারনেট কানেকশন অফ করে রাখুন।

* জিপিএস অথবা লোকেশন প্রয়োজন ছাড়া অফ করে রাখুন।

* যদি ফোনের ব্যাটারির অনেক পুরনো হয় তবে ব্যাটারি অবস্থা দেখে পরিবর্তন করা।

* ফেসবুকের মতো ফোনের অন্য অ্যাপগুলোও ডার্ক মোড অন করে রাখতে হবে।

* ফোনের চার্জার ব্যতীত অন্যান্য নকল চার্জ ব্যবহার না করা। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
REAL MAN - Aug 3, 2021, 11:20 AM - Add Reply

.

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

Students