পাবজিতে প্রো হওয়ার কিছু টিপ্স এন্ড ট্রিক্স

প্রচলিত পাবজি  খেলার ৭টি ট্রিপ্স ও টিক্স-

১. হাউজে নামার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে রেলিং এর সামনে অথবা জানালা দিয়ে হেইড দেখা না যায়। সেইক্ষেত্রে যখন গান হাতে থাকবে তখন হেইড দেখা যায় কিন্তু গান রেখে দিলে বাইরে থেকে হেইড দেখা যায় না। ওল্ড স্নাইপার থাকলে ওয়ান সট এন্ড কিলড।

২. ১ টি গ্রেনেড থাকলে সেটা ওয়েস্ট করতে না চাইলে, অন্য টিম মেম্বারকে বলতে হবে ফারায় করার জন্য, নাহলে গ্রেনেডের পিন খোলার আওয়াজ শুনে এনিমি তার পজিশন চেঞ্জ করে ফেলতে পারে।

৩. জাম্প এন্ড ফায়ার ইউজ করতে হবে, গাউচ এন্ড ফায়ার থেকেও জাম্প এন্ড ফায়ার বেশী হেল্পফুল হবে।

৪. Arena training  এ খেললে লিমিটেড গান থাকে। 

৫. ওয়াচ ট্রাওয়ার  থেকে পেছন থেকে দৌড়ে এসে জাম্প করলে ওয়াকস্ হাউজের ছাদে যাওয়া যায়।

৬. Rank push  করা যাবে না, অতীব প্রয়োজন ছাড়া ওমন করা যাবে না।

৭. ৩য় সীটে বসার ট্রাই  করতে হবে এতে পেছন থেকে এনিমি সুট করলেও ডেমেইজ কম হবে।

ইউজেস অব গান এন্ড গ্রেনেডসঃ  M416 (4x) + Dp (6x), M416 (4x)+Akm, (6x) M16A4+M249 ( 4x), Scar-L (4x) + M416 (6x).

Stun grenade (1), Smoke grenade(2), Frag grenade(2)

Bag ( level 3),  Health (2), Bandage ( 10) , Body Armor ( level 3)

8x scope can be attached with guns - Kar 98k, M24, AWM,Mini14,VSS,SKS,SLR,MK14( airdrop only)

U

এখন জানা যাক  মুভ করতে করতে ফায়ার করলে কি কি উপকারিতা পাওয়া যায় : 

এমন অনেকেই আছে যারা মুভ করতে করতে ফায়ার করতে পারে না। বা ফায়ার করার সময় মুভ করতে পারে না। অথবা মুভ করার সময় ফায়ার করতে পারে না।  মুভ এবং ফায়ার করলে যে উপকারিতা গুলো পাবে তা ফেসটু ফেস ফায়ার গুলোতে যদি মুভ এবং ফায়ার করো তাহলে তোমার এনিমি ১৫/১৬% সট মিস করবে যার ফলে সেই জায়গায় জেতার সম্ভাবনা তোমার বেশি থাকবে।  যদি এনিমি স্নাইপিং করে তাহলে তুমি মুভ এবং ফায়ার করে তাকে কিল করতে পারবে। অনেক সময় এনিমি ড্রপ হয়ে থাকে সেক্ষেত্রেও মুভ এবং ফায়ার করে জিতে যেতে পারবে।  

খেলায় নতুন প্লেয়ার হলে যে টিপস গুলো যানতে হবে : 

১. প্রত্যেকটা যায়গার নাম বলতে জানা থাকতে হবে যাতে করে তোমার সাথীদের তোমার যায়গার নাম বলতে পারো।

২. ইসকয়াট হাউস এ রাস করার সময় যদি এনিমি উপরে পাসে ছোট ঘরটিতে থাকে তাহলে বেল্কনিতে গিয়ে জানালা দিয়ে তাকে সুট করতে পারবে তাতে তার নজরও পরবে না কথাথেকে সুট হচ্ছে।

৩.মিনি ব্রিজ কেম্প থেকেও রাস্তায় খুব সহজে কিল করতে পারবে।

৪. কিল ফিট এর দিকে নজর রাখো সবসময়।

৫. গাড়ি চালানোর সময় যদি দেখ তোমার গাড়িতে হিল কম আছে তখন গাড়িটি পরিবর্তন করাটাই ভালো তাই পারলে গাড়িটি পরিবর্তন করে নিও।

৬.গাড়ি চালানোর সময় যে সবচেয়ে ভালো কিল করতে জানে বা যার গান চালানোর স্কিল সবচেয়ে বেশি ভালো তাকে কখনো ড্রাইভ করতে দিও না, কারন ড্রাইভ করা অবস্থায় যদি এনিমি এসে এটাক করে তাহলে সে এনিমিকে গাড়ি চালানো অবস্থায় কিল করতে পারবে না এতে ক্ষতি হতে পারে।

৭. m249 নিয়ে কখনো ড্রাইভ করতে যেওনা।

৮.স্কপ সেটিং টাকে হলড এ রাখতে পারো এতে তোমার রিয়েক্সন স্পিড অনেক বেশি ফাস্ট হবে ।

৯.এনিমি যদি ছাদে থাকে তাহলে ডিরেকট সিরি দিয়ে ছাদে উথতে যেও না, বারান্দা দিয়ে উঠে জানালা ধরে ছাদে উঠার চেস্টা করবে।

১০.সবসময় চেস্টা করবে বেস্ট গান নিয়ে খেলার এবং বেস্ট গান সম্পর্কে ধারণা রাখার,কারণ অনেক গান দিয়ে কিল করতে অনেক সময় নিয়ে ফেলে তাতে এনিমিকে কিল করার আগে এনিমি কিল করে দেয় এবং আপনার মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই বেস্ট গান দিয়ে কিল করতে হবে। এবং বেস্ট গানটি সাথে থাকতে হবে।

১১. কোনো জায়গায় রাস করার আগে অই জায়গাটা প্রথমে রাউন দাও তারপর রাস করো।

১২. লো গ্রাফিক্স এ খেলার চেস্টা করো।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Md Shohidul islam - Jun 27, 2021, 6:12 PM - Add Reply

Nice

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles