এই আর্টিকেল আমি আপনাদের শিখাব কিভাবে প্লে স্টোরে ডার্ক মোড চালু করতে হয়। আপনারা এই টিউটোরিয়ালটি ফলো করলে আপনারাও প্লে স্টোরে ডার্ক মোড চালু করতে পারবেন ।মাত্র 2 মিনিটে এই ট্রিকসটি শিখে নিন। আমি এখানে ছবি সহ বিস্তারিত তথ্য দিয়েছে।
ডার্ক মোড :
আপনার ডিভাইসটিকে ডার্ক মোডে সেট করার অর্থ হল এটি একটি অন্ধকার ব্যাকগ্ৰাউন্ড পাঠ্য প্রদর্শন করবে।
ডার্ক মোড এর সুবিধা সমূহ:
•নীল আলোর এক্সপোজার কমানো
• দীর্ঘ স্ক্রীন টাইমের সাথে চোখের স্ট্রেনে সাহায্য করা ।
• ব্যাটারি সেভ
• অন্ধকার ঘরে আপনার ডিভাইসটি দেখছেন তখন স্ক্রিনের সাথে সামঞ্জস্য করা সহজ করতেও সাহায্য করতে পারে
প্লে স্টোর ডার্ক মোড :
আপনাদের প্লে স্টোর ওপেন করুন। তারপর সবার ওপরে সার্চ বার এর পাশে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পারবেন। সেখানে ক্লিক করুন।
ক্লিক করলে ড্রপবক্স মেনু চলে আসবে। সেখান থেকে 'settings' অপশন সিলেক্ট করুন।
সেটিংস অপশন সিলেক্ট করলে সবার ওপরে 'General' নামক একটি অপশন পাবেন। ক্লিক করুন :
তারপর তৃতীয় অপশনটি 'Theme' সিলেক্ট করুন।
তারপর "Dark" অপশনটিতে ক্লিক করুন।
ব্যাস আপনাদের প্লে স্টোরে ডার্ক মোড সফল ভাবে চালু হয়ে গিয়েছে।
আর্টিকেলের শেষ কথা :
এই টিউটোরিয়ালটিতে বিস্তারিতভাবে শিখিয়েছি ছবিসহ কিভাবে প্লে স্টোরে ডার্ক মোড চালু করতে হয়। খুব সহজ পদ্ধতিতে আপনাদের ট্রিকসটি শেখানো হয়েছে। যদি কোনো সমস্যা থেকে থাকে আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব ,,আপনারা কমেন্টে জানিয়ে দেবেন।
আর্টিকেলটি ভালো লাগলে এবং কাজে আসলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী কোন টিউটোরিয়ালে অন্যকোন ট্রিক্স নিয়ে হাজির হব,, সবাইকে পড়ার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
You must be logged in to post a comment.