কিভাবে মাত্র ২ মিনিটে Photoshop দিয়ে ছবিতে প্রোফেশনাল Orange filter এড করবেন?

১- প্রথমে একটা ছবি Photoshop এ ওপেন করবেন।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন


২-তারপর ছবিটি কে (ctrl+j) প্রেস করে একটা কপি লেয়ার করে নিবেন, এখন চ্যানেল(Channel mixer) মিক্সার নামক অপশন টি খুজে বের করে সেটা প্রেস করুন।

৩- সেটি প্রেস করার পরে এমন একটা মেনু আসবে

৪-এখানে থেকে এই লাল মার্ক করা আইকন টিতে ক্লিক করবেন

এর পরে পর পর নিচে দেয়া মান গুলো Red,Green,Blue এর পরিমানের% এর জায়গাতে বসিয়ে দিবেন।
*Red- 0%
*Green- +200%
*Blue- -100%
৫-এখন বেলন্ডিং মোড বদলে "Lighten" করে দিন

৬-এখন আবার Hue/Saturation লেভেল অন করেন

এবার এখানে শুধু Yellow কালার এর Hue-Saturation-HSL এর মান বদলান নিচের দেয়া মানের মত করে,
*Hue- -20
*Saturation- 0
*HSL- 0

{বিঃদ্রঃ কারো যদি কোনো টিউটোরিয়াল ভিডিও লাগে তাহলে আমাকে জানাবেন যথাসম্ভব সাহায্য করবো ইনশাল্লাহ}

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ